আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করবো নিজের বা পরিবারের কোনো সদস্য দের মধ্যে যদি জন্ম সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে আপনি কিভাবে খুব সহজেই জন্ম সার্টিফিকেট টি আবার ডাউনলোড করবেন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করো এই প্রতিবেদনের মাধ্যমে ।
জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে কি করা উচিত , চলুন জেনে নেওয়া যাক তো অনেকের জন্ম সার্টিফিকেট হারিয়ে যায় কিংবা ছিঁড়ে যায় সেইসব জন্য সার্টিফিকেটগুলো পুনরায় কিভাবে আপনারা ডাউনলোড করবেন চলুন জেনে নেওয়া যাক ।
প্রথমে যে কথাটি বলবো সেটা হলো যেসব জন্ম সার্টিফিকেটে ডিজিটাল সাইন্ড ছিল সেই সব জন্ম সার্টিফিকেটগুলো যদি হারিয়ে যায় কিংবা ছেড়ে যায় তাহলে কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিটা আগে দেখাবো পরের পদ্ধতি ম্যানুয়ালি সাইন ছিল সেই সব সার্টিফিকেট গুলো আপনারা কিভাবে পাবেন সেটা এরপরে বলব আপনাদের বলবো ।
জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে , ডিজিটাল সাইন করা সার্টিফিকেট গুলো বের করার জন্য সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো -
১. প্রথমে আপনাকে একটু ওয়েবসাইটে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের জন্ম এবং মৃত্যু তথ্য পোর্টালে Janma-mrityutathya.wb.gov.in এই সাইটে প্রবেশ করার পর ।

২. উপরের ছবি অনুযায়ী আপনি দেখতেই পারছেন সাইটটি এরকম শো করবে। তো আপনাদের যে কাজটি করতে হবে সেটি হল Citizen Services যে অপশনটি আছে সেটিতে ক্লিক করবেন ।
৩. অপশনটা ক্লিক করার পর আপনাকে প্রথমে যে Birth অপশন আসছে সেটাই ক্লিক করবেন ।
৪. কি করার পর অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনাকে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে।
৫. যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে Enter Acknowledgement/Certificate no চাইবে তো এটি আপনারা দিয়ে দেবেন ।
৬. দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন ।
৭. এবার আপনার রেজিস্টার ফোন নাম্বার একটি ওটিপি যাবে ওটিপি ভেরিফাই করলেই আপনার সার্টিফিকেট টা ডাউনলোড হয়ে যাবে । এভাবে খুব সহজে আপনার ডিজিটাল সাইন করা সার্টিফিকেট গুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
এবার অনেকে বলবেন যে তাদের কাছে একনলেজমেন্ট নাম্বার কিংবা সার্টিফিকেট নাম্বার কোনটি নেই সে ক্ষেত্রে তাদের কোন অসুবিধা নেই তাদেরকে একটি কাজ করতে হবে সেটা হলো ।
একনলেজমেন্ট এবং সার্টিফিকেট নাম্বার খুজে বের করার জন্য
১. সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আবার আপনারা জন্ম মৃত্যু তথ্য অফিসিয়াল পোর্টালের যাবেন তারপর Citizen Services যাবেন।
২. এবার Birth ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে থেকে Know Your Acknowledgement/Certificate No এই অপশনটিতে ক্লিক করবেন ।
৩. নিচের একটি স্ক্রিনশট দিচ্ছে সেরকম শো করবে।
৪. এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো , Year of birth অপশনে যাবেন দিয়ে সে যেই বছরে জন্মগ্রহণ করে সেই সালটা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দেবেন ।
৫. Month Of birth এই অপশনে সে যে মাসে জন্মগ্রহণ করেন সেই মাসটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দেবেন।
৬. Baby name (atleast 3 chars) - এই অপশনে যার নামে জন্ম সার্টিফিকেট টা বের করবেন শুধুমাত্র তার নামের প্রথম তিনটি অক্ষর লিখবেন যেমন ধরুন নাম হলো Sumon তাহলে আপনাকে লিখতে হবে Sum শুধু মাত্র এইরকম ভাবে 3 টি নামের প্রথম অক্ষর লিখলেই হবে ।
৭. Mother Frist Name (atleast 3 chars)- এই অপশনে মায়ের নামের প্রথম তিনটি অক্ষর লিখবেন
৮. Father Frist Name (atleast 3 chars)- এই অপশনে পিতার নামের প্রথম তিনটি অক্ষর লিখবেন ।
৯. পরে অপশনে মোবাইল নম্বর আপনার চাইলে লিখতেও পারেন না লিখলেও কোন অসুবিধা নেই ।
১০. সমস্ত তথ্য একবার দেখে নেওয়ার পর Search অপশন এ ক্লিক করবেন ।
১১. এবার আপনার সার্টিফিকেট নং এবং একনলেজমেন্ট নাম্বার দুটোই আপনি পেয়ে যাবেন এখান থেকে খুব সহজে , এখান থেকে আপনারা একনলেজমেন্ট নাম্বার এবং সার্টিফিকেট নাম্বার দুটোই লিখে রাখবেন দিয়ে উপরে যেভাবে আপনাকে ডাউনলোড করতে বললাম সেভাবে ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে যাবে ।
যদি আপনাদের ম্যানুয়ালি সাইন সার্টিফিকেট থাকে সে ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটটি কিভাবে পাবেন
জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে ম্যানুয়ালি সাইন সার্টিফিকেট অনলাইন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন না, সেজন্য অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হল জন্ম সার্টিফিকেটটি যখন তৈরি করা হয় যে অফিস থেকে দিয়েছিল জন্ম সার্টিফিকেট , যদি আপনাদের পঞ্চায়েত বা পৌরসভা অফিস থেকে দিয়ে থাকে সে ক্ষেত্রে আপনাদের সেই অফিসে নির্দিষ্ট দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে এই সার্টিফিকেট গুলো পাওয়ার জন্য।
জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে কি করা উচিত উপরে সমস্ত তথ্য দিয়ে দিলাম এভাবে আপনারা খুব সহজেই যদি আপনার সার্টিফিকেট হারিয়ে যায় তবে খুব সহজে আপনারা সার্টিফিকেটটা পেয়ে যাবেন ।