বাংলা আবাস যোজনা ঘরের সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে , এই বাংলা আবাস যোজনা ঘরের সমীক্ষার কাজ শেষ হবে আগামী ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত |
এই সমীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের দরিদ্র ও নিম্ন পরিবার গুলিকে যাদের পাকা ঘর নেই সেই সমস্ত ব্যক্তিদের ঘর নির্মাণের জন্য আর্থিক সাহায্য করার লক্ষ্যে শুরু করা হয়েছে |এবারের এই সমীক্ষার মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের নির্বাচিত করে তাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা হবে |
এবারের এই সমীক্ষা কাজ দেড় বছরের ও বেশি সময় পরে এবারের এই সমীক্ষার কাজ অনুষ্ঠিত হচ্ছে। , কারণ এর আগে দেখা গেছে যে শেষ বার ২০২২ সালের ডিসেম্বর মাসে এই সমীক্ষা করা হয়েছিল , এবারের রাজ্য সরকার এই সমীক্ষার মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের নির্বাচন করে তাদেরকে এই ঘর তৈরীর টাকা দেবে খুব শীঘ্রই |
তিন ধাপে সমীক্ষার কাজ হবে
এই বাংলা আবাস যোজনা সমীক্ষার কাজ তিনটে ধাপের মাধ্যমে সম্পূর্ণ হবে এবং এবারের সমীক্ষার কাজটি মূলত অ্যাপসের মাধ্যমে পরিচালিত হবে এই সমীক্ষার সময় উপভোক্তাদের কে ১১ টি প্রশ্ন করা হবে এবং উপভোক্তাদেরকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে |
বাংলা আবাস যোজনা সমীক্ষার ১১ টি গুরুত্বপূর্ণ শর্ত
বাংলা আবাস যোজনা প্রকল্পে সমীক্ষার সময় উপভোক্তাদেরকে ১১ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে এবং এই প্রশ্নগুলি প্রকল্পের যোগ্যতা নির্ধারণ করবে নিচে সেই সমস্ত ১১ টি শর্তে কথা উল্লেখ করা হলো
• আমার পরিবারের অকৃষি প্রতিষ্ঠান রয়েছে যা সরকারের কাছে নিবন্ধিত - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
• আমার পরিবারের কোনো সদস্য প্রতি মাসে ১৫০০০ টাকা বেশি উপার্জন করে না - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
• আমার পরিবার আয়কর প্রদান করে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
• আমার পরিবার পূর্ব সরকারের কোন আবাস ন প্রকল্প থেকে উপকৃত হয়েছে অথবা অন্য আবাসন প্রকল্প আমার পরিবারের নাম অনুমোদিত হয়েছে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
• আমার পরিবারে পাশে করে বেশি সেচ যুক্ত জমি রয়েছে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
• আমার পরিবার সেচ সুবিধা যুক্ত ২.৫ একক বেশি জমির মালিক - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
• আমার পরিবারের কোন সদস্য ১৫ হাজার টাকার বেশি আয় করে প্রফেশনাল ট্যাক্স প্রদান করেন - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
• আমার পরিবারের সরকারি কর্মচারীর সদস্য আছে কিনা - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
• আমার পরিবারের কৃষি কাজে ব্যবহৃত তিন অথবা চার চাকার গাড়ির মালিক কিনা - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
• আমার পরিবারের বর্তমানে পাকা বাড়ি রয়েছে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
• আমার পরিবারের মোটর চালিত তিন এবং চার চাকার গাড়ি রয়েছে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় আসতে হলে এই ১১ টি প্রশ্ন করার সময় উপভোক্তাদের যেটা হবে সে উত্তরটা দিতে হবে |
মুচলেকা ফর্ম এই প্রকল্পে টাকা পেতে শর্তাবলী
উপভোক্তাদেরকে একটি মুচলেকা ফর্ম দেওয়া হবে একটি প্রতিশ্রুতি পত্র যা উপভোক্তাদেরকে প্রদান করা হবে , এই ফর্মের মাধ্যমে সরকারের থেকে প্রাপ্ত টাকা শুধুমাত্র বাড়ি তৈরি করার কাজে ব্যবহার করা হবে এবং এই প্রকল্পের শর্তাবলী মেনে চলা হবে |
মুচলেকায় স্বীকৃতি দিতে হবে:
• প্রথম যে শর্ত সেটা হল অর্থের সঠিক ব্যবহার এই অর্থের টাকা শুধুমাত্র ঘর নির্মাণের কাজে ব্যবহার করতে হবে |
• সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত একটা সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে আপনাদেরকে ঘর নির্মাণ সম্পন্ন করতে হবে|
• নির্দিষ্ট স্থানে ঘর নির্মাণ করতে হবে আপনাদেরকে যে অনুমোদিত স্থান নিয়ে ঘর নির্মাণ করতে বলা হয়েছে সেই স্থানে ঘর নির্মাণ করতে হবে|
• পূর্বে কোন সরকারি প্রকল্প থেকে ঘর পায়নি উপভোক্তা এর আগে অন্য কোন প্রকল্পের মাধ্যমে সরকারের থেকে ঘর পেয়েছে কিনা তা নিশ্চিত করে জানাতে হবে |
• সর্বশেষ আধার প্রমাণিকরণ করতে হবে |
বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪
বাংলা আবাস যোজনার লিস্ট কিভাবে দেখবেন কিভাবে দেখবেন যে আপনার নাম এই লিস্টে আছে কিনা বাংলা আবাস যোজনা লিস্ট চেক :
• সবার প্রথম এই অফিসিয়াল লিংকে যেতে হবে - Click Here
• পরবর্তী পেজে আপনার রাজ্যের নাম সিলেক্ট করুন
• এবারে আপনার জেলার নাম সিলেক্ট করুন
• এবারে আপনার ব্লকের নাম সিলেক্ট করুন
• এবারে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করুন
• আর্থিক বর্ষ নির্বাচন করুন - ২০২২-২০২৩
• এবারের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন সিলেক্ট করুন
• সর্বশেষ ক্যাপচা পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করুন |
• তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত লিস্ট আপনি দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন |
এইভাবে খুব সহজে আপনার গ্রাম পঞ্চায়েতের লিস্ট অনলাইন এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড খুব সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেই পিডিএফ এর মধ্যে থেকে আপনার নামটি আছে কিনা খুঁজে বের করুন |
লিস্টে যাদের নাম থাকবে
• পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অনুযায়ী ব্যক্তিরা |
• মুখ্যমন্ত্রী কে আবেদনকৃতরা |
• বন্যায় যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা |
প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে
এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপভোক্তাদের নিজস্ব ব্যাংক একাউন্ট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এবং অন্যান্য আরো প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে |
সমীক্ষার কাজের সময়সূচি :-
২১ থেকে ৩০ অক্টোবর ২০২৪ বাড়ি সমীক্ষার কাজ হবে |
১৪ নভেম্বর ২০২৪ আবার নতুন করে রি চেকিং করা হবে |
২১ থেকে ২৭ নভেম্বর ২০২৪ আপত্তি নিষ্পত্তি হবে|
৪ ডিসেম্বর ২০২৪ গ্রাম সভা থেকে অনুমোদন দেওয়া হবে |
৯ ডিসেম্বর ২০২৪ ব্লক লেভেল থেকে অনুমোদন দেয়া হবে |
১০ ডিসেম্বর ২০২৪ জেলা থেকে অনুমোদন দেওয়া হবে |
২০ ডিসেম্বর ২০২৪ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০০০০ টাকা জমা হবে |