রাজ্যে পঞ্চায়েত দপ্তরের কর্মী নিয়োগ করা হবে ৬৬৫২টি মোট শূন্য পদ আছে এবার জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা এবং আবেদন পদ্ধতি সিলেবাস সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে আলোচনা করা হবে যে সকল চাকরি প্রার্থীরা গ্রাম পঞ্চায়েত নিয়োগ পদ গুলিতে আবেদন আগ্রহী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদনটি। গ্রাম পঞ্চায়েত নিয়োগ ে রাজ্যের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে উভয় এখানে আবেদন জানাতে পারবেন গ্রাম পঞ্চায়েত নিয়োগে কোন জেলায় কতগুলি করে শূন্য পদ আছে সেগুলি আমরা নিম্নে দিয়ে দিচ্ছি এবং PDF ডাউনলোড করার অপশন আপনাদের দিয়ে দেব।
WB Gram Panchayat Vacancy District Wise 2024 - (WB Gram Panchayat Recruitment 2024) -
গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে বিভিন্ন পদে মোট 6652 টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিলেন, রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এবং জেলা পরিষদ দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেমন নির্মাণ সহায়ক পঞ্চায়েত সহায়ক পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এগুলি পঞ্চায়েতে নিয়োগ করা হবে , পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হবে - একাউন্ট ক্লার্ক , ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক ট্রাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর এবং পিয়ন, জেলা পরিষদে নিয়োগ করা হবে - অ্যাডিশনাল একাউন্টেন্ট , অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, ডিস্ট্রিক্ট ইনফরমেশন এনালাইসিস, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক , ট্রেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট , পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই সমস্ত পদে সর্বমোট 6652 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে প্রত্যেকটি জেলার জন্য জেলাভিত্তিক তালিকা প্রকাশিত করা হয়েছে তালিকাটি নিম্নে দিয়ে দিচ্ছি -
জেলাভিত্তিক শূন্য পদের তালিকা
জেলার নাম | মোট শূন্যপদ |
---|---|
বাঁকুড়া | 660 টি |
দক্ষিণ চব্বিশ পরগনা | 516 টি |
পূর্ব বর্ধমান | 318 টি |
দার্জিলিং | 65 টি |
পশ্চিম মেদিনীপুর | 560 টি |
হুগলি | 606 টি |
পশ্চিম বর্ধমান | 123 টি |
মুর্শিদাবাদ | 178 টি |
মালদা | 138 টি |
কালিংপং | 169 টি |
উত্তর 24 পরগনা | 566 টি |
দক্ষিণ দিনাজপুর | 184 টি |
বীরভূম | 147 টি |
আলিপুরদুয়ার | 181 টি |
নদীয়া | 144 টি |
পূর্ব মেদিনীপুর | 329 টি |
উত্তর দিনাজপুর | 100 টি |
পুরুলিয়া | 405 টি |
ঝাড়গ্রাম | 225 টি |
কোচবিহার | 200 টি |
জলপাইগুড়ি | 146 টি |
দার্জিলিং | 366 টি |
হাওড়া | 442 টি |
বয়সসীমা
রাজ্যের গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য বিভিন্ন পদের জন্য আবেদনকারী প্রার্থীদের 01/01/2024 অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা
রাজ্যের গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য অষ্টম শ্রেণীর পাশ হলেও আপনারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণি , মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পার্স ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবেন।
রেজিস্ট্রেশন পদ্ধতি
ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়ে গেছে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন ঠিক করে রাখবেন সম্পূর্ণ তথ্য আমরা নিম্মে দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফর্ম পূরণ করবেন কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত কিছু তথ্য। খুব সম্ভবত ভোটের রেজাল্ট প্রকাশের পর অর্থাৎ জুন মাস থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চালু হয়েছে ।
• পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে - https://wbprms.in/ আপনাদের প্রবেশ করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট লিংকটি আমরা নিচে দিয়ে দেব সেখান থেকে ডিরেক্ট আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন ।
• আবেদনকারী ব্যক্তির মোবাইল নম্বর নাম ইমেইল এড্রেস সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম টি পূরণ করতে হবে , এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা আরো সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হবে সেগুলো, নির্ধারিত ফরম্যাটে আপলোড করতে হবে।
• এইভাবে আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন।