প্রশাসন সূত্রে যে খবর পাওয়া গেছে ২৭ নভেম্বর থেকে ৩ রা ডিসেম্বর এর মধ্যে সমস্ত ব্লক এবং মহাকুমা এবং জেলা শাসকের অফিসে এই বাংলা আবাস যোজনা তালিকা টাঙ্গাতে হবে রাজ্য সরকারের নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই বাংলা আবাস যোজনা তালিকা আপলোড করার নির্দেশ দিয়েছে আর ইতিমধ্যে অনেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই বাংলা আবাস যোজনার লিস্ট প্রকাশিত করা হয়েছে ।
অভিযোগ জানানো ও নিষ্পত্তি
খসড়া যে লিস্ট প্রকাশিত হয়েছে যদি কোন উপভোক্তার এই বিষয়ে কোন অভিযোগ থাকে তা দ্রুত নিষ্পত্তি করা হবে। এর জন্য প্রত্যেকটি ব্লক এবং মহাকুমা ও জেলা অফিসে অভিযোগ বাক্স বসানোর উদ্যোগ নেয়া হয়েছে এবং এই অভিযোগ খতিয়ে দেখার জন্য বিশেষ একটি টিম তৈরি করা হয়েছে।
গ্রাম সভার মাধ্যমে তালিকা অনুমোদন
সমস্ত অভিযোগ নিষ্পত্তি শেষ হয়ে গেলে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ৫ ডিসেম্বরের মধ্যে একটি গ্রাম সভা ডেকে এই তালিকা অনুমোদন করতে হবে। এবং এরপর ৯ই ডিসেম্বরের মধ্যে ব্লক স্তর এবং ১১ ডিসেম্বর মধ্যে জেলা স্তরের কমিটির মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে।
প্রথম কিস্তির টাকা প্রদান
এই চূড়ান্ত তালিকা তৈরি হয়ে যাওয়ার পর উপভোক্তাদের যাচাই এবং রেজিস্ট্রেশন এর জন্য ১২ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং ১৫ থেকে ৩০শে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তাদের পাকা বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ।
জেলা অনুযায়ী খসড়া লিস্ট ডাউনলোড করুন
বাংলা আবাস যোজনা ঘরের ফাইনাল লিস্ট দেখার জন্য সর্বপ্রথম আপনাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আমাদের এই পোস্টের দেখতে পাবেন জেলার নামের পাশে একটি ক্লিক হিয়ার অপশন পাবেন সে অপশনে ক্লিক করলে ডাইরেক্ট আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন অফিশিয়াল ওয়েব সাইটে প্রবেশ করার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হল ওখানে একটি অপশন দেখতে পাবেন নোটিশ বোর্ড বলে সেই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি নোটিশ বোর্ডের পেজ খুলে যাবে সেই পেজের সমস্ত ব্লক অনুযায়ী আলাদা আলাদা পিডিএফ ফাইল পেয়ে যাবেন এবার আপনার যে ব্লক সেই ব্লকের ওপর ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে হবে পিডিএফ টি ডাউনলোড সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পিডিএফটি খুলে আপনার নাম দিয়ে সার্চ করে দেখতে পারেন আপনার নামটি এই লিস্টে আছে কিনা যদি নাম থাকে সেটি যদি এলিজিবল লিস্টের মধ্যে নাম থাকে তাহলে আপনি ঘরের টাকা পাবেন আর যদি ইন এলিজাবেল লিস্ট এর মধ্যে নাম থাকে সে ক্ষেত্রে আপনার ঘরটি কি কারণে পাবে না সে কারণটি পাশে লেখা থাকবে। এভাবে আপনারা খুব সহজে আপনার আবাস যোজনা লিস্ট দেখতে পাবেন। সমস্ত জেলা লিংক নিচে দেওয়া থাকলো আপনার যে জেলা হবে সেই জেলার পাশে ক্লিক করলে আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন ।
১) আলিপুরদুয়ার জেলা - Click Here
২) বাঁকুড়া জেলা - Click Here
৩) বীরভূম জেলা - Click Here
৪) কোচবিহার জেলা - Click Here
৫) দক্ষিণ দিনাজপুর জেলা - Click Here
৬) দার্জিলিং জেলা - Click Here
৭) হুগলি জেলা- Click Here
৮) হাওড়া জেলা - Click Here
৯) জলপাইগুড়ি জেলা - Click Here
১০) ঝাড়গ্রাম জেলা - Click Here
১১) কালিংপং জেলা - Click Here
১২) কলকাতা জেলা - Not Available
১৩) মালদা জেলা - Click Here
১৪) মুর্শিদাবাদ জেলা - Click Here
১৫) নদীয়া জেলা - Click Here
১৬) উত্তর ২৪ পরগনা জেলা - Click Here
১৭) পশ্চিম মেদিনীপুর জেলা - Click Here
১৮) পশ্চিম বর্ধমান জেলা - Click Here
১৯) পূর্ব বর্ধমান জেলা - Click Here
২০) পুরুলিয়া জেলা - Click Here
২১) দক্ষিণ ২৪ পরগনা জেলা - Click Here
২২) উত্তর দিনাজপুর জেলা - Click Here
২৩) পূর্ব মেদিনীপুর জেলা - Click Here
যে সমস্ত জেলায় উপ নির্বাচনের জন্য বাংলা আবাস যোজনা সার্ভের কাজ বন্ধ ছিল সেই সমস্ত এলাকার জেলার খোসরা লিস্ট ওয়েবসাইটে পাবলিস্ট করা হয়নি বাকি সমস্ত জেলার লিস্ট অনলাইনে দেওয়া হয়েছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে ।