WB Gram Panchayat Recruitment 2024 । গ্রাম পঞ্চায়েতে 6,652 শূন‍্যপদে নিয়োগ । ফর্ম ফিলাপ করুন ও যোগ্যতা,বেতন দেখুন

WB Gram Panchayat Recruitment 2024 । গ্রাম পঞ্চায়েতে 6652 শূন‍্যপদে নিয়োগ । WB Panchayat Recruitment 2024 | wb gram panchayat recruitment 2024 notific
পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত নিয়োগ শুরু হয়ে গেল তার নোটিশও প্রকাশিত হয়েছে অনেক চাকরি প্রার্থী যারা আছেন পঞ্চায়েতে চাকরি করার জন্য তাদের জন্য খুব দারুণ একটি সুখবর অষ্টম পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে এবং মেয়ে এখানে আবেদন করতে পারবেন প্রতিটি জেলায় প্রচুর সংখ্যক শূন্য পদ প্রকাশিত হয়েছে , ইতিমধ্যেই আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চালু করা হয়েছে গ্রাম পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশনটি আপনারা করতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন বেতন কত যোগ্যতা কেমন কি লাগবে সমস্ত কিছু তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন ।

বর্তমানে যে সব পদে নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতে । WB Gram Panchayat Recruitment । WB Gram Panchayat Recruitment 2024


১. এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (গ্রাম পঞ্চায়েত)
২. গ্রাম পঞ্চায়েত কর্মী (গ্রাম পঞ্চায়েত)
৩. নির্মাণ সহায়ক (গ্রাম পঞ্চায়েত)
৪. পঞ্চায়েত সহায়ক (গ্রাম পঞ্চায়েত)
৫. পঞ্চায়েত সেক্রেটারি (গ্রাম পঞ্চায়েত)
৬. একাউন্ট ক্লার্ক (পঞ্চায়েত সমিতি)
৭. ব্লক ইনফরমেশন অফিসার (পঞ্চায়েত সমিতি)
৮. ক্লার্ক টাইপিস্ট (পঞ্চায়েত সমিতি)
৯. ডাটা এন্ট্রি অপারেটর (পঞ্চায়েত সমিতি)
১০. পিয়ন (পঞ্চায়েত সমিতি)
১১. অ্যাডিশনাল একাউন্টেন্ট (জেলা পরিষদ)
১২. অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার (জেলা পরিষদ)
১৩. ডাটা এন্ট্রি অপারেটর (জেলা পরিষদ)
১৪. ডিস্ট্রিক্ট ইনফরমেশন এনালাইসিস (জেলা পরিষদ)
১৫.গ্রুপ ডি ( জেলা পরিষদ)
১৬. লোয়ার ডিভিশন ক্লার্ক (জেলা পরিষদ)
১৭. স্টেনোগ্রাফার (জেলা পরিষদ)
১৮. সিস্টেম ম্যানেজার (জেলা পরিষদ)
১৯. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ( জেলা পরিষদ)



উপরে যে সমস্ত পদের নামগুলো বলা হলো সেই সমস্ত পদের জন্য যোগ্যতা কি কি লাগবে এবং বেতন কত

পদের নাম - এক্সকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত


এক্সকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতের পদে আবেদন করার জন্য অবশ্যই
১. ভারতের নাগরিক হতে হবে
২. যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে ।
৩. কম্পিউটারের ডিপ্লোমা পাস হতে হবে ।

এই পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীর বয়স হতে হবে জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC, ST এবং OBC প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে যেমন ছাড় আছে সে রকমই ছাড় পাওয়া যাবে।

এই পদে বেতন হলো - 28900-74500 টাকা।

এক্সকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষার সিলেবাস হলো - ইংরেজি mcq 25 মার্কস , বাংলা 25 মার্কস , পাটিগণিত 25 মার্কস , জিকে 10 নম্বর এবং ইন্টারভিউ ১৫ নাম্বার ।

Executive Assistant Gram Panchayat Notice download - ডাউনলোড করুন


পদের নাম - গ্রাম পঞ্চায়েত কর্মী


১.গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদন করার জন্য আবেদনকারী ব্যক্তিকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন ।


গ্রাম পঞ্চায়েত কর্মী পদে বয়স কত হতে হবে

গ্রাম পঞ্চায়েত কর্মী পদে জেনারেল প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে এবং Sc, St এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে সেই রকমই সংরক্ষণ এখানেও পাবেন।

গ্রাম পঞ্চায়েত কর্মী সিলেবাস - ইংরেজিতে ১০ মার্কস , বাংলাতে ১৩ মার্কস , পাটিগণিত এ ১০ মার্কস , জিকেতে ১০ মার্কস এবং ইন্টারভিউ এর 15 নম্বর ।

গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ এর নোটিশ ডাউনলোড করুন - ডাউনলোড করুন


পদের নাম - নির্মাণ সহায়ক


নির্মাণ সহায়ক পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা বা বিটেক ।

নির্মাণ সহায়ক পদে আবেদন করার জন্য বয়স হতে হবে - জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC ST এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমন সংরক্ষণ দেবে।

নির্মাণ সহায়ক পদে বেতন কত


নির্মাণ সহায়ক পদে বেতন ২৮৯০০ টাকা থেকে ৭৪৫০০ টাকা ।

নির্মাণ সহায়ক পদে সিলেবাস


ইঞ্জিনিয়ার বিষয়ে ৬৫ , ইংরেজি ১৩ , জেনারেল নলেজ ৭ , ইন্টারভিউ ১৫


নির্মাণ সহায়ক নোটিশ ডাউনলোড লিংক - - ডাউনলোড করুন


পদের নাম - গ্রাম পঞ্চায়েত সহায়ক


গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে এবং ৫০% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস থাকতে হবে ।

গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে বয়স কত হতে হবে


জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC ST এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমন সংরক্ষণ দেবে।

গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে বেতন কত


পে লেভেল 5 - ২১০০০ -৫৪০০০ টাকা ।

সিলেবাস


ইংরেজি ২৫ নম্বর, বাংলা ২৫ নম্বর , অংক ২৫ নম্বর, জিকে ১০ নম্বর এবং ইন্টারভিউ 15 নম্বর।

গ্রাম পঞ্চায়েত সহায়ক নোটিশ ডাউনলোড - ডাউনলোড করুন


পদের নাম - গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি


গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন করার জন্য যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাস

গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন করার জন্য বয়স হতে হবে -


জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC ST এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমন সংরক্ষণ দেবে।

বেতন - পে স্কেল -২২৭০০-৫৮৫০০/-

পরীক্ষা -ইংরেজি ২৫, বাংলা ২৫, অঙ্ক ২৫ ,জিকে ১০, ইন্টারভিউ ১৫

গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি নোটিশ ডাউনলোড - ডাউনলোড করুন


পদের নাম - অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি


অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে


অ্যাকাউন্ট ক্লার্ক পদে বয়স কত


জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC ST এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমন সংরক্ষণ দেবে।


অ্যাকাউন্ট ক্লার্ক বেতন কত


অ্যাকাউন্ট ক্লার্ক বেতন পে লেভেল 6 - ২২৭০০ থেকে ৫৮৫০০ টাকা।

অ্যাকাউন্ট ক্লার্ক গ্রাম পঞ্চায়েত সিলেবাস


অ্যাকাউন্ট ক্লার্ক গ্রাম পঞ্চায়েত সিলেবাস ইংরেজি ২০ মার্কস , বাংলা ২০ মার্কস , গণিত ২৫ মার্কস , জিকে ২০ মার্কস , ইন্টারভিউ ১৫ নম্বর ।

অ্যাকাউন্ট ক্লার্ক গ্রাম পঞ্চায়েত নোটিশ ডাউনলোড লিংক - ডাউনলোড করুন


পদের নাম - ব্লক ইনফরমেশন অফিসার (পঞ্চায়েত সমিতি)


ব্লক ইনফরমেশন অফিসার পদে আবেদন করার জন্য যোগতা লাগবে -


গ্রাজুয়েশন কম্পিউটারের ডিপ্লোমা পাস হতে হবে।


ব্লক ইনফরমেশন অফিসার পদে আবেদনের জন্য বয়স কত লাগবে


জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC ST এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমন সংরক্ষণ দেবে।


ব্লক ইনফরমেশন অফিসার পদে বেতন কত


পে লেভেল 10 - ৩২১০০ থেকে ৮২৯০০ টাকা ।


ব্লক ইনফরমেশন অফিসার সিলেবাস


ইংরেজি ১০ মার্কস, বাংলা ১০ মার্কস , পাটিগণিত ১০ মার্কস , জিকে ১০ মার্কস , কম্পিউটার অ্যাপ্লিকেশন ৪৫ মার্কস , এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের।


ব্লক ইনফরমেশন অফিসার নোটিশ ডাউনলোড লিংক - ডাউনলোড করুন


পদের নাম - ক্লার্ক টাইপিস্ট (পঞ্চায়েত সমিতি)


ক্লার্ক টাইপিস্ট এই পদে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে -

১. মাধ্যমিক পাস হতে হবে
২.কম্পিউটারের টাইপিং এর দক্ষতা থাকতে হবে


ক্লার্ক টাইপিস্ট পদে আবেদনের জন্য বয়স কত লাগবে

জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC ST এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমন সংরক্ষণ দেবে।

ক্লার্ক টাইপিস্ট বেতন কত

৩২১০০ থেকে ৮২৯০০ .

ক্লার্ক টাইপিস্ট পঞ্চায়েত সমিতি সিলেবাস

ইংরেজি ২০ মার্কস, অংক ২৫ মার্কস , বাংলা ২০ মার্কস , জিকে ২০ মার্কস , ইন্টারভিউ ১৫ নাম্বারের।

ক্লার্ক টাইপিস্ট পঞ্চায়েত সমিতি নোটিশ ডাউনলোড লিংক - ডাউনলোড করুন




WB Panchayat Recruitment 2024 । গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২ শূন‍্যপদে নিয়োগ । ফর্ম ফিলাপ করুন ও যোগ্যতা,বেতন দেখুন



পদের নাম - ডাটা এন্ট্রি অপারেটর (পঞ্চায়েত সমিতি)


ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য যোগ্যতা কি কি লাগবে

১. ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে ।
২. ডাটা এন্টি অপারেটর কাজের দক্ষতা এবং টাইপিং স্পিড থাকতে হবে ।


ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য বয়স কত হতে হবে

জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC ST এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমন সংরক্ষণ দেবে।

ডাটা এন্ট্রি অপারেটর বেতন কত

পে লেবেল ৬ - ২২৭০০ থেকে ৫৮৫০০.


ডাটা এন্ট্রি অপারেটর সিলেবাস

ইংরেজি ২০ মার্কস , অংক ২৫ মার্কস , বাংলা ২০ মার্কস , জিকে ২০ মার্কস , ইন্টারভিউ হবে ১৫ নাম্বারের ।


ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতির নোটিশ ডাউনলোড লিংক - এইখানে ক্লিক করে ডাউনলোড করুন

পদের নাম - পঞ্চায়েত সমিতি পিওন


পঞ্চায়েত সমিতির পিয়ন পদে আবেদনের জন্য যোগ্যতা কি কি লাগবে

১. অষ্টম শ্রেণী পাস হতে হবে
২. বাংলা ভাষা বলতে লিখতে এবং পড়তে জানতে হবে ।


পঞ্চায়েত সমিতির পিয়ন পদে আবেদন করার জন্য বয়স কত লাগবে

জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC ST এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমন সংরক্ষণ দেবে।

পঞ্চায়েত সমিতির পিয়ন বেতন কত

বেতন হলো - ১৭০০০ থেকে ৪৩৬০০ .

পঞ্চায়েত সমিতির পিয়ন সিলেবাস

ইংরেজি ১০ মার্কস , বাংলা ১৩ মার্কস , অংক ১০ মার্কস , জি কে ১০ মার্কস , এবং ইন্টারভিউ হবে ৭ নাম্বারের।


পঞ্চায়েত সমিতির পিয়ন নোটিস ডাউনলোড লিংক - এইখানে ক্লিক করে ডাউনলোড করুন


পদের নাম - এডিশনাল একাউন্টেন্ট (জেলা পরিষদ)


অ্যাডিশনাল একাউন্টেন্ট পদে আবেদন করার জন্য যোগ্যতা -

কমার্সে ব্যাচেলার ডিগ্রী হতে হবে ।
গ্রাজুয়েশন পাস হতে হবে ।

অ্যাডিশনাল একাউন্টেন্ট পদে আবেদন করার জন্য বয়স কত লাগবে

জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC ST এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমন সংরক্ষণ দেবে।

বেতন কত
পে লেভেল 7- ২৪৭০০ থেকে ৬৩৯০০ .

অ্যাডিশনাল একাউন্টেন্ট সিলেবাস

ইংরেজি ২০ মার্কস , বাংলা ২০ মার্কস , জি কে ১৫ মার্কস , একাউন্টান্সি ৩০ মার্কস এবং ইন্টারভিউ ১৫ নাম্বার ।

অ্যাডিশনাল একাউন্টেন্ট (জেলা পরিষদ) নোটিশ ডাউনলোড লিংক - এইখানে ক্লিক করে ডাউনলোড করুন


পদের নাম - অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার (জেলা পরিষদ)

অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে

ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে.

বয়স কত আবেদন করার জন্য লাগবে

জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC ST এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমন সংরক্ষণ দেবে।

Assistant ক্যাশিয়ার পদে সিলেবাস

বাংলা ২০ মার্কস , ইংরেজি ২০ মার্কস , পাটিগণিত ২৫ মার্কস , জি কে ২০ মার্কস , এবং ইন্টারভিউ ১৫ নাম্বার ।

অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার (জেলা পরিষদ) বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক - এইখানে ক্লিক করে ডাউনলোড করুন


পদের নাম - ডাটা এন্ট্রি অপারেটর (জেলা পরিষদ)


ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ পদে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে

মাধ্যমিক পাস হতে হবে
কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে।

আবেদন করার জন্য বয়স কত লাগবে

জেনারেল প্রার্থীদের জন্য ১৮ থেকে ৪০ বছর এবং SC ST এবং OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষণ আছে তেমন সংরক্ষণ দেবে।

বেতন কত
পে লেভেল 6 - ২২৭০০ থেকে ৫৮৫০০.

ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ সিলেবাস

ইংরেজি ২০ মার্কস , বাংলা ২০ মার্কস , পাটিগণিত ২৫ মার্কস , জি কে ২০ মার্কস , এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের ।

ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক - এইখানে ক্লিক করে ডাউনলোড করুন


পদের নাম - ডিস্ট্রিক্ট ইনফর্মেশন এনালাইসিস (জেলা পরিষদ)


যোগ্যতা

গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে
কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে ।

বেতন কত

পে লেভেল - ৩৩৪০০ থেকে ৮৬১০০.

বয়স কত লাগবে

এখানে যে সমস্ত পদ গুলো উল্লেখ করা আছে সমস্ত পদে একই বয়সের কথা উল্লেখ আছে, তাই বয়স আর বারবার উল্লেখ করলাম না ।


ডিস্ট্রিক্ট ইনফরমেশন এনালাইসিস জেলা পরিষদ সিলেবাস

বাংলা ১০ মার্কস , ইংরেজি ১০ মার্কস , অংক ২০ মার্কস , কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি ২৫ মার্কস , প্রাকটিক্যাল ২০ মার্কস এবং ইন্টারভিউ হবে ১৫ নাম্বারের ।

ডিষ্ট্রিক ইনফরমেশন এনালাইসিস জেলা পরিষদ বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক - এইখানে ক্লিক করে ডাউনলোড করুন


পদের নাম - গ্রুপ D (জেলা পরিষদ)


যোগ্যতা

অষ্টম পাস ।

বেতন

পে লেভেল ১- ১৭০০০ থেকে ৪৩৬০০ .

গ্রুপ D জেলা পরিষদ সিলেবাস

বাংলা ১৩ মার্কস , ইংরেজি ১০ মার্কস , পাটিগণিত ১০ মার্কস , জিকে ১০ মার্কস , ইন্টারভিউ হবে ৭ নম্বরের ।

গ্রুপ ডি জেলা পরিষদ নোটিশ ডাউনলোড লিংক- এইখানে ক্লিক করে ডাউনলোড করুন


পদের নাম - লোয়ার ডিভিশন ক্লার্ক (জেলা পরিষদ)


যোগ্যতা

মাধ্যমিক পাস হতে হবে
টাইপিং এর অভিজ্ঞতা থাকতে হবে ।

বেতন
পে লেভেল ৬- ২২৭০০ থেকে ৫৮৫০০ .

লোয়ার ডিভিশন ক্লার্ক জেলা পরিষদ সিলেবাস

বাংলা ২০ মার্কস , ইংরেজি ২০ মার্কস , পাটিগণিত ২৫ মার্কস , জি কে ২০ মার্কস , ইন্টারভিউ হবে 15 নাম্বারের ।

লোয়ার ডিভিশন ক্লার্ক জেলা পরিষদ বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক - এইখানে ক্লিক করে ডাউনলোড করুন


পদের নাম - ট্রেনোগ্রাফার (জেলা পরিষদ)


যোগ্যতা

গ্রাজুয়েশন পাস হতে হবে।
টাইপিং এর দক্ষতা থাকতে হবে।

বেতন

পে লেভেল ৯- ২৮৯০০ থেকে ৭৪৫০০ .


ট্রেনোগ্রাফার জেলা পরিষদ সিলেবাস

বাংলা ১৫ মার্কস , ইংরেজি ১৫ মার্কস , পাটিগণিত ১৫ মার্কস , জি কে ১০ মার্কস , ডিক্টেশন ১৫ , টাইপিং টেস্ট ১৫ মার্কস , ইন্টারভিউ হবে ১৫ নাম্বারের ।

স্ট্রেনোগ্রাফার জেলা পরিষদ বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক - এইখানে ক্লিক করে ডাউনলোড করুন


পদের নাম - সিস্টেম ম্যানেজার (জেলা পরিষদ)


যোগ্যতা

কম্পিউটার অ্যাপ্লিকেশন এ মাস্টার ডিগ্রী থাকতে হবে ।
কাজের অভিজ্ঞতা থাকতে হবে ৫ বছরের ।

বেতন

পে লেভেল ১৬- ৫৬১০০ থেকে ১৪৪৩০০ .

সিস্টেম ম্যানেজার জেলা পরিষদ সিলেবাস

বাংলা ১০ মার্কস , ইংরেজি ১০ মার্কস , অংক ২০ মার্কস , কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি ২৫ মার্কস , কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রাক্টিক্যাল ২০ মার্কস , এবং ইন্টারভিউ ১৫ নাম্বার।


সিস্টেম ম্যানেজার জেলা পরিষদ বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক - এইখানে ক্লিক করে ডাউনলোড করুন


পদের নাম - ওয়ার্ক এসিস্ট্যান্ট জেলা পরিষদ

যোগ্যতা

মাধ্যমিক হলেই আবেদন করতে পারবেন।

বেতন

পে লেভেল ৬ - ২২৭০০ থেকে ৫৮৫০০ .

ওয়ার্ক এসিস্ট্যান্ট জেলা পরিষদ সিলেবাস

ইংরেজি ২০ মার্কস , বাংলা ২০ মার্কস , অংক ২৫ মার্কস , জিকে ২০ মার্কস , ইন্টারভিউ হবে ১৫ নাম্বারের ।

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক - এইখানে ক্লিক করে ডাউনলোড করুন

সমস্ত পদের তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং ইতিমধ্যে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চালু করেছে রেজিস্ট্রেশন লিংকটি আমরা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশনটি আপাতত করে রাখতে পারেন এবং আপনারা যে পদের জন্য আবেদন করবেন সেই বিজ্ঞপ্তি টা ভালো করে দেখে তারপরে আবেদন করবেন ।


WB Gram Panchayat Recruitment 2024 - আবেদন লিংক - https://wbprms.in/

গ্রাম পঞ্চায়েত জেলা ভিত্তিক শূন্যপদের তালিকা -  শূন্যপদের তালিকা দেখুন




About the Author

Blogger, Education Content Creator, YouTuber

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.