কিভাবে জব কার্ডের লিস্ট দেখবেন সেই তথ্যের আগে অবশ্যই কিছু তথ্য আপনাদের জানা খুব জরুরী সেগুলো আগে বলি ।
জব কার্ডের উদ্দেশ্য কি
এই কার্ডের মাধ্যমে mgnrega কার্ড প্রত্যেক পরিবারের ১০০ দিনের কাজের একটি আর্থিক বছরের কর্মসংস্থান তৈরি করে দেয়া হয়েছে সরকার থেকে । জব কার্ডের মাধ্যমে গ্রামের যেসব আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার আছে তাদের এই কর্মসংস্থান মাধ্যমে সুযোগ সুবিধা পায় ।
জব কার্ড কি
জব কার্ড হল mgnrega একটি কার্ড এই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি গ্রামীণ পরিবারকে প্রতি আর্থিক বছরে ১০০ দিনের কাজের মাধ্যমে একটি কর্মসংস্থান তৈরি করে দেয়া হয়।
নতুন জব করতে কি কি লাগবে
যদি আপনার পরিবারে জব কার্ড না হয়ে থাকে সে ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো - ১. ভোটার কার্ড , ২. আঁধার কার্ড , ৩. ব্যাংক একাউন্ট এবং পাসপোর্ট সাইজের ফটো, এই ডকুমেন্ট গুলোর সাথে আপনাদের পঞ্চায়েত থেকে জব কার্ডের আবেদনপত্র একটি ফরম নিয়ে আসবেন সেই ফর্মটি পূরণ করার পর এই সমস্ত ডকুমেন্টগুলো যুক্ত করে জমা করবেন ।
যাদের এখনো পযন্ত জব কার্ড নেই , নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন সেটা হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন নিচে পুরো স্টেপ বাই স্টেপ গুলো দেখুন ।
নতুন জব কার্ডের লিস্ট 2025
১. সর্ব প্রথম nrega.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে ।
২. এবার আপনাদের Quick Access অপশনটিতে ক্লিক করতে হবে ।
৩. এবার আপনাদের Panchayats GP/PS/ZP login এই অপশনটিতে ক্লিক করতে হবে ।
৪. এরপর আপনাদের Generate Reports এই অপশনটিতে ক্লিক করতে হবে ।
৫. এবার আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে ।
৬. এবার আপনাদের Financial year এই অপশনটিতে ক্লিক করার পর আপনি যে বছরের জব কার্ড লিস্ট দেখতে যাচ্ছেন সেটি সিলেট করবেন।
৭. এবার আপনার জেলার নাম ব্লকের নাম পঞ্চায়েতের নাম লেখার পর Proceed ক্লিক করবেন।৮. এবার Job Card Not Issued অপশনে ক্লিক করার পর আপনার জেলার নাম ব্লকের নাম এবং পঞ্চায়েত এর নাম নির্বাচন করার পর নতুন জব কার্ড এর লিস্ট খুলে যাবে ।
এবার পুরো পঞ্চায়েত এরিয়ার নাম শো করবে বা সেখান থেকে আপনার নামটি খুঁজে বের করতে পারবেন এবং সেখানে আপনার জব কার্ড নম্বরটি শো করবে যদি সেখানে আপনার নাম দেখতে পান বা খুঁজে পান সে ক্ষেত্রে আপনার জব কার্ডটি হয়ে গেছে এবং জব কার্ড নম্বরটি আপনি লিখে রাখুন এভাবে আপনার জব কার্ড হয়েছে কিনা স্ট্যাটাস এভাবে দেখতে পারবেন।
এবার অনেকে আছেন যাদের ইতিমধ্যেই জব কার্ড তৈরি হয়ে গেছে এবং যারা কাজ করছেন আগে থেকে তাদের জব কার্ডের টাকা কে কত টাকা পাবেন সেই লিস্ট দেখুন ।
দুই বছর হলো জব কার্ড কাজ করে পশ্চিমবঙ্গের শ্রমিকরা এখনো পর্যন্ত কাজের কোন টাকা পায়নি। অবশেষে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত জব কার্ড শ্রমিক যারা কাজ করেছে অথচ টাকা পাননি সেই সমস্ত শ্রমিকদের বকেয়া টাকা রাজ্য সরকার কোষাগর থেকে শ্রমিকদের দেওয়া হবে ।
জব কার্ডের কত টাকা পাবেন লিস্ট দেখুন
১. সর্ব প্রথমে https://nrega.nic.in/stHome.aspx এই লিংকে যেতে হবে ।
২. তারপর আপনার রাজ্যের নামটি নির্বাচন করতে হবে ।
৩. এরপর বামদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম শো করবে সেখান থেকে আপনার জেলার নামটি নির্বাচন করুন ।
৪. এবার ব্লকের নামটি নির্বাচন করুন , তারপর আপনার পঞ্চায়েতের নামটি নির্বাচন করতে হবে ।
৫. এবার Job Card /Employment Register এই অপশনটিতে ক্লিক করতে হবে।
৬. এবার আপনাদের পুরো গ্রাম পঞ্চায়েতের লিস্ট এখানে দেখতে পারবেন এখান থেকে আপনার নামটি সার্চ করে আপনি দেখতে পারবেন আপনি কতদিন কাজ করেছেন এবং কতদিনকার টাকা পাবেন আপনি সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবেন ।
এইভাবে আপনারা আপনাদের পুরো গ্রাম পঞ্চায়েতের লিস্ট দেখতে পারবেন যে কোন কোন ব্যক্তির কত টাকা করে জব কার্ডের টাকা পাবে , আপনারা এই পদ্ধতির মাধ্যমে স্টেপ বাই স্টেপ ফলো করলে দেখতে পারবেন কোনরকম কোন সমস্যা হলে আমাদের Contact Us পেজে গিয়ে আমাদের জানাতে পারেন।