প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024 । আবাস যোজনা ঘরের লিস্ট 2024
ভারত সরকার অনেক রকম প্রকল্প চালু করেছেন তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) খুব ভালো একটি প্রকল্প যেটার মাধ্যমে নিম্ন শ্রেণীর দরিদ্র মানুষের ঘর দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করেন কেন্দ্রীয় সরকার ।
গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট ২০২৪ । আবাস যোজনা ঘরের লিস্ট 2024
প্রধানমন্ত্রী আবাস যোজনা দুটি ভাগ আছে প্রথমটি হল গ্রামীন অঞ্চলের জন্য এবং শহরের অঞ্চলের জন্য আলাদা আলাদা হয়ে থাকে।
১. PMAY - G - প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অঞ্চলের জন্য।
২. MPAY -U- প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর অঞ্চলের জন্য ।
আবাস যোজনা লিস্ট ২০২৪ । আবাস যোজনা ঘরের লিস্ট ২০২৪ । পশ্চিমবঙ্গের ঘরের লিস্ট ২০২৪
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের যোগ্যতা কি কি লাগবে
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করার জন্য যেসব যোগ্যতার প্রয়োজন সেগুলি নিম্নে দেয়া হলো
১. আবেদনকারীর আর্থিক বছরের আয় ১৫ থেকে ১৮ লক্ষ টাকা নিচে হতে হবে তবে আবেদন করতে পারবে।
২. যার কাঁচা বাড়ি আছে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবে ।
৩. আবেদনকারী ব্যক্তিকে বার্থ ও যে কোন রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে । এবং পশ্চিমবঙ্গের জন্য আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে।
৪. এই প্রকল্প জন্য শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর নামের তালিকা ২০২৪
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবাসন প্রকল্প । এরাওতায় সমাজের অর্থনৈতিক দিক থেকে দুর্বল যে সমস্ত ব্যক্তি আছেন তাদের বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় সরকার । ২০২২ সালের মধ্যে সকলের জন্য আবাসন নির্মাণ পূর্ণ লক্ষের চালু করা হয়েছে । প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এখন ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে । প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামের লিস্টে অনেকে বাড়ি পেয়েছেন যারা বাড়ি পাননি তাদের এখন দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর সুবিধা গুলো পেতে অবশ্যই আবেদনকারীকে গ্রাম পঞ্চায়েতের যে একটি লিস্ট আছে সেই লিস্টের তালিকায় তাদের নাম থাকতে হবে , যদি সেই তালিকায় নাম থাকে তবে বাড়ি করার জন্য সরকার থেকে আর্থিক সাহায্য প্রদান করবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের জন্য কত টাকা পাওয়া যায় ?
প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের তালিকায় নাম উঠলে সরকারের তরফ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়া যায়। এরমধ্যে ৬০ হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয় বাড়ি তৈরি করার জন্য এবং দ্বিতীয় কিস্তির ৫০ হাজার টাকা দেওয়া হয় পাশের পর্যায়ে কাজের সার্টিফিকেট জমা দিলে ১০ হাজার টাকা উপভোক্তার একাউন্টে দিয়ে দেয় ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবেদনের পদ্ধতি 2024
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এলাকার জন্য আবেদনের পদ্ধতি দুটি আছে একটি হচ্ছে অনলাইন এবং অপরটি হচ্ছে অফলাইনের মাধ্যমে এই দুটি পদ্ধতিতে আবেদন করা যায় , অনলাইনে আবেদনের জন্য রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এর প্রয়োজন হবে । এর জন্য আপনার ব্লক অফিসে যোগাযোগ করতে হবে । এবং অফলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে আপনার পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে গিয়ে একটি ফরম নিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করে তার সাথে প্রয়োজনে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো দিতে হবে আমি নিম্মে সেগুলো লিখে দিচ্ছি কি কি ডকুমেন্ট লাগবে।
আরো পড়ুন - বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট মোবাইলে দেখুন সব জেলার
১. আবেদনকারী ব্যক্তির আধার কার্ড
২. আবেদনকারী ব্যক্তির ভোটার কার্ড
৩. আবেদনকারী ব্যক্তির জব কার্ড
৪. আবেদনকারী ব্যক্তির পাসপোর্ট সাইজ ছবি
৫. আবেদনকারী ব্যক্তির ব্যাংকের পাস বই
যদি আপনাদের এর আগে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে এবং আপনারা যদি আপনার নামটি ফাইনাল লিস্টে আছে কিনা দেখতে চান তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি পুরো পড়ুন নিম্মে স্টেপ বাই স্টেপ দেয়া হলো কিভাবে আপনারা আবাস যোজনা গ্রামীণ লিস্টে আপনার নামটি আছে দেখবেন ।
আবাস যোজনা গ্রামীন লিস্ট
এবারে আপনার সামনে আপনার পুরো তথ্য শো করে যাবে পুরো পঞ্চায়েতের লিস্ট দেখতে পারবেন আপনি এখানে এখান থেকে দেখতে পারবেন ।
যদি আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্টে নাম না থাকে তাহলে আপনি এই স্টেপ গুলি ফলো করতে পারেন এবং আপনার তথ্যটি বের করতে পারবেন এবং আপনার সেই আবেদনটি রিজেক্ট হলো না পরের লিস্টে আসবে সেটি আপনারা দেখতে পারবেন ।
আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে
১. আবেদনকারী ব্যক্তির আধার কার্ড
২. আবেদনকারী ব্যক্তির ভোটার কার্ড
৩. আবেদনকারী ব্যক্তির জব কার্ড
৪. আবেদনকারী ব্যক্তির পাসপোর্ট সাইজ ছবি
৫. আবেদনকারী ব্যক্তির ব্যাংকের পাস বই
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঘরের তালিকা 2024 । প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঘরের লিস্ট 2024
যদি আপনাদের এর আগে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে এবং আপনারা যদি আপনার নামটি ফাইনাল লিস্টে আছে কিনা দেখতে চান তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি পুরো পড়ুন নিম্মে স্টেপ বাই স্টেপ দেয়া হলো কিভাবে আপনারা আবাস যোজনা গ্রামীণ লিস্টে আপনার নামটি আছে দেখবেন ।
আবাস যোজনা গ্রামীন লিস্ট
১. আবাস যোজনা গ্রামীন লিস্ট দেখার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে এটাতে আপনাদেরকে ভিজিট করতে হবে https://pmayg.nic.in এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে ।
২. অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর Awaassoft অপশনে ক্লিক করতে হবে ।
৩. ওই অপশনে ক্লিক করার পর অনেকগুলো অপশন শো করবে তার মধ্যে থেকে Report অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর যে পেজটি আসবে সেখানে Social Audit Report এর অপশন ক্লিক করার পর একটু অপশন পাবেন Beneficiary Details for verification এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে।
৫. পরবর্তী যে পেজটি আপনার সামনে শো করবে সেখানে সিলেকশন ফিল্টারের মধ্যে থেকে আপনার রাজ্যের নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম এবং যে সালের টাকাটি চেক করতে চান সেটি কি সিলেক্ট করতে হবে ।
৬. এরপর নিজে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ টি সিলেক্ট করতে হবে এবার ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করতে হবে ।
এবারে আপনার সামনে আপনার পুরো তথ্য শো করে যাবে পুরো পঞ্চায়েতের লিস্ট দেখতে পারবেন আপনি এখানে এখান থেকে দেখতে পারবেন ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে কি করবেন ?
যদি আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্টে নাম না থাকে তাহলে আপনি এই স্টেপ গুলি ফলো করতে পারেন এবং আপনার তথ্যটি বের করতে পারবেন এবং আপনার সেই আবেদনটি রিজেক্ট হলো না পরের লিস্টে আসবে সেটি আপনারা দেখতে পারবেন ।
১. এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল PMAYG এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে।
২. তারপর আপনি পুরো হোম পেজটি দেখতে পারবেন সেখানে থেকে stakeholders অপশন থেকে IAY/PMAY/BENEFICIARY এই অপশনটিতে ক্লিক করতে হবে ।
৩. এরপর আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার বসানোর একটি জায়গা পাবেন সেখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে এডভান্স সার্চ অপশনে ক্লিক করতে হবে ।
৪. পরে যেতে দিন আসবে সেখানে আপনার রাজ্যের নাম ব্লকের নাম কোন সালের টাকা দেখতে চান সেই সালটি সিলেক্ট করতে হবে।
৫. তারপর নিচে নাম অ্যাকাউন্ট নম্বর বিপিএল কার্ড যদি থাকে বিপিএল নম্বর এবং আরো যে সমস্ত তথ্য চাচ্ছে সেগুলো দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস সেখানে শো করবে।
আরো পড়ুন - বয়স্ক ভাতা / বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা লিস্ট চেক
আরো পড়ুন - শৌচাগার তৈরির জন্য 12 হাজার টাকা দিচ্ছে সরকার
এই পদ্ধতি গুলো হল শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার যোজনা গ্রামীণ অঞ্চলের জন্য কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট দেখবেন সেই পদ্ধতি এটা ।
উপরেরটা গেল গ্রামীণ অঞ্চলের জন্য এবার আসছে শহরের জন্য ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর লিস্ট চেক 2024
১.প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের নতুন লিস্ট চেক করতে গেলে প্রথমে আপনাকে PMGY-U এর অফিসিয়ালি ওয়েব সাইটে যেতে হবে ওয়েবসাইটটি হলো pmaymis.gov.in এই লিংকে যেতে হবে আপনাদের।
২. পরে পেজে আপনি দেখতে পারবেন মেনুতে গিয়ে সার্চ বেনি ফিসারি বলে একটি অপশন পাবেন সে অপনে ক্লিক করে সার্চ বাই নেম একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করবেন।
৩. পরবর্তী যে পেজ টি শো করবে সেখানে আপনার আধার নাম্বার দিয়ে যদি সো তে ক্লিক করেন তাহলে আপনার সমস্ত তথ্য চলে আসবে এবং আপনি পুরো তথ্য দেখতে পারবেন সেখানে ।
এইভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন লিস্ট এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর লিস্ট খুব সহজে আপনাদের ফোন থেকে দেখতে পারবেন ।