কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে দেখবেন নিজের ফোনের মাধ্যমে , কৃষক বন্ধু স্ট্যাটাস চেক ২০২৪ নতুন কৃষক বন্ধুর লিস্ট কিভাবে পাবেন কৃষক বন্ধু কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং কৃষক বন্ধু যদি হয়ে থাকে আইডি নাম্বারটি কিভাবে বের করবেন সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব ।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক , কৃষক বন্ধুর চেক লিস্ট ২০২৪
কৃষক বন্ধু প্রকল্প ?
পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পটি শুরু করেন 2019 সাল থেকে । রাজ্যের প্রতিটি কৃষক যাতে আর্থিক দিক থেকে সাহায্য পায় এবং কৃষকরা যাতে কৃষকদের বিভিন্ন কৃষি উপকরণ সার বীজ জাতীয় জিনিস কিনতে পারেন তার জন্য এই আর্থিক সহায়তা করেন ।
কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের প্রতিটি কৃষকদের আর্থিকভাবে সাহায্য করেন বছরে দুটি কিস্তিতে প্রথমটি খারিফের সময় এবং দ্বিতীয়টি রবি মৌসুমে এবং দুটি কিস্তিতে ২০০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করেন রাজ্য সরকার , এবং তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যুজনিত সহায়তা পাওয়া যায়। যদি কৃষকের বয়স ১৮-৬০ বছরের মধ্যে হয়ে থাকে তবে নথিভুক্ত কৃষকের মৃত্যু হয় তবেই তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা পর্যন্ত সরকারী সহায়তা করবে ।
কৃষক বন্ধু প্রকপ্লে কিভাবে আবেদন করবেন
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য দুটি পদ্ধতি আছে এবং এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। ।
প্রথমেই বলবো যদি আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে তবে আপনি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফম সংগ্রহ করে সেখানে জমা দিতে পারবেন।
দ্বিতীয় যে পদ্ধতিটা আপনাদের বলব সেটি হল কৃষক বন্ধু আবেদন করার জন্য আপনাদের নিজের ADA অফিসে যোগাযোগ করুন সেখানেও ফর্ম জমা নেওয়া হয় ।
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে নিচে দেওয়া হল
১. ভোটার কার্ড ।
২. আধার কার্ড ।
৩. ব্যাংকের পাস বই ।
৪. জমি রেকর্ড ।
৫. পাসপোর্ট সাইজের ফটো।
কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ কিভাবে অ্যাড করবেন
কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনাদের ইতিমধ্যে নাম থেকে থাকে এবং দেখেন যে জমির পরিমাণ কম আছে এবং আপনি জমির পরিমাণ আরো বাড়াতে চান তবে আপনাকে জমির পরিমাণ বাড়ানোর জন্য আপনার নিকটবর্তী ADO অফিসে গিয়ে এই দপ্তরে যে থাকে তাকে বলতে হবে এবং তারা একটি ফর্ম দেবে সে ফর্মটি ফিলাপ করতে হবে এবং ওর সাথে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো দিয়ে জমা জামা পরে দিবেন তারপর সংশ্লিষ্ট অধিকারীরা আপনার আবেদনপত্র যাচাই করবেন এবং যাচাই করার পর আপনার জমির পরিমাণ বাড়াবে ।
তাছাড়া এই বিষয়ে আরো জানার জন্য সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন।
কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা । কৃষক বন্ধু লিস্ট চেক । কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
কৃষক বন্ধু প্রকল্পে যদি আবেদন করে থাকেন তবে টাকা ঢুকেছে কিনা দেখার জন্য আপনার ব্যাংক একাউন্টে ব্যালেন্স চেক করে জানতে পারবেন ।
এছাড়াও সরকারি কৃষক বন্ধু পোর্টালের মাধ্যমে টাকা ঢুকেছে কিনা জানা যায় নিচে সেই পদ্ধতিটা দেখানো হলো ।
১. আপনাকে কৃষক বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইট লিঙ্ক - https://krishakbandhu.net/
_.webp)
২. পোর্টালের হোম পেজ আসার পর 'নথিভূক্ত কৃষকের তথ্য' অপশনে ক্লিক করুন ।

৩. এখানে আপনি সিলেক্ট অপশন পাবেন সেখানে ক্লিক করলে ভোটার কার্ড , আধার কার্ড , ব্যাংক একাউন্ট নম্বর , কৃষক বন্ধু আইডি নম্বর , মোবাইল নম্বর এর মধ্যে যে কোন একটি নম্বর পূরণ করে পাশে ক্যাপচা কোডটি পূরণ করে সার্চ করলে আপনার স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন ।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
কৃষক বন্ধু পোর্টালে স্ট্যাটাস চেক করার সময় ট্রানজাকশন স্ট্যাটাস দেখতে পারছেন অনেক রকম তো এই স্ট্যাটাস গুলোর বিভিন্ন রকমের হয় কোন স্ট্যাটাসের অর্থ কি সেগুলো দেওয়া হলো।
ADA Uploaded - ব্লক থেকে আবেদন পত্রটির নথিভুক্ত করার কাজ সম্পূর্ণ করে দিয়েছে ।
DDA Uploaded - জেলা কৃষি আধিকারিক থেকে আবেদন পত্রটি মঞ্জুর বা ভেরিফাই করে দিয়েছেন ।
DDA Revert - যদি আপনার এই স্ট্যাটাসটি দেখায় তবে জেলা কৃষি আধিকারিক আবেদন পত্রটিতে কোন ত্রুটি পেয়েছেন সেই কারণে ব্লকের কাছে আবেদন পত্রটি পাঠিয়ে দিয়েছে এবার আপনাকে ব্লকের সহ কিছু আধিকারিক অফিসে যোগাযোগ করে এটি ঠিক করতে হবে।
Account Valid - যদি আপনার এই স্ট্যাটাস দেখায় তবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়েছে এবং সমস্ত কিছু তথ্য ঠিকঠাকই আছে।
Account Invalid - যদি আপনাদের এই স্ট্যাটাসটি শো করে তবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার সময় কোন রকম ত্রুটি ধরা পড়েছে এ কারণে আপনাকে ADO অফিসে যোগাযোগ করতে হবে ।
Transaction Success - এই স্ট্যাটাসটি যদি শো করে তবে জানবেন যে আপনার একাউন্টে টাকা ঢুকে গেছে ।
Transaction Failed - যদি এই স্ট্যাটাসটি শো করে তাহলে জানবেন যে আপনার একাউন্টে টাকাটি কোন কারণবশত ঢোকেনি এর জন্য অবশ্যই আপনাকে ADO অফিসে যোগাযোগ করতে হবে।
কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিভাবে চেক করব?
কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা দেখার জন্য অবশ্যই আপনার নিজের অ্যাকাউন্টটি চেক করে দেখতে পারেন এবং কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন টাকা ঢুকেছে কিনা ।
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী তালিকা?
কৃষক বন্ধু প্রকল্পের তালিকা পাওয়ার জন্য আপনার নিজেদের ADO অফিসে যোগাযোগ করতে হবে , যদি আপনি শুধুমাত্র স্ট্যাটাস দেখতে চান তবে খুব সহজে আপনি কৃষক বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইট থেকে যে কোন কৃষকের স্ট্যাটাস দেখতে পারবেন খুব সহজে।
কৃষক বন্ধু করতে গেলে কি কি লাগবে?
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে , ১. ভোটার কার্ড, ২. আধার কার্ড, ৩. ব্যাংকের পাস বই , ৪. জমির রেকর্ড , ৫. পাসপোর্ট সাইজ ফটো , আবেদন করার জন্য এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে।
কৃষক বন্ধু কত টাকা?
কৃষক বন্ধু প্রকল্প ২০০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকা পর্যন্ত কৃষকরা আর্থিক সাহায্য পায়।
Krishak bandhu পেমেন্ট কোন মাসে হয়?
কৃষক বন্ধু প্রকপ্লে দুটি কিস্তির মাধ্যমে বছরে দুইবার এই টাকা দেওয়া হয়। রবি শস্য মৌসুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিস্তির টাকা প্রদান করা হয় এবং খারিফ শস্য মরশুমে র এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা প্রদান করা হয়।
কৃষক বন্ধু কি?
পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পটি শুরু করেন 2019 সাল থেকে । রাজ্যের প্রতিটি কৃষক যাতে আর্থিক দিক থেকে সাহায্য পায় এবং কৃষকরা যাতে কৃষকদের বিভিন্ন কৃষি উপকরণ সার বীজ জাতীয় জিনিস কিনতে পারেন তার জন্য এই আর্থিক সহায়তা করেন ।
কৃষক বন্ধু প্রকল্প ২০০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকা পর্যন্ত কৃষকরা আর্থিক সাহায্য পায়। প্রতিবছরে দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য করেন রাজ্য সরকার।