EWS সার্টিফিকেট কি ? এই সার্টিফিকেটের সুবিধা , যোগ্যতা , আবেদন পদ্ধতি দেখুন

EWS এর অর্থ কি । সরকারি চাকরিজীবীরা কি ইডব্লিউএস এর জন্য আবেদন করতে পারবে । EWS সার্টিফিকেট কি ? এই সার্টিফিকেটের সুবিধা , যোগ্যতা , আবেদন পদ্ধতি দেখু

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব EWS সার্টিফিকেট কি এই সার্টিফিকেটের সুযোগ সুবিধা কি আছে এবং কারা আবেদন করার যোগ্য এবং কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করবো ।





EWS সার্টিফিকেট কি ? এই সার্টিফিকেটের সুবিধা , যোগ্যতা , আবেদন পদ্ধতি দেখুন




প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটা হল EWS সার্টিফিকেটের পুরো নাম কি ?

EWS সার্টিফিকেট এর পুরো নাম হচ্ছে Economically Weaker Section . এর বাংলা প্রতিশব্দ হলো অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ ।

EWS সার্টিফিকেট কী

EWS সার্টিফিকেট হচ্ছে জাতি সংরক্ষণের একটি সার্টিফিকেট এই সার্টিফিকেটে শুধুমাত্র জেনারেলরা আবেদন করতে , এই সার্টিফিকেটে জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন । এই সার্টিফিকেটে যে সুবিধা গুলি আছে সেটা হল শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে ।

EWS সার্টিফিকেট এর সুবিধা

১. EWS সার্টিফিকেটের আওতায় যে সমস্ত সার্টিফিকেট ধারকরা থাকবেন তাদের চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে ।
২. EWS সার্টিফিকেট থাকলে সেই সমস্ত মেধাবি ছাত্র-ছাত্রী দের স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।

EWS সার্টিফিকেট থাকলে কি সুবিধা পাবেন দেখুন


১. শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির মানুষেরা আবেদন করতে পারবেন , অন্য কোন ক্যাটাগরির মানুষেরা এই সার্টিফিকেটের জন্য আবেদন যোগ্য না।
২. ফ্যামিলি ইনকাম বাৎসরিক ৮ লক্ষ টাকার কম হতে হবে ।
৩. শহরে যদি কোন ফ্ল্যাট থাকে তাহলে ১০০০ বর্গফুটের কম হতে হবে।
৪. গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০০ বর্গফুটের কম জায়গা থাকতে হবে পরিবারের নামে।
৫. ৫ একরের কম কৃষি জমি থাকতে হবে ।


EWS সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগবে দেখুন

১. নিজের এবং পিতামাতার ভোটার কার্ড ।
২. নিজের এবং পিতামাতার প্যান কার্ড ।
৩. আবেদনকারীর জন্ম সার্টিফিকেট
৪. আবেদনকারীর মাধ্যমে এর এডমিট কার্ড ।
৫. পিতা মাতার মধ্যে কেউ চাকরি করলে বেতন স্লিপ লাগবে ।
৬. নির্ধারিত কর্তৃপক্ষের জন্য বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৭. জমির দলিল বা জমির রেকর্ড ।

EWS সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন

১. প্রথমত EWS এর Annexure-A অ্যাপ্লিকেশন ফর্ম কি ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন ফর্ম টি ডাউনলোড ফর্ম বলে একটি বাটন পাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন ।
২. ফর্মটি যথারীতি সমস্ত তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করবেন ।
৩. উপরে যে সমস্ত প্রয়োজনে জেরক্স কপিগুলো বলা হয়েছে সেগুলি এর সঙ্গে জুড়ে দিন
৪. নিজের পাসপোর্ট সাইজের ছবি ফর্মে নির্দিষ্ট জায়গায় আটকে দিন ।

এখানে ক্লিক করে ফর্ম ডাউনলোড করুন


EWS আবেদন ফর্ম কোথায় জমা করবেন



সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এবং যে ফর্মটি আছে সেটি নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট/অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট/সব ডিভিশনাল অফিসার এর নিকট জমা করাতে হবে , কলকাতার বাসিন্দারা হলে DWO এর কাছে আবেদন পত্রটি জমা করাবেন ।

EWS এর শংসাপত্রের বিষয়ে নিচে কিছু প্রশ্ন দেওয়া হল



EWS এর অর্থ কি?

ইডব্লিউএস EWS এর অর্থ হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ , যেখানে SC , ST এবং OBC যেমন একটি সার্টিফিকেট থাকে সেরকমই জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা পড়েন তারা এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ১০% আসন সংরক্ষিত রয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে।

কোন জাতটি ইডব্লিউএস এর অন্তর্গত

ইডব্লিউএস এর অন্তর্গত যে সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ আছেন SC,ST,ও OBC বিভাগের মধ্যে আপনারা পড়েন না সে সমস্ত আবেদনকারী ব্যক্তিরা আবেদন করতে পারেন।

সরকারি চাকরিজীবীরা কি ইডব্লিউএস এর জন্য আবেদন করতে পারবে

একজন চাকরিজীবী EWS ইডব্লিউএস সার্টিফিকেট পেতে পারেন যদি সে তার যোগ্যতার মানদন্ড পূরণ করে এবং বার্ষিক আয় যেটা বলা আছে সেরকম যদি থাকে অবশ্যই সে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে , এবং আরো তথ্য পাওয়ার জন্য আপনার BDO এবং SDO অফিসে যোগাযোগ করতে পারেন।

ইবিসি ও ইডব্লিউএস এর মধ্যে পার্থক্য কি

প্রথমে আপনাদের বলবো ইবিসি হলো অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী আর ইডব্লিউএস হল অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ দুটি আলাদা শংসাপত্র ।

ইউপিএসসিতে কি ইডব্লিউএস কোটা আছে

ইউপিএসসিতে EWS প্রার্থীরা কেবলমাত্র ১০% আসনের কোটা পাবেন । তাছাড়া অন্যান্য যোগ্যতা এবং শর্ত প্রার্থীর বয়সসীমা একজন সাধারণ প্রার্থীর মতই থাকবে।

পশ্চিমবঙ্গে কারা ইডব্লিউএসের জন্য যোগ্য

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জেনারেল বিভাগের ব্যক্তিরা আবেদন করার যোগ্য ইডব্লিউএস এ। এবং পরিবারের মোট বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে হতে হবে ।

কেন্দ্রীয় সরকার কি ইডব্লিউএস শংসাপত্র জারি করতে পারে

ইডব্লিউএস শংসাপত্র কেন্দ্রীয় সরকার জারি করেনা । ইডব্লিউএস শংসাপত্র রাজ্য সরকার জারি করছে । সমস্ত তথ্য দিয়ে আপনার রাজ্যে আবেদন করতে হবে ।

EWS সংরক্ষণের গুরুত্ব

EWS সংরক্ষণে অর্থনৈতিকভাবে দুর্বল সাধারণ বিভাগের লোকেদের ১০% কোটা সংরক্ষণ প্রদান করে । মোট বার্ষিক পরিবারে ক আয় ৮ লক্ষ টাকার কম ৮ লক্ষ টাকা কম হতে হবে ।

কোনটি ভাল ওবিসি বা ইডব্লিউএস

EWS এ কঠিন মানদণ্ডের কারণে অনেকে আবেদন করতে পারেনা সে কারণে ইডব্লিউএস এর শংসাপত্র খুব কম থাকায় যে কোন জায়গায় আবেদনকারী কম থাকার কারণে ইডব্লিউএস সার্টিফিকেটটি OBC সার্টিফিকেটের চেয়ে উপরে রয়েছে ।

আমি কি EWS এবং EBC উভয়ের জন্য আবেদন করতে পারি

যেকোনো একটি সার্টিফিকেট এর জন্যই আবেদন করতে পারবেন উভয় সার্টিফিকেটের জন্য আবেদন করা সম্ভব নয়।

পশ্চিমবঙ্গে ইডব্লিউএস শংসাপত্র দেওয়ার কর্তৃপক্ষ কে

অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ EWS সার্টিফিকেট দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছে সাব ডিভিশনাল অফিসার (SDO) , জেলা ম্যাজিস্ট্রেট (DM) , এবং মিউনিসিপাল কর্পোরেশন অফিস সার্টিফিকেট জারি করেন ।

পশ্চিমবঙ্গে ইডব্লিউএস এর নিয়ম

যে সমস্ত ব্যক্তিদের SC,ST এবং OBC সম্প্রদায়ের সার্টিফিকেট আছে সেই সমস্ত ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন না এখানে আপনারা জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা পড়েন তারা আবেদন করতে পারবেন এবং বাৎসরিক ফ্যামিলি ইনকাম ৮ লক্ষ টাকা কম হতে হবে গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০০ বর্গফুটের কম জায়গা থাকতে হবে পরিবারের নামে , ৫ একরের কম কৃষি জমি থাকতে হবে ।

About the Author

Blogger, Education Content Creator, YouTuber

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.