কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখন দেয়া হয়
এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা প্রতি বছরে দুটি কিস্তি তে টাকা পাই প্রথমটি হল খারিফ এবং দ্বিতীয়টি রবি সিজেন এই দুটি সময়ে কৃষকরা টাকা পায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে |
• এবারে আসা যাক খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই সময়ে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যম থেকে টাকা পায় |
• দ্বিতীয় সিজন রবি সিজন এখানে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই সময়ে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় |
কৃষক বন্ধু প্রকল্প কত টাকা দেয়
এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা একজন কৃষক বছরে ১০ হাজার টাকা পেতে পারে এবং সর্বনিম্ন ৪০০০ টাকা পেতে পারে এখানে একটি বিষয় রয়েছে যদি আপনাদের জমির পরিমাণ বেশি হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি টাকা বেশি পাবেন আর যদি আপনাদের জমির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন যে টাকাটি সেই টাকাটি পাবেন
• যদি আপনাদের ০.৪০ একর পর্যন্ত জমি থাকে সেক্ষেত্রে আপনি প্রতি বছরের ৪০০০ টাকা পাবেন অর্থাৎ প্রথম কিস্তিতে ২০০০ টাকা দ্বিতীয় কিস্তিতে দুই হাজার টাকা। সর্বমোট আপনি ২০০০ টাকা প্রতি বছর পাবেন |
• যদি আপনাদের ০.৪১ একর থেকে ০.৯৯ একর পর্যন্ত জমি থাকে সেক্ষেত্রে আপনি আপনার জমির পরিমাণ×৫০ টাকা করে পাবেন |
যেমন - যদি আপনার ০.৫০ একর জমির থাকে সে ক্ষেত্রে আপনি টাকা পাবেন কত দেখুন ০.৫০×৫০=২৫০০ টাকা | প্রথম কিস্তিতে আপনি ২৫০০ টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তিতেও ২৫০০ টাকা মোট ৫০০০ টাকা পাবেন বছরে | এভাবে আপনাদের জমির পরিমাণ থেকে কত টাকা আপনি পাবেন হিসেব করে নিতে পারেন
• যদি আপনার ১ একর বা তার বেশি জমি রয়ে থাকে সে ক্ষেত্রে আপনি সর্বাধিক ৫০০০ টাকা পাবেন প্রথম কিস্তিতে এবং দ্বিতীয় কিস্তিতে ৫০০০ টাকা পাবেন আপনি মোট বছরে ১০ হাজার টাকা পাবেন |
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন
• সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে - Click Here
• ওয়েবসাইটে প্রবেশ করার পর ওখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে থেকে নথিভুক্ত কৃষকের তথ্য একটি অপশন পাবেন সেই অপশনটিতে ক্লিক করবেন।
• এবারে ভোটার কার্ড আধার কার্ড মোবাইল নম্বর ইত্যাদি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস শো করবে। এখন আপনার আবেদনের স্ট্যাটাসটি কি অবস্থায় রয়েছে |
কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে কি আপডেট এসেছে
কৃষক বন্ধু প্রকল্পের যদি এখন কেউ স্ট্যাটাস চেক করে থাকেন তবে একটি জিনিস লক্ষ্য করবেন ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা রয়েছে। এর আগে আপনারা হয়তো দেখেছেন ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস লেখা ছিল |
যেহেতু এবারে রবি সিজনের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কৃষি দপ্তর শুরু করেছে সেই কারণেই বর্তমানে স্ট্যাটাস চেক করলে ট্রানজাকশন সাকসেস লেখাটি উঠে গেছে। এখন বর্তমানে আপনারা যদি স্ট্যাটাস চেক করেন তবে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা দেখতে পাবেন |
এবারে কিছুদিন পর ওই ঘরে ADA Uploaded আসবে তার পরবর্তীতে DDA Approved আসবে তারপর কিছুদিন পর Account Valid আসবে, তারপর কিছুদিন পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করবেন |
কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে
কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে ৩ রা নভেম্বর ২০২৪ তারিখে নতুন যে আপডেটটি এসেছে সেখানে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে |
এবারের এর পরবর্তী ধাপ আসা-পালা যেহেতু কয়েকদিন আগে স্ট্যাটাস পরিবর্তন হয়েছে সেই কারণে পরবর্তী ধাপগুলো খুব শীঘ্রই চলে আসবে , কৃষি দপ্তর থেকে সূত্রের খবর যেহেতু কয়েকদিন আগে ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে প্রচুর কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণে কৃষি দপ্তর চাইছে যে কৃষকদের যত দ্রুত সম্ভব এবারে কৃষক বন্ধু প্রকল্প টাকা দিয়ে দিতে হবে |
যাতে এই টাকা দিয়ে কিছুটা হলেও কৃষি কাজ করতে পারে তাই এবারের যত সম্ভব নভেম্বর এর শেষ দিকে অথবা ডিসেম্বরের মাসের দিকে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়া হবে |