কিছুদিন আগে অনেক জব কার্ড ডিলিট হয়ে গেছে তো আপনারা সর্বপ্রথমে আপনার জব কার্ড রয়েছে কিনা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেক করে নিন যদি আপনার লিস্টে নাম যদি না থাকে তবে আপনার নামটি ডিলিট হয়ে গেছে তাই আগে আপনারা লিস্ট চেক করে নিন । আর এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তবে আপনারা পঞ্চায়েতের মাধ্যমে E-Kyc কাজটি সম্পন্ন করে নেবেন ।
কিভাবে দেখবেন জব কার্ডে আপনার নাম রয়েছে কিনা
নতুন জব কার্ডের লিস্ট 2025
১. প্রথমে nrega.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে ।
২. এবার আপনাদের একটু নিচের দিকে এসে রাজ্য নির্বাচন করতে হবছায়ে
৩. এবার আপনাদের জেলা নির্বাচন করতে হবে ।
৪.এবার আপনাদের ব্লক নির্বাচন করতে হবে ।
৫.এবার আপনাদের পঞ্চায়েতনির্বাচন করতে হবে ।
৬. এবার Job card/Employment Register অপশনে ক্লিক করার পর আপনার পঞ্চায়েতের জব কার্ড এর লিস্ট খুলে যাবে ।
এবার পুরো পঞ্চায়েত এরিয়ার নাম শো করবে বা সেখান থেকে আপনার নামটি খুঁজে বের করতে পারবেন এবং সেখানে আপনার জব কার্ড নম্বরটি শো করবে যদি সেখানে আপনার নাম দেখতে পান বা খুঁজে পান সে ক্ষেত্রে আপনার জব কার্ডটি হয়ে গেছে এবং জব কার্ড নম্বরটি আপনি লিখে রাখুন এভাবে আপনার জব কার্ড হয়েছে কিনা স্ট্যাটাস এভাবে দেখতে পারবেন। Job Card Aadhar E-KYC Online

আধার লিঙ্ক কেন করানো হচ্ছে । Job Card Aadhar E-KYC Online
আধার লিঙ্ক করানোর উদ্দেশ্য হলো অনেক জব কার্ড রয়েছে যেগুলি মৃত ব্যক্তি বা অন্য পরিবারে আলাদা কার্ড করে নিয়েছে । আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজের টাকা আটকে পড়েছে তাই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকের আধার কার্ডের মাধ্যমে ফেস অথেন্টিকেশন ভিত্তিক আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছেন যাতে প্রতিটি সদস্যর তথ্য এই সিস্টেমে থাকে । এর ফলে পুরনো ভুল তথ্য যদি থেকে থাকে সেগুলি ডিলিট হয়ে যাবে।
আধার লিঙ্ক না করলে কি হবে । Job Card Aadhar E-KYC Online
জব কার্ডের মাধ্যমে আধার লিঙ্ক বা E-Kyc যদি না করে থাকেন তবে আপনার কার্ড ডিভ ভবিষ্যতে অকার্যকর (inactive) হয়ে যেতে পারে । এর ফলে আপনারা আর ১০০ দিনের কাজ করতে পারবেন না তাই এই eykc কাজটি সম্পন্ন করে নেই । প্রত্যেক জব কার্ড ধারী ব্যক্তিদের যাদের নাম জব কার্ডে আছে তাদের প্রত্যেককে ফেস অথেন্টিকেট এর মাধ্যমে E-Kyc করতে হবে ।
জব কার্ডের সাথে আধার কার্ড E- kyc কোথায় কিভাবে হচ্ছে । Job Card Aadhar E-KYC Online
বর্তমানে এই জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক এর কাজটি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে হচ্ছে । পঞ্চায়েতের ডাটা অপারেটর তাদের অনলাইন এপপ্সের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করছেন তাদেরকে রাজ্য সরকার অ্যাপস এবং ইউজার আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু তথ্যই দিয়ে দিয়েছে এবং তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে আপনার পঞ্চায়েতেও এই কাজ শুরু হয়ে গেছে তাই আপনারা আপনাদের পঞ্চায়েতে জব কার্ড সেলে যোগাযোগ করুন এবং এই কাজটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করে নিন । এই কাজটি আপনি নিজে থেকে অনলাইনের মাধ্যমে করতে পারবেন না , এই কাজটি সুধু মাত্র অফিস এর আধিকারিকরা করতে পারবে ।
আরো পড়ুন - নতুন জব কার্ডের লিস্ট 2025 । New Job Card List West Bengal 2025
জব কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে
জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার জন্য আপনার জব কার্ডের জেরক্স কপি এই জব কার্ডে যতজন ব্যক্তির নাম রয়েছে প্রত্যেকের আধার কার্ডের জেরক্স কপি এবং পরিবারে যতজনের নাম আছে প্রত্যেকের স্বশরীরে উপস্থিত থাকতে হবে কারণ সেখানে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে জব কার্ডের লিংক এর কাজ সেখানে থাকা আধিকারিকরা করে দেবেন ।