ই শ্রম কার্ড লিস্ট
সরকারের এই ই শ্রম কার্ডের লিস্ট তৈরির প্রধান উদ্দেশ্য হল দেশে অনেকেই শ্রমজীবী মানুষ আছেন যাদের অবস্থান নির্ধারণ করা এবং যাতে করে সরকারে বিভিন্ন রকম প্রকল্প গুলি তাদের নিরাপত্তা এবং আর্থিক দিক থেকে সাহায্য করা যায় সেই ব্যবস্থার জন্যই এই প্রকল্পটির মাধ্যমে লিস্ট তৈরি করা হচ্ছে।
এই শ্রম কার্ড লিস্ট তৈরির জন্য একটি প্রোর্টাল ব্যবস্থা করা হয়েছে সেই পোর্টালের মাধ্যমে আপনাদের সব আবেদন জানাতে হবে এবং আপনারা সেখান থেকে একটি কার্ডও পেয়ে যাবেন সেটি হল আপনাদের ই শ্রম কার্ড সে কার্ড UAN একটি নাম্বারও পেয়ে যাবেন এটা পুরো আপনার আধারের ডেটা নিয়ে তৈরি করা হবে এই কার্ডটি এবং এখানে আপনার পুরো তথ্য থাকবে আপনার নাম আপনার পিতার নাম আপনার জন্মের তারিখ ঠিকানা আপনি কি কাজ করেন এবং আপনার ফটো থাকবে। এক কথায় আপনার পুরো তথ্য এই কার্ডের মাধ্য থেকে যাবে।
এই কার্ডের মাধ্যমে যে লিস্ট তৈরি করা হচ্ছে তাতে করে অসংগঠিত ক্ষেত্রে যেসব শ্রমিকরা আছেন তাদের সরকারি বিভিন্ন রকম সুবিধাজাতে পেতে পারেন তাই কেন্দ্রীয় সরকার এই কার্ডের ব্যবস্থা করেছেন , এই কার্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন রকম কাজ পেতে পারেন কাজ পাওয়ার সাথে সাথে আপনারা পেনশন, বীমা , এবং অক্ষমতার ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে সহায়তা আরো অনেক রকম সুবিধা পেয়ে যাবেন ।
ইতিমধ্যে অনেকেই আছেন যারা ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেছেন যারা চলতি ২০২৪ সালের জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের মধ্যে এই আবেদন সম্পূর্ণ করেছেন সেই সমস্ত শ্রমিকদের পরিবারগুলিকে সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে ১০০০ টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন সরকার ।

ই শ্রম কার্ডের টাকা একাউন্টে ঢুকেছে কিনা কিভাবে জানবেন ?
ই শ্রাম কার্ডের টাকা আপনার ব্যাংক একাউন্টে ঢুকেছে কিনা কিভাবে আপনার স্ট্যাটাসটি চেক করবেন নিম্নে পদ্ধতি গুলো দেওয়া হলো।
(১) সর্ব প্রথমে https://eshram.gov.in/ এই অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে ।
(২) এবার হোম পেজে পেমেন্ট স্ট্যাটাস লেখা অপশনে ক্লিক করুন ।
(৩) এবার স্ট্যাটাস দেখার জন্য কিছু তথ্য লাগবে যেমন রেজিস্টার মোবাইল নাম্বার আধার নাম্বার এবং UAN নম্বর মানে ই শ্রমিক কার্ড নম্বর এর মধ্যে থেকে যে কোন একটি নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করুন ।
(৪) এবার নতুন একটি পেজ খুলে যাবে সেই পেজে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন এবং যদি আপনাদের টাকা ব্যাংক একাউন্টে ঢুকে গিয়ে থাকে তবে আপনি একটি লেখা সেখানে দেখতে পারবেন যে ট্রানজেকশন সাকসেসফুল।
ই শ্রম কার্ডে এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা চেক করতে পারবেন কিভাবে ই শ্রম কার্ড করবেন ই শ্রম কার্ড করলে আপনাদের সুবিধা কি কি পাবেন ই শ্রম কার্ড তৈরি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সমস্ত কিছু তথ্য নিম্মে দেয়া হলো পুরো প্রতিবেদনটি পড়ুন।
ই শ্রম কার্ডের সুবিধা - ই শ্রম কার্ড সুবিধা
ই শ্রম কার্ডে যেসব সুবিধা গুলি আছে নিম্নে এগুলো দেয়া হলো
(১) যদি আপনারা এই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেন এবং আপনাকে যদি যোগ্য মনে হয় তবে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
(২) ই শ্রম কার্ড যারা নাম নথিভুক্ত করেছেন 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা মাসিক ৩০০০ টাকা পেনশন পাবেন ।
(৩) যদি আপনাদের শ্রমিক কার্ড নাম নথিভুক্ত করা থাকে ডেথ ইন্সুরেন্স এর জন্য ২ লক্ষ টাকা পাবেন এবং আংশিক কোন রকম ক্ষয়ক্ষতি হলে সে ক্ষেত্রে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন সরকার থেকে ।
কারা ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবে ?
(১) যদি আপনারা অসংখ্য গঠিত ক্ষেত্রে কাজ করেন তবে আপনারা আবেদন করতে পারবেন।
(২) আবেদন করার জন্য বয়সীমা হলো ১৬-৫৯ বছরের মধ্যে।
(৩) যারা EPF ও ESI আপন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না ।
ই শ্রম কার্ড করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
(১) আধার কার্ড
(২) আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকতে হবে
(৩) ব্যাংকের পাস বই
(৪) যদি আপনাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করানো না থাকে তবে CSC সেন্টারে গিয়ে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র যাদের আধার কার্ডের ফোন নাম্বার লিঙ্ক নেই। তাদের জন্য এটা বললাম। আর যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে তারা নিজের ফোন থেকে বা ল্যাপটপ থেকে খুব সহজে এই কার্ডটি করতে পারবেন ।
ই শ্রম কার্ড অনলাইন আবেদন
ই শ্রম কার্ড করার জন্য যেসব নথিগুলো লাগবে সেগুলি আমরা উপরে বলে দিয়েছি এবার আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন নিম্নে পদ্ধতি গুলো দেওয়া হলো
(১) ই শ্রম কার্ড করার জন্য সর্বপ্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে - https://eshram.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে ।
(২) অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর Register on e-shram অপশনে ক্লিক করতে হবে ।
(৩) এবার সেলফ রেজিস্ট্রেশ্ফ মধ্যে আপনাদের ফোন নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে ।
(৪) পরবর্তী পেজে আধার নাম্বার দিয়ে send otp তে ক্লিক করে আধার কার্ড দিয়ে ভেরিফাই করুন।
(৫) তারপরে আপনাদের সামনে নতুন একটি ফরম খুলে যাবে সেখানে কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
(৬) পরবর্তী পেজে আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে পুরা তথ্যগুলো পূরণ করতে হবে ।
(৭) এবার আপনাদের পুরো ঠিকানা লিখে ঘর গুলি পূরণ করতে হবে ।
(৮) এবার এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের যা আছে সেগুলো দিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে ।
(৯) পরবর্তী পেজে অকুপেশন এন্ড skills এর অপশন পাবেন সেখানে আপনার যে পেশা সেই পেশা লিখুন এবং কত বছর ধরে আপনি সেই প্রেসার সাথে যুক্ত আছেন বা আপনার অভিজ্ঞতা আছে সেটা লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
(১০) পরবর্তী পেজে ব্যাংকের তথ্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড নিজের নাম সমস্ত তথ্য দিয়ে পিএইচডি পুরন করে সেভেন কন্টিনিউ ক্লিক করুন।
(১১) এবার আপনার সামনে পুরো ফর্মটি শো করবে আপনি যা যা তথ্য দিয়ে ফিলাপ করেছেন সম্পূর্ণ তথ্য আপনি দেখতে পারবেন এবং লাস্টে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে , এবং আপনি ডাউনলোড UAN কার্ড ে ক্লিক করে আপনার কার্ডটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এটি আপনার ই শ্রম কার্ড ।