ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা ব্লকে ব্লকে একটি করে ধান ক্রয় কেন্দ্র স্থাপন করেছে যাতে কৃষকরা সরকারি ন্যায্য মূল্যে ধান বিক্রয় করতে পারে ।
২০২৩-২৪ খারিফ মরশুমে ১ লা নভেম্বর থেকে ২০২৩ থেকে পশ্চিমবঙ্গ সরকার ধান কেনা শুরু করেছে । রাজ্যের সমস্ত ব্লকে যেখানে স্থায়ী ধান কেন্দ্রগুলি থেকে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের কাছ থেকে ধান কিনে শুরু হয়েছে । এছাড়াও বিভিন্ন প্রাথমিক কৃষি সমবায় সমিতি / কৃষি সমবায় বিপণন সমিতি/স্বনির্ভর গোষ্ঠী/কৃষি উৎপাদক সংস্থা/কৃষি উৎপাদক কোম্পানি এই সমস্ত জায়গায় আগাম নোটিশ দিয়ে ধান কেনা শুরু হয়েছে ।
ধান বিক্রয় করার জন্য সর্বপ্রথমে একটি রেজিস্ট্রেশন করাতে হবে অনলাইনের মাধ্যমে এবং আপনাকে একটি কার্ড দেবে যেটাই রেজিস্ট্রেশন নম্বর পাবেন সেটা দিয়ে আপনাকে স্লট বুকিং করে ধান ক্রয় কেন্দ্রে যেতেহবে ।
প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে ধান বিক্রয় করার জন্য সমস্ত তথ্য নিচে দেওয়া হলো
প্রয়োজনীয় কাগজপত্র
১. ভোটার কার্ড২. আধার কার্ড
৩. ব্যাংক একাউন্ট
৪. জমির নথি
৫. পাসপোর্ট সাইজ ফটো
কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন নম্বর পাবেন নিচে দেওয়া হল
১. একজন চাষী যদি আপনার কৃষক বন্ধু তে নাম নথিভুক্ত থাকে তবে খুব সহজেই ধান বিক্রয়ের জন্য ধান ক্রয় পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন ।
২. যদি আপনিও অ নথিভুক্ত বর্গাদার হন আর আপনার নাম কি কৃষক বন্ধুতে যদি না থাকে খাদ্য দপ্তরের নির্দিষ্ট বয়ান অনুযায়ী উপলব্ধ দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে ।
৩. ধান ক্রয় পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে https://epaddy.wb.gov.in/ এই সাইটে যেতে হবে ।
৪. সাইটে যাওয়ার পর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করবেন ।
৫. সঠিকভাবে পূরণ হওয়ার পথ সাবমিট এ ক্লিক করুন তাহলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে ।
এইভাবে রেজিস্ট্রেশন করার পর একটি আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এবং একটি প্রিন্ট আউট পেয়ে যাবেন সেটা নিয়ে রেখে দেবেন , এবং ধান বিক্রয় করার জন্য আপনাকে একটি সিডিউল নিতে হবে যেটা আপনি ছুটির দিন বাদ দিয়ে যে কোন দিন বেছে নিয়ে সেই দিন আপনাকে ধান নিয়ে ধান ক্রয় কেন্দ্রে যেতে হবে আপনি যে কোনদিন বেছে নিতে পারবেন শুধুমাত্র ছুটির দিন বাদ দিয়ে । E Paddy Procurement wbfood in
২. এবার Farmer Self Scheduling অপশনে ক্লিক করতে হবে ।
৩. রেজিস্ট্রেশন নাম্বার এর জায়গা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যেটা অলরেডি আমি এর আগে আপনাদের বললাম কিভাবে এটা রেজিস্ট্রেশন করতে হয় । আগে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পেয়েছিলেন সেটা এখানে রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে ইনপুট করুন এবং ক্যাপচা কোড টি পাশ থেকে দেখে দেখে লিখে সাবমিট করুন ।
৪. এবার আপনার রেজিস্টার মোবাইল নম্বর একটি ওটিপি যাবে সেটি লিখে ভেরিফাই করবেন ।
৫. তারপর চাষীর বিবরণ একটি তথ্য চলে আসবে সেটি আপনারা দেখে নিয়ে যদি সঠিক হয় তাহলে Confirm and Proceed অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন ।
৬. এবার Self Scheduling এর উইন্ডোটি খুলে যাবে এবং এখানে আপনার জেলার নাম আপনার ব্লকের নাম এবং আপনাদের ধান ক্রয় কেন্দ্রের নাম সিলেট করে দিন এবং আপনি যেকোন একদিন বেচে নিন । এবং সাবমিট করে দিন
৭. এবার আপনি একটি বুকিং স্লিপ পেয়ে যাবেন বুকিং স্লিপটি অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দিবেন যেদিন আপনি ধান নিয়ে যাবেন ধান ক্রয় কেন্দ্রে সেদিন এই বুকিং প্রিন্ট আউট টি লাগবে । e paddy procurement 2023-24
এভাবে আপনারা খুব সহজে ধান বিক্রয় করার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সেলফ সিডিউল্ডিং বুকিং করতে পারবেন এবং খুব সহজে আপনার আপনার ধান সরকারি ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবেন ।
২. যদি আপনিও অ নথিভুক্ত বর্গাদার হন আর আপনার নাম কি কৃষক বন্ধুতে যদি না থাকে খাদ্য দপ্তরের নির্দিষ্ট বয়ান অনুযায়ী উপলব্ধ দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে ।
৩. ধান ক্রয় পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে https://epaddy.wb.gov.in/ এই সাইটে যেতে হবে ।
৪. সাইটে যাওয়ার পর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করবেন ।
৫. সঠিকভাবে পূরণ হওয়ার পথ সাবমিট এ ক্লিক করুন তাহলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে ।
এইভাবে রেজিস্ট্রেশন করার পর একটি আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এবং একটি প্রিন্ট আউট পেয়ে যাবেন সেটা নিয়ে রেখে দেবেন , এবং ধান বিক্রয় করার জন্য আপনাকে একটি সিডিউল নিতে হবে যেটা আপনি ছুটির দিন বাদ দিয়ে যে কোন দিন বেছে নিয়ে সেই দিন আপনাকে ধান নিয়ে ধান ক্রয় কেন্দ্রে যেতে হবে আপনি যে কোনদিন বেছে নিতে পারবেন শুধুমাত্র ছুটির দিন বাদ দিয়ে । E Paddy Procurement wbfood in
ধানের ন্যূনতম সহায়ক মূল্য কত ২০২৩-২০২৪
এবছর ধানের মূল্য কুইন্টাল প্রতি ২১৮৩ টাকা । এবং স্থায়ী ধান ক্রয় কেন্দ্রের ধান বিক্রি করলে আরো ২০ টাকা উৎসাহ মূল্যে পাওয়া যাবে , যা মোট কুইন্টাল প্রতি ২২০৩ টাকা পাবেন ।ধান বিক্রি করার পর টাকা কিভাবে পাবেন
ধান বিক্রি করার পর একজন কৃষক যেদিন ধান বিক্রি করবে সেদিন থেকে কাজের তিন দিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে টাকা দেবে।একজন কৃষক বছরে কত কুইন্টাল ধান বিক্রয় করতে পারবে
একজন কৃষক বছরে ৯০ কুইন্টাল ধান বিক্রয় করতে পারবে । তবে বিক্রয় যোগ্য ধানের পরিমাণ ও কৃষক বন্ধু পোর্টালে দেওয়া তথ্য এবং চাষ যোগ্য জমির পরিমাণের উপর নির্ভর করবে।রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর আপনাদের স্লট বুকিং করতে হবে এবং ছুটির দিন বাদ দিয়ে যেকোনো একদিন বেচে নিয়ে আপনাকে স্লট বুকিং করে ধান ক্রয় সেন্টারে যেতে হবে , স্লট কিভাবে বুকিং করবেন নিচে দেওয়া আছে সম্পূর্ণ পদ্ধতি।
ধান বিক্রয় করার জন্য আপনাকে Self Shedule বুকিং করতে হবে
১. Self Shedule করার জন্য আপনাকে https://epaddy.wb.gov.in/ সাইটে যেতে হবে ।২. এবার Farmer Self Scheduling অপশনে ক্লিক করতে হবে ।
৩. রেজিস্ট্রেশন নাম্বার এর জায়গা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যেটা অলরেডি আমি এর আগে আপনাদের বললাম কিভাবে এটা রেজিস্ট্রেশন করতে হয় । আগে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পেয়েছিলেন সেটা এখানে রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে ইনপুট করুন এবং ক্যাপচা কোড টি পাশ থেকে দেখে দেখে লিখে সাবমিট করুন ।
৪. এবার আপনার রেজিস্টার মোবাইল নম্বর একটি ওটিপি যাবে সেটি লিখে ভেরিফাই করবেন ।
৫. তারপর চাষীর বিবরণ একটি তথ্য চলে আসবে সেটি আপনারা দেখে নিয়ে যদি সঠিক হয় তাহলে Confirm and Proceed অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন ।
৬. এবার Self Scheduling এর উইন্ডোটি খুলে যাবে এবং এখানে আপনার জেলার নাম আপনার ব্লকের নাম এবং আপনাদের ধান ক্রয় কেন্দ্রের নাম সিলেট করে দিন এবং আপনি যেকোন একদিন বেচে নিন । এবং সাবমিট করে দিন
৭. এবার আপনি একটি বুকিং স্লিপ পেয়ে যাবেন বুকিং স্লিপটি অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দিবেন যেদিন আপনি ধান নিয়ে যাবেন ধান ক্রয় কেন্দ্রে সেদিন এই বুকিং প্রিন্ট আউট টি লাগবে । e paddy procurement 2023-24
এভাবে আপনারা খুব সহজে ধান বিক্রয় করার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সেলফ সিডিউল্ডিং বুকিং করতে পারবেন এবং খুব সহজে আপনার আপনার ধান সরকারি ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবেন ।