
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কী ?
সমাজের শিল্পী ও কারিগরদের জন্য নিয়ে এলো সরকার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা । প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী (PM MODI) । এই যোজনা ঋণের পাশাপাশি কারিগরদের আর্থিক সাহায্য করবে সরকার এবং কারিগরদের একটি প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন সরকার , এই প্রকল্পটি আবেদন অনলাইনে শুরু হয়েছে ।
এই প্রকল্পে কারিগর ও শিল্পীরা কি কি সুবিধা পাবে ?
এই প্রকল্পে কারিগর এবং শিল্পীরা মূলত নির্মূল লিখিত সুবিধাগুলি পাবেন -
১. বৃত্তি হিসাবে প্রশিক্ষণের সময় প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হবে ।
২. টুলকিট কেনার জন্য এককালীন ১৫০০০ টাকার ই-RUPI/ই- ভাউচার দেওয়া হবে মনোনীত সংগ্রহ কেন্দ্র থেকে উন্নত টুলকিট সংগ্রহ করার জন্য।
৩. এখানে ঋণ ও দেওয়া হয় প্রথম পর্যায়ে ১০০০০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ হারে সুদ যেটা ১৮ মাসে পরিশোধ করতে হবে
৪. প্রথম পর্বের ঋণ শোধ করার পর যদি আপনি আবারো ঋণ নিতে চান তাহলে আপনাকে ২০০০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে যা ৮ শতাংশ হারে সুদ ।
৫. টাকা পরিষদের ক্ষেত্রে অনলাইন ডিজিটাল লেনদেন ১ টাকা করে ইনসেনটিভ দেবে সরকার ।
৬. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সার্টিফিকেট এবং আইডি কার্ড দেওয়া হবে কারিগর ও শিল্পীদের ।
যারা এই প্রকল্পে আবেদন করতে পারবে নিচে দেওয়া হলো
নিম্নলিখিত মোট ১৮ টি মনোনীত ব্যবসায়ীর মধ্যে যে কোন একটিতে নিযুক্ত কারিগর এবং শিল্পীরা এই প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার যোগ্য ।
যে সমস্ত ট্রেডের ব্যক্তিরা আবেদন করতে পারবেন - (১) কাঠ শিল্পী (ছুতোর) , (২) নৌকো প্রস্তুতকারক , (৩) অস্ত্র প্রস্তুতকারক , (৪) লৌহ শিল্পী ( কামার) , (৫) হাতুড়ী ও সরঞ্জাম নির্মাতা , (৬) তালার মিস্ত্রী , (৭) স্বর্ণ শিল্পী (স্যাকরা) , (৮) কুমোর , (৯) ভাস্কর , (১০) চর্মকার, (১১) রাজমিস্ত্রি , (১২) ঝুড়ি/মাদুর/ ঝাঁটা নির্মাতা , (১৩) পুতুল ও খেলনা প্রস্তুতকারক , (১৪) নাপিত , (১৫) মালাকার , (১৬) ধোপা , (১৭) দর্জি , (১৮) মাছ ধরার জাল নির্মাতা ।
আবেদন কারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে ।
পরিবারের একজন সদস্যের যোগ্য এই প্রকল্পে।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাই কারা আবেদন করতে পারবে না দেখুন -
১. কেন্দ্রীয় রাজ্য সরকারের অধীনে যদি অনুরূপ ক্রেডিট ভিত্তিক স্কিমের অধীনে লোন নেওয়া আবেদনকারী এই স্কিমের অধীনে যোগ্য নয় ।২. সরকারি চাকরিতে থাকা ব্যাক্তি এবং তাদের পরিবারের সদস্যরা এই প্রকল্পে আবেদন করতে পারবে না ।
আবেদন কিভাবে করবেন-
আবেদন করার জন্য আপনাদের কাছাকাছি যে কমন সার্ভিস সেন্টার (CSC) আছে সেখানে গিয়ে আবেদন করতে হবে আপনাদের ।
আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে -
১. আধার কার্ড
২. ব্যাংক একাউন্ট
৩. রেশন কার্ড
৪. আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল ।
পরের একটি প্রতিবেদনে আমরা আপনাদের ধাপে ধাপে কিভাবে অনলাইন আবেদন করবেন সে নিয়ে একটি প্রতিবেদন নিয়ে আসবো ।
আপনারা আপনাদের নিকটবর্তী যে কমন সার্ভিস সেন্টার (CSC) আছে সেখানে গিয়ে আবেদন করে নিতে পারবেন । যদি আরো কিছু জানার থাকে আমাদের Contact Us অপশনে ক্লিক করে আমাদেরকে মেইল করতে পারেন ।