অনেকেই আছেন যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন অনেকদিন আগে কিন্তু যুবশ্রী প্রকল্পের কোন সুবিধা পাচ্ছেন না তাদের জন্য দারুন একটি সুখবর কারণ যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে , এই লিস্টে নাম থাকলে আপনারা প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে পাবেন | Yuvashree Status Check | Yuvashree Prakalpa New list 2024
প্রথমেই যুবশ্রী প্রকল্পের বিষয়ে কিছু তথ্য জানা যাক অনেকেই জানেনা যে যুবশ্রী প্রকল্পটি কি? যুবশ্রী প্রকল্পটির উদ্দেশ্য কি আগে এ বিষয়ে আলোচনা করা হবে তারপরে যুবশ্রী ওয়েটিং লিস্টে কিভাবে আপনারা দেখবেন পুরো পদ্ধতিটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো।
যুবশ্রী প্রকল্প কি
যুবশ্রী প্রকল্প হল যেসব যুবক-যুবতীরা বেকার তাদের আর্থিক দিক থেকে সাবলম্বী করার জন্য রাজ্য সরকার থেকে তাদের মাসিক ১৫০০ টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়ে থাকে । যুবশ্রী প্রকল্পটি ২০১৩ সালে প্রথম চালু করেন প্রথমে এই প্রকল্পটির নাম ছিল যুব উৎসাহ ভাতা পরে এই প্রকল্পটির নামটি পরিবর্তন করে যুবশ্রী প্রকল্প নামকরণ করা হয়।
অনেকে আছেন যারা যুবশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত আবেদন করেননি তারা খুব সহজে এখন অনলাইনের মাধ্যমে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা।
যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে । কোন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে হবে না ।
২. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর , এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে আবেদন করতে পারবেন ।
৪. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাশ থাকতে হবে ।

যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত প্রয়োজনের ডকুমেন্টগুলো দরকার সেগুলি নিম্নে দেওয়া হলো ।
১. আবেদনকারী প্রার্থীর নিজস্ব ভোটার কার্ড।
২. আবেদনকারী প্রার্থীর নিজস্ব আধার কার্ড।
৩. আবেদনকারী প্রার্থীর মাধ্যমিক পরীক্ষার এডমিট এবং মার্কশিট ।
৪. আবেদনকারী প্রার্থীর ব্যাংকের পাস বই ।
৫. আবেদনকারী প্রার্থীর পাসপোর্ট সাইজের ফটো ।
৬. জাতিসংসাপত্র (যদি থাকে)
যুবশ্রী প্রকল্পে আবেদন কিভাবে করবেন ?
যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য এখন অনলাইনে একটি পদ্ধতি চালু হয়েছে সেখান থেকে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনাকে ডকুমেন্ট কোথাও জমা দিতে হবে না অনলাইনে মাধ্যমে অটোমেটিক হয়ে যাবে .
১. যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইট লিংকটি দিয়ে দিলাম এখান থেকে ভিজিট করবেন https://employmentbankwb.gov.in
২. অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর প্রথমে আপনাকে নতুন রেজিস্ট্রেশন করতে হবে , রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে New Enrollment Job Seeker এই অপশনটিতে ক্লিক করতে হবে এ অপশনে ক্লিক করার পর একসেপ্ট অপশনটিতে ক্লিক করতে হবে এবং তারপরে কন্টিনিউ অপশন আসবে সেটিতেও ক্লিক করতে হবে ।
৩. এরপর নতুন একটি পেজ খুলে যাবে আপনার পুরো আবেদন পত্রের ফরমটি দেখতে পারবেন ওখানে যে সমস্ত তথ্যগুলো চাচ্ছে সেগুলি আপনাকে ফিলাপ করতে হবে সঠিকভাবে ।
৪. সমস্ত তথ্য ফিলাপ করার পর যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে বলছে পিডিএফ আকারে সেইগুলো সেই ভাবে আপনাকে আপলোড করতে হবে ।
৫. এরপর সাবমিট অপশনে ক্লিক করে ফর্মটিকে সাবমিট করুন এবং যে প্রিন্ট আউটটি পাবেন সেটি আপনার কাছে রেখে দিন এবং আপনি মোবাইলের এসএমএস এর মাধ্যমে একটি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড পাবেন সেটিকে যত্ন করে রেখে দেবেন ।
যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট ডাউনলোড - যুবশ্রী প্রকল্পে নামের তালিকা দেখার পদ্ধতি - Employment Bank Waiting List Download 2024
যুবশ্রী প্রকল্পে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর তরফ থেকে নতুন একটি ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে প্রায় ২০ হাজারো বেশি প্রার্থীর নাম আছে এই লিস্টে। যদি আপনি যুবশ্রী প্রকল্পে আবেদন করে থাকেন তবে এই লিস্টে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন আপনার নামটি আছে কিনা যদি এখানে নাম থেকে থাকে তাহলেই আপনারা প্রতি মধ্যে ১৫০০ টাকা পাবেন ।
১. যুবশ্রী প্রকল্পের নামের তালিকা দেখার জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে - https://employmentbankwb.gov.in এই লিংক ক্লিক করুন |
২. ওয়েবসাইট ভিজিট করার পর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট একটু অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে এবং আবেদন করার আগে আপনি একটি EB নাম্বার পেয়েছিলেন সেই নাম্বারটি সেখানে বসাতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে ।
৩. যখন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন আপনার পুরো তথ্য সেখানে আপনি দেখতে পারবেন আপনি সেখান থেকে দেখতে পারবেন আপনি যুবশ্রী প্রকল্পে আওতায় নথিভুক্ত হয়েছেন কিনা ।
যুবশ্রী প্রকল্পে নামের তালিকা PDF ডাউনলোড লিঙ্ক - ডাউনলোড অপশনে ক্লিক করুন
যারা এখনো পর্যন্ত যুবশ্রী প্রকল্পে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করতে হবে পুরো পদ্ধতিটা আমরা উপরে বলে দিয়েছি সেইভাবে আপনারা যুবকের প্রকল্পের আবেদন করতে পারবেন এবং যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন আপনারা আপনাদের আবেদনের স্ট্যাটাস দেখার জন্য আমরা যেভাবে বললাম সেই ভাবে আপনার আবেদন পত্রটি স্ট্যাটাস দেখতে পারবেন খুব সহজেই।
যুবশ্রী প্রকল্পে নতুন তালিকায় নাম থাকলে কি করবেন
যদি এই লিস্টে আপনাদের নাম থেকে থাকে তবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর নির্দেশে নির্দিষ্ট তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে Annexure - I ফর্মটি আপনাদের সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে এবং একটি প্রিন্ট আউট নিয়ে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসে ভ্যালিডেশন করার জন্য জমা করাতে হবে ।
Annexure - I ফরমটির সাথে আপনাদের অবশ্যই Annexure - II ফর্মটা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজন ও সমস্ত নথি দিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশন করানোর জন্য আপনাকে জমা করাতে হবে ।
যদি নতুন এই লিস্টটা আপনাদের নাম থেকে থাকে তবে অবশ্যই আপনাদের Annexure - I এবং Annexure - II এই দুটি ফর্ম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসে ভ্যালিডেশন করার জন্য জমা করাতে হবে যদি আপনি জমা না করে থাকেন এই দুটি ফর্ম সে ক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে এবং আপনি মাসিক ১৫০০ টাকা ভাতা থেকে বঞ্চিত হবেন ।
Annexure ফর্ম গুলি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কোথায় জমা করাবেন
Annexure - I আবেদন পত্র পূরণ
১. Annexure - I ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং Submit Annexure - I এই অপশনে ক্লিক করতে হবে ।
২. আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে এবং সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে সাবমিট করতে হবে।
৩. যখনই আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন তার পরে সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে একটি ফর্ম খুলে যাবে সেই ফর্ম টি পূরণ করে সাবমিট Annexure - I অপশনে ক্লিক করতে হবে আপনাদের।
৪. যখন আপনি সাবমিট করবেন সঙ্গে সঙ্গে Annexure - I ফর্মটি সম্পূর্ণভাবে সাবমিট করা হলো এরপর প্রিন্ট অপশনে ক্লিক করে সেটিকে প্রিন্ট করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করাতে হবে ।
Annexure - II আবেদন পত্র পূরণ
১. Annexure - II ফর্মটি ডাউনলোড করার জন্য আবারো ইমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ।
২. তারপর আপনাকে যুবশ্রী একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করে About The Scheme অপশনে ক্লিক করবেন এবং Annexure - II ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে ।
৩. এবার আপনাদের Annexure - II আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করার পর A Catagory অফিসারের দ্বারা স্বাক্ষর করাতে হবে এবং Annexure - I ফর্মটি এবং ব্যাংকের পাস বই সহ আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশন এর জন্য এই দুটি ফর্ম জমা করতে হবে।
Annexure - III আবেদন পত্র পূরণ
Annexure - III এই ফর্মটি যারা আগে থেকে টাকা পাচ্ছেন আবার যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন নতুন নাম এসেছে তাদের সবাইকেই Annexure - III এই ফর্মটি নির্দিষ্ট তারিখের মধ্যে পূরণ করে অনলাইনে জমা করতে হবে যদি কোন কারণবশত আপনারা এই ফর্মটি সাবমিট না করেন সে ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধাটি আপনারা পাবেন না।
১. Annexure - III ফর্মটি ডাউনলোড করার জন্য আবারও এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ।
২. অফিসিয়াল সাইটে যাওয়ার পর Submit Annexure - III একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ।
৩. যখনই আপনি login করবেন তারপরে Submit Choice একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে Annexure - III তে ক্লিক করলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সফল হয়ে যাবে ।
FAQ
যুবশ্রী প্রকল্পের কত টাকা কবে ঢুকবে?
যুবশ্রী প্রকল্পে প্রতিমাসে সরাসরি অর্থ প্রদান করা হয় আবেদনকারী প্রার্থীরা প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে ভাতা পাই ।
যুবশ্রী প্রকল্পের জন্য কি কি লাগবে?
যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত প্রয়োজনের ডকুমেন্টগুলো দরকার সেগুলি নিম্নে দেওয়া হলো । ১. আবেদনকারী প্রার্থীর নিজস্ব ভোটার কার্ড। ২. আবেদনকারী প্রার্থীর নিজস্ব আধার কার্ড। ৩. আবেদনকারী প্রার্থীর মাধ্যমিক পরীক্ষার এডমিট এবং মার্কশিট । ৪. আবেদনকারী প্রার্থীর ব্যাংকের পাস বই । ৫. আবেদনকারী প্রার্থীর পাসপোর্ট সাইজের ফটো । ৬. জাতিসংসাপত্র (যদি থাকে)
যুবশ্রী মানে কি?
যুবশ্রী প্রকল্প হল যেসব যুবক-যুবতীরা বেকার তাদের আর্থিক দিক থেকে সাবলম্বী করার জন্য রাজ্য সরকার থেকে তাদের মাসিক ১৫০০ টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়ে থাকে । যুবশ্রী প্রকল্পটি ২০১৩ সালে প্রথম চালু করেন প্রথমে এই প্রকল্পটির নাম ছিল যুব উৎসাহ ভাতা পরে এই প্রকল্পটির নামটি পরিবর্তন করে যুবশ্রী প্রকল্প নামকরণ করা হয়।
যুবশ্রী প্রকল্প কত সালে চালু হয়?
যুবশ্রী প্রকল্পটি চালু হয় ১৮ সেপ্টেম্বর ২০১৩ সালে । এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল বেকারদের রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হয় ।
যুবশ্রী প্রকল্প কারা যোগ্য?
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে । কোন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে হবে না । ২. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ৩. আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর , এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে আবেদন করতে পারবেন । ৪. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাশ থাকতে হবে ।
যুবশ্রী প্রকল্প এর সুবিধা কি?
যুবশ্রী প্রকল্প হল যেসব যুবক-যুবতীরা বেকার তাদের আর্থিক দিক থেকে সাবলম্বী করার জন্য রাজ্য সরকার থেকে তাদের মাসিক ১৫০০ টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়ে থাকে । যুবশ্রী প্রকল্পটি ২০১৩ সালে প্রথম চালু করেন প্রথমে এই প্রকল্পটির নাম ছিল যুব উৎসাহ ভাতা পরে এই প্রকল্পটির নামটি পরিবর্তন করে যুবশ্রী প্রকল্প নামকরণ করা হয়।
বেকার ভাতা প্রকল্প কি?
যুবশ্রী প্রকল্প হল যেসব যুবক-যুবতীরা বেকার তাদের আর্থিক দিক থেকে সাবলম্বী করার জন্য রাজ্য সরকার থেকে তাদের মাসিক ১৫০০ টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়ে থাকে । যুবশ্রী প্রকল্পটি ২০১৩ সালে প্রথম চালু করেন প্রথমে এই প্রকল্পটির নাম ছিল যুব উৎসাহ ভাতা পরে এই প্রকল্পটির নামটি পরিবর্তন করে যুবশ্রী প্রকল্প নামকরণ করা হয়।