আজকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের যেকোনো বুথের ভোটার লিস্ট আপনারা কিভাবে নিজের মোবাইলের মাধ্যমে ডাউনলোড করবেন সেই নিয়ে আজকে আমাদের একটি প্রতিবেদন ।
সর্বপ্রথমে আমরা যে কথাটি বলবো ভোটার কার্ড খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট । আমাদের পরিচয় পত্রের মধ্যে এটি একটি বিশেষ ডকুমেন্ট ।

অনেক ব্যক্তি আছে নাম সংযোজন এবং নাম সংশোধন , আবার অনেক নাম বিয়োজনও হয় ভোটার তালিকায় সিরিয়াল নাম্বার দেখার জন্য এবং আপনার সমস্ত তথ্য ঠিক আছে কিনা ভোটার তালিকা আপনার নাম আছে কিনা আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং আপনার সমস্ত তথ্য ঠিক আছে কিনা দেখতে পারবেন পশ্চিমবঙ্গের যেকোন বুথের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন ।
পশ্চিমবঙ্গের যেকোনো বুথের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন দেখুন
ভোটার তালিকা ডাউনলোড করার জন্য কয়েকটি ধাপের মাধ্যমে আপনারা আপনাদের বুথের ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন ।
১. সবার প্রথমে আপনার ফোন অথবা কম্পিউটারে CEO West Bengal এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে লিংকটি আমি পাশে দিয়ে রাখছি। - https://ceowestbengal.nic.in/
২. ওয়েব সাইটে খোলার পর একটু নিচের দিকে ভোটার লিস্ট বলে একটি অপশন পাবেন সেটায় ক্লিক করবেন নিচে আমি ছবি দিয়ে দিচ্ছি সেখানে ।

৩. এবার আপনাদের নিজেদের রাজ্য সিলেক্ট করতে হবে।
৪. এবার আপনাদের জেলার নাম , নিচে আপনাদের বিধানসভার নাম , এবং আপনি কোন ভাষায় ভোটার তালিকা দেখতে চাইছেন সেই ভাষাটা এখান থেকে বেছে নিতে হবে ।
৫. শেষে ক্যাপচা কোডটা দিন
৬. এবার এখান থেকে স্ক্রল করুন এবং আপনার বুথ নাম্বারটি দেখুন বুথের নাম দেখে তার পাশে একটি ডাউনলোড বাটান আছে সেখানে ক্লিক করুন
৭. পিডিএফ টি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি আপনার নামটি খুঁজে বের করুন এর মধ্যে থেকে ।
এইভাবে খুব সহজে আপনারা ভোটার তালিকা নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করতে পারবেন।