
বাংলা শস্য বীমা প্রকল্পের উদ্দেশ্য কি
(১) প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের যে ক্ষতি হয় সেই ক্ষতিগ্রস্ত কৃষকের আর্থিক দিক থেকে সাহায্য প্রদান করা হয়।
(২) কৃষকদের কৃষি কাজে উৎসাহ করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় ।
বাংলা শস্যবীমা প্রকল্প ভূমিকা
(১) বাংলা শস্য বীমা প্রকল্প টি হল ক্ষতিকর্ত কৃষকদের আর্থিক দিক থেকে সাহায্য প্রদান করেন।
(২) বাংলা শস্য বীমা প্রকল্পটি ২০১৯ সাল থেকে শুরু হয়েছে।
(৩) পশ্চিমবঙ্গে এই বাংলা শস্য বীমা প্রকল্পটি শুরু করার মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে তখন সে ক্ষয়ক্ষতি যেসব কৃষকদের হয়ে থাকে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন সরকার।
(৪) বাংলা শস্য বীমার সমস্ত প্রিমিয়াম সরকার কর্তৃক প্রদান করা হবে ।
(৫) বাংলা শস্য বীমা আরিফ এবং রবি র উভয় সময় ের এই প্রকল্পের আওতায় থাকে।
বাংলা শস্য বিমা প্রকল্পের (রবি মৌসুমের) আওতায় শস্য গুলির নাম
নিম্নে যে ফসলগুলি নাম দেয়া হলো সেগুলো এই বিমার অধীনে রাখা হয়েছে ।
(১) বড় ধান।
(২) গম।
(৩) রবি ভুট্টা ।
(৪) গ্রীষ্মকালীন ভুট্টা ।
(৫) ছোলা
(৬) বুট।
(৭) মসুর ডাল ।
(৮) মুগ ডাল (গ্রীষ্মকালীন)
(৯) সরিষা ।
(১০) তিল চাষ ( গ্রীষ্মকালীন)
(১১) চিনাবাদাম চাষ ( গ্রীষ্মকালীন)
(১২) আলু চাষ ।
(১৩) আখ চাষ ।
(১৪) খেসারি চাষ ।
বাংলা শস্য বীমা যোজনায় প্রয়োজনীয় নথিপত্র
(১) ভোটার কার্ড।
(২) আধার কার্ড
(৩) ব্যাংকের পাস বই ।
(৪) জমির কাগজপত্র দলিল বা জমির রেকর্ড ।
বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করবেন কিভাবে
বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার জন্য উপরে যে সমস্ত প্রয়োজনে ডকুমেন্টগুলো কথা বলা হলো সেগুলো নিয়ে আপনাদের ব্লকের সহ কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সেখান থেকে একটি ফর্ম দেবে সেই ফর্মটি সংগ্রহ করে সম্পূর্ণভাবে যেসব তথ্য চাচ্ছে সেই তথ্যগুলো দিয়ে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছিল সেই ডকুমেন্টগুলো এর সঙ্গে যুক্ত করে আপনাকে অফিসে জমা করতে হবে এটি শুধুমাত্র অফলাইনে জমা হয় অনলাইনে জমা করানো যাবে না ।
বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক
যদি আপনারা বাংলা শস্য বিমার আবেদন পত্র জমা করে থাকেন এবং আপনাদের আবেদনের স্ট্যাটাসটি এখন কি অবস্থায় আছে দেখতে চান তবে নিম্নলিখিত এই পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের আবেদনের স্ট্যাটাসটি খুব সহজে চেক করতে পারবেন আবেদনের স্ট্যাটাস দেখার জন্য নিম্নের পদ্ধতি গুলো দেওয়া হল।
(১)সর্বপ্রথমে আপনাকে বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইট লিংক এটা - https://banglashasyabima.net/
(২) ওয়েবসাইটে আসার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন সেখান থেকে Application Status অপশনে ক্লিক করবেন ।
(৩) এবার নতুন একটি পেজ খুলে যাবে সেই পেজে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দিতে হবে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার টা দিয়েছে চেক অপশনে ক্লিক করতে হবে ।
(৪) যখনই আপনি চেক অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের পুরো তথ্য দেখিয়ে দেবে এবং আপনি সেখান থেকে একটি সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন সে সার্টিফিকেট ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন এটি বাংলা শস্য বীমার সার্টিফিকেট ।
বাংলা শস্য বীমা ফর্ম কিভাবে ডাউনলোড করবেন
বাংলা শস্য বীমা আবেদন পত্র ফরমটি আপনারা ব্লকের কৃষি দপ্তরে গিয়েও বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা এটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য নিচে দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করে ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন খুব সহজে ।
বাংলা শস্য বীমা ফর্ম ডাউনলোড করুন