PM Wani Yojana - বাড়ি বাড়ি ফ্রিতে ওয়াইফাই পরিষেবা দিচ্ছে সরকার , যুগের সাথে জীবনযাত্রা আমাদের অনেক বদলেছে আর এখন ইন্টারনেট পরিষেবা খুব গুরুত্বপূর্ণ তাই PM Wani প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন সরকার , এখন বেশিরভাগ কাজেই ইন্টারনেট এর মাধ্যমে হচ্ছে তাই সরকার প্রত্যেক বাড়ি বাড়ি খেতে ওয়াইফাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।
PM WANI WIFI YOJANA
এখন সবার হাতে হাতে স্মার্টফোন আছে কিন্তু শুধুমাত্র স্মার্ট ফোন থাকলে ইন্টারনেট এর রিচার্জ করানো দরকার যেটা অনেকে ই আছে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের পক্ষে মোবাইল এ রিচার্জ করা খুব অসুবিধা জনক । PM WANI YOJANA
এই কারণে যাতে সমস্ত মানুষ ফ্রিতে ইন্টারনেটে পরি সেবা পেতে পারে তার জন্য এই প্রকল্পটি চালু হয়েছে। আর আপনাদের মোবাইল টেলিকম কোম্পানিতে রিচার্জ করার প্রয়োজন পড়বে না কারণ সরকার ইন্টারনেট পরিসেবা দেবে সবাইকে , কিভাবে আবেদন করবেন ইন্টারনেট পরিষেবার জন্য সমস্ত তথ্য আজকে প্রতিবেদনে পেয়ে যাবেন।
PM Wani যোজনার জন্য প্রয়োজনীয় নথিপত্র
• আধার কার্ড
• ব্যাংকের পাসবই
• পরিচয়ের প্রমাণ পত্র
• বাসস্থানের প্রমাণপত্র
• ইমেইল আইডি
• মোবাইল নম্বর
• আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
PM Wani Yojana Apply Online
* Pm Wani প্রকল্পে রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে -
www.pmwani.gov.in/wani
• এই ওয়েবসাইটে প্রবেশ করার পর - 'PDO Portal' এই অপশনটিতে ক্লিক করবেন।
• যখনি ওই অপশনে ক্লিক করবেন নতুন একটি পেজ খুলে যাবে সেই পেজে নিজের নাম, মোবাইল নম্বর, পিন কোড নম্বর, ইমেল আইডি, সম্পূর্ণ ঠিকানা, আপনারা ইন্টারনেটে কোথায় লাগাতে চাচ্ছেন সেই অপশনটি সিলেক্ট করবেন যেমন ধরুন যদি আপনাদের শপিংমল থাকে , রেস্টুরেন্ট এই ধরনের নানান রকম অপশন এখানে পেয়ে যাবেন এর মধ্যে থেকে আপনাদের যেটা হবে সেটি এখান থেকে সিলেট করবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন সেটা আমরা নিম্নে বলে দিচ্ছি , যদি আপনাদের ব্রডব্যান্ড থেকে থাকে তবে হ্যাঁ অথবা না যেটা আপনাদের জন্য প্রযোজ্য সেটি সিলেক্ট করবেন সম্পূর্ণ তথ্য দেওয়ার পর ভালোভাবে পেজটি একবার দেখে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন এভাবে আপনাদের ফর্মটি পূরণ করতে হবে ।
PM Wani প্রকল্পে কারা আবেদন করতে পারবেন
PM WANI প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এখানে জানা গিয়েছে যে - মুদি দোকান, শপিং মল, স্কুল , হাসপাতাল , বিউটি পার্লার এই সমস্ত যারা চালায় তারাই এখানে আবেদন জানাতে পারবেন ।
PM WANI মূল্য
PM WANI প্রকল্পের মাধ্যমে যদি আপনি বাড়িতে ইন্টারনেট বসান তবে প্রতিদিন প্রতি আপনাকে 5 টাকা করে গুনতে হবে । এতে আপনি যে ইন্টারনেটটি পাবেন সেটি সীমাহিন থাকবে , সাপ্তাহিক একটি প্ল্যান রয়েছে শুধুমাত্র 32 টাকাই , এবং মাসিক প্ল্যান রয়েছে শুধুমাত্র 99 টাকাই এবং বছরের প্ল্যান রয়েছে 499 টাকাই ।
PM WANI ওয়াইফাই যোজনা ভারত সরকার শুরু করেছেন 10 ডিসেম্বর 2014 সালে , এর মাধ্যমে দেশের প্রায় আড়াই লক্ষ উপরে গ্রামের বিনামূল্যে ওয়াইফাই ইনস্টল করা হবে।
ইন্টারনেট পরিষেবা এখন খুবই গুরুত্বপূর্ণ তাই সরকার যাতে সবাই ইন্টারনেট পরিষেবাটি ব্যবহার করতে পারে তাই PM WANI YOJANA প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়ি ইন্টারনেট পরিষেবা পৌঁছানোর ব্যবস্থা নিয়েছেন । pm wani yojana registration
এভাবে আপনারা খুব সহজে PM WANI YOJANA তে আবেদন করতে পারবেন এবং ফ্রিতে ওয়াইফাই পেতে পারেন ।
যদি আপনাদের এই প্রতিবেদনের বিষয়ে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন আমাদের এবং Contact Us পেজে গিয়েও জানাতে পারেন ।