আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে ব্যাংকের CSP খুলবেন এবং সিএসপি পাওয়ার সবথেকে সহজ পদ্ধতি জানাবো , CSP খুলতে কত টাকা খরচ হতে পারে এবং প্রতি মাসে আপনাদের কত টাকা ইনকাম হতে পারে , কি কি ডকুমেন্ট লাগবে এই CSP পেতে, সমস্ত কিছুই আজকে আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো ।
অনেকেই দেখেছেন আপনার বাড়ির কাছাকাছি ব্যাংকের CSP (মিনি ব্যাংক) সিএসপি গুলো যে কোন ব্যাংকের হতে পারে যেমন ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া , ইন্ডিয়ান ব্যাঙ্ক , পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আরো অন্যান্য ব্যাংকের CSP আপনারা দেখে থাকবেন এই CSP মাধ্যমে ব্যাংকের সমস্ত রকম আর্থিক লেনদেন করা হয় যেমন টাকা তোলা জমা এবং আরো অনেক কিছুই এই CSP মাধ্যমে হয়।
CSP (মিনি ব্যাংক) কি ?
CSP হলো একটি মিনি ব্যাংক । এর মাধ্যমে ব্যাংকের সমস্ত রকম টাকা জমা টাকা তোলা পাসবুক প্রিন্ট নতুন একাউন্ট খোলা আরও অনেক কিছু কাজ এই মিনি ব্যাংকের মাধ্যমে করা হয় , এই CSP এর মাধ্যমে প্রত্যান্ত গ্রামীণ এলাকার ব্যাংকিং এর সুবিধা প্রদান করা হয় ।
CSP এর পুরো নাম কি ?
CSP এর পুরো নাম অনেকেই আছেন যারা জানেন আবার অনেকে আছেন জানেন না তাদের সবার উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি CSP এর পুরো নাম Customer Service Point.
CSP নেওয়ার জন্য যোগ্যতা
১. আবেদনকারী ব্যাক্তির বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে ।
২. আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ।
৩. আবেদনকারী ব্যক্তির কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ।
৪. আবেদনকারী ব্যক্তিকে কম্পিউটার চালানোর সাধারণ জ্ঞান থাকতে হবে ।
CSP তে আবেদন করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে নিচে দেওয়া হল
১. ভোটার কার্ড
২. প্যান কার্ড
৩. আধার কার্ড
৪. মাধ্যমিক এডমিট কার্ড
৫. উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট ।
৬. কম্পিউটার সার্টিফিকেট
৭. সিভিল রিপোর্ট ।
৮. পুলিশ ভেরিফিকেশন ।
৯. IIBF সার্টিফিকেট (এটি খুব গুরুত্বপূর্ণ সার্টিফিকেট CSP তে আবেদন করার জন্য)
১০. বাসিন্দা সার্টিফিকেট ।
১১. ব্যাংকের পাস বই ।
১২. পাসপোর্ট সাইজ ফটো
CSP খোলার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কি কি লাগবে দেখুন
১. কমপক্ষে ১৫০-২০০ মিটারের ঘর থাকতে হবে।
২. কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে ।
৩. ইন্টারনেট কানেকশন থাকতে ।
৪. প্রিন্টার থাকতে হবে।
৫. ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকতে হবে ।
CSP থেকে কেমন ইনকাম হতে পারে
CSP থেকে কোন মাসিক টাকা দেওয়া হয় না তবে এখানে আপনি যত বেশি কাজ করবেন তত ভাল টাকা আপনি কমিশন পাবেন এখানে কমিশনের ভিত্তিতে কাজ করা হয় প্রত্যেক মাসের শেষে আপনি একটি কমিশন পাবেন টাকা তোলা টাকা জমা নতুন একাউন্ট FD আপনার ট্রানজাকশন যত ভালো হবে আপনি ট্রানজাকশনের ভিত্তিতে একটি কমিশন পাবেন , এখান থেকে সারাদিনে 1 লক্ষ টাকার লেনদেন যদি আপনি করে থাকেন তবে আপনাকে ৩০০ থেকে ৪০০ টাকা কমিশন পাবেন । আপনি যত ভালো ট্রানজেকশন করতে পারবেন ট্রানজেকশন এর ভিত্তিতে আপনি ভালো কমিশন আর করতে থাকবেন এখানে সমস্ত কাজ থেকে আপনি কমিশন পাবেন ধরে নিন আপনি প্রতিদিন ২ লক্ষ টাকার লেনদেন যদি করে থাকেন তবে আপনি সারাদিনে ৭০০ থেকে ৮০০ টাকা উপার্জন করতে পারবেন ।
CSP খোলার জন্য কত টাকা খরচ হতে পারে
1.সিএসপি নিতে কোন টাকা লাগেনা , বিনামূল্যে আপনি সিএসপি পেয়ে যাবেন।
2.শুধুমাত্র আপনাকে কম্পিউটার অথবা ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, প্রিন্টার ইন্টারনেট , এবং সিএসপির যে সমস্ত আরো সরঞ্জাম গুলো লাগে সেই সমস্ত জিনিসগুলো আপনাকে শুধুমাত্র কিনতে হবে ।
কিভাবে CSP এর জন্য আবেদন করবেন
CSP নেওয়ার জন্য প্রথমত আপনাকে বলব আপনি যে ব্যাংকের সিএসপি নিতে ইচ্ছুক সেই ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজার কে বলুন যে আপনি নিতে চান ম্যানেজার যদি রাজি থাকে তবে আপনি খুব সহজে শেষে পেয়ে যাবেন এবং তারাই বলে দেবে আপনাকে কোন কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আপনি সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনি খুব সহজেই সিএসপিটি পেয়ে যেতে পারবেন ।
দ্বিতীয় উপায়টি হলো আপনি সরাসরি BC মানে (বিজনেস করোসপন্ডেন্ট এজেন্ট) কোম্পানির মাধ্যমে যোগাযোগ করে আপনি CSP নিতে পারবেন ।
সিএসপি যেসব কোম্পানি প্রদান করে তাদের নাম নিচে দেওয়া হলো
১. CSC
২. Pay Point India Pvt Ltd
৩. Integra
৪. NICT
৫. MB Unit of socia Equlity Pvt. Ltd.
৬. Sanjivani
এই সমস্ত কোম্পানির মাধ্যমে আপনি খুব সহজে সিএসপি পেয়ে যেতে পারবেন এবং আরো বিস্তারিত প্রত্যেকটা ব্যাংক উইজ কোন কোম্পানি কোন ব্যাংকের সিএসপি দিতে পারে প্রত্যেকটা প্রতিবেদন আমরা আস্তে আস্তে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসতে থাকবো। যদি আপনাদের সিএসপির বিষয়ে আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদের Contact Us পেজে গিয়ে মেইল করতে পারেন ধন্যবাদ।