লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক করার পদ্ধতি ২০২৫
পশ্চিমবঙ্গ সরকার নতুন প্রকল্প শুরু করেছে যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতিমাসে আর্থিক একটি সাহায্য পায় সরকারের পক্ষ থেকে । যেখানে ৫০০ টাকা জেনারেল ক্যাটাগরিতে এবং ১০০০ টাকা SC এবং ST ক্যাটাগরিতে পাই এবং রাজ্যের সকল ২৫-৬০ বছর বয়সী মহিলাদের জন্য এ প্রকল্পটি এতে করে সাধারন মানুষের খুব উপকৃত হয় ।
অনেকেই আবেদন জমা করছেন দুয়ারে সরকারে নির্দিষ্ট কাম্পে সেই সব আবেদন গুলি এখন কি অবস্থায় আছে , সেগুলো আদতেই কি এন্ট্রি হয়েছে কি হয়নি সেই স্ট্যাটাস কিভাবে জানবেন সেই নিয়ে আজকে আমরা আলোচনা করবো ।
লক্ষীর ভান্ডারের আবেদন চেক করার পদ্ধতি নিচে দেওয়া হল 👇
১.নং ধাপ👉 সর্বপ্রথম লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইট লিংকটি আমি এখানে দিয়ে রাখছি এখানে ক্লিক করবেন , লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক 👉 https://socialsecurity.wb.gov.in/login
২. নং ধাপ 👉 ওয়েবসাইটে ক্লিক করার পর নিচে একটি স্ক্রিন শট দিচ্ছি সেই রকম শো করবে 👇

৫. নং ধাপ 👉 এখানে লেখা আছে আপনার অ্যাপ্লিকেশন আইডি , মোবাইল নম্বর, স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার এবং আধার নাম্বার এই চারটে মাধ্যমে আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসটি চেক করতে পারবেন চারটের মধ্যে যেকোনো একটি নম্বর লিখুন এবং পাশে দেয়া ক্যাপচা কোডটি যা লেখা আছে সেগুলো দেখে দেখে ইন্টার ক্যাপচা অপশনে লিখুন এবং সার্চ করুন , সার্চ করলে আপনাদের পুরো তথ্য বেরিয়ে আসবে যদি এন্ট্রি হয়ে থাকে তবেই , এবং এখানে আপনার ফর্মটি কবে এন্ট্রি হয়েছে কবে এপ্রুভ হয়েছে সমস্ত কিছু লেখা থাকবে আপনি সমস্ত কিছুই দেখতে পারবেন , তাছাড়া যদি আপনারা টাকা পেয়ে থাকেন সেটিও আপনারা দেখতে পাবেন এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন সমস্ত কিছুই সেখানে লেখা থাকবে এবং কতবার টাকা পেয়েছেন তা লেখা থাকবে।
এইভাবে আপনাদের লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজে অনলাইনের মাধ্যমে ।