সামাজিক সুরক্ষা যোজনা কি
সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা প্রকল্প । রাজ্যের প্রায় ৯৩% অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকগণ এই শ্রমিকের মধ্যে যেমন রয়েছে দৈনিক মজুরির শ্রমিক, কৃষি শ্রমিক, গৃহকর্মী , রাস্তায় যে সমস্ত বিক্রেতা রয়েছে এবং কারিগরগন।
এই সমস্ত শ্রমিকেরা সাধারণত কোন চুক্তি বা চাকরি নিরাপত্তা ছাড়াই সর্বনিম্ন যে আয় অসংগঠিত ক্ষেত্রে কোন কাজে নিযুক্ত থাকেন এবং দেখা যায় যে এদের অনেকেই আছেন যারা বিভিন্ন স্বাস্থ্য বীমা পেনশন এবং অক্ষমতার কভারেজ গুলির মতো মৌলিক যে সমস্ত অধিকার সেগুলো থেকে বঞ্চিত রয়েছেন , এই সমস্ত বঞ্চিত কর্মীদের জন্য একটি মৌলিক বিনামূল্যে সামাজিক নিরাপত্তা প্রদান করা হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য
এই বিনামূল্যে সামাজিক প্রকল্পের মাধ্যমে বেশ কিছু উদ্যোগ নিয়েছে যেমন শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য বীমা প্রকল্প , ডেথ বেনিফিট এবং বিশেষভাবে অক্ষম কর্মীদের জন্য সাহায্য এবং পড়াশোনার ক্ষেত্রেও আর্থিক সহায়তা করা হয়।

সামাজিক সুরক্ষা যোজনা বিবরণ
বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হল।
প্রকল্পের নাম | বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা |
---|---|
উদ্যোক্তা | পশ্চিমবঙ্গ সরকার |
কবে শুরু হয়েছে | ২০২০ সাল থেকে |
দায়িত্বপ্রাপ্ত বিভাগের নাম | পশ্চিমবঙ্গ শ্রম বিভাগ |
লাভাথি | পশ্চিমবঙ্গ যে সমস্ত অসংগঠিত কর্মক্ষেত্রের শ্রমিকগণ |
এই প্রকল্পের উদ্দেশ্য কি | এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শ্রমিক পরিবার গুলিকে সামাজিক নিরাপত্তা প্রদান করা |
আবেদন পদ্ধতি | আবেদন পদ্ধতি অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে উপলব্ধ আছে । |
সরকারি ওয়েবসাইট | bmssy.wblabour.gov.in |
বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা সুবিধা
বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা এর অধীনে যদি আপনাদের সুবিধা লাভ নিতে হয় সে ক্ষেত্রে নির্মাণ এবং পরিবহন শ্রমিকদের সাথে নিম্নলিখিত এই ৪৬ টি অসংগঠিত কর্মীদের এবং ১৫ টি সহ নিযুক্ত পেশার কর্মীদের অনুমোদন করা হয়েছে।
• গ্যারেজ
• বেকারি
• বিড়ি তৈরি শ্রমিক
• বোটম্যান সার্ভিস
• মিল
• বই বাধাই কর্মী
• পিতলের পাত্র শ্রমিক
• কাজু প্রক্রিয়াকরণ শ্রমিক
• সিরামিক
• সিনেমা
• ক্লিনিকাল নার্সিংহোমস
• রেজিস্ট্রি অফিসের যে সমস্ত কর্মীরা কপি লেখার কাজ করে
• কুটির শিল্প
• ডাল মিল
• ডেকোরেশন বা সাজসজ্জা
• পায়ের পোশাক
• কাঠের অপারেশন
• গার্মেন্ট তৈরি
• হস্ত - তাঁত
• হুঁশিয়ারি
• হোটেল বা রেস্তোরা
• তেল মিল
• খাদি
• লাখ শিল্প
• কাগজ বোর্ড
• প্লাস্টিক শিল্প
• পাওয়ার লুম
• প্রিন্টিং প্রেস
• রাইস মিল
• রাবার পণ্য
• করাত মিল
• নিরাপত্তা সংস্থা
• রেশম চাষ
• দোকান যে সমস্ত দোকানে কুড়িজনের কম কর্মী
• সিল্ক প্রিন্টিং
• কসাই
• ছোট স্কেল ইঞ্জিনিয়ারিং ইউনিট
• ছোট আকারের রাসায়নিক ইউনিট
• টেলারিং ইন্ডাস্ট্রি।
• কবে টাইপ করার কাজ যারা করে ।
এখানে নিম্নলিখিত ১৫ জন স্ব নিযুক্ত পেশা কর্মীদের এই প্রকল্পের অধীনে রাখা হয়েছে
• জমি জরিপকারী
• আয়া
• নাপিত
• ছুতোর
• মুচি
• রিক্সা বা ভ্যান চালক
• গৃহকর্মী
• জেলে
• সোনা এবং রুপো এর কারিগর
• হেড লোড শ্রমিক ও লোডিং এবং আনলোডিং নিয়োজিত শ্রমিকেরা
• প্রতিমা তৈরি
• রেলওয়ে হকার
• সংবাদপত্রের হকার সহ রাস্তার হকার
• বজ্য বাছাই কারি
• এনজিও এর কর্মী
শিক্ষার ক্ষেত্রে যে সুবিধা গুলি পাবেন এই প্রকল্পের মাধ্যমে
অর্থনৈতিক কারনে যাতে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কোন রকম সমস্যা না হয় সেই সুবিধার্থে সুবিধাভোগীর সর্বাধিক দুজন সন্তানের শিক্ষা অর্জনের ক্ষেত্রে নিম্নলিখিত আর্থিক সহায়তা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকবেন , কোন শ্রেণীতে পড়লে কত টাকা আর্থিক সহায়তা পাবেন নিচে তা দেয়া হলো ।
• একাদশ শ্রেণি - বার্ষিক ৪০০০ টাকা
• দ্বাদশ শ্রেণী - বার্ষিক ৫০০০ টাকা
• আইটিআই - বার্ষিক ৬০০০ টাকা
• স্নাতক স্তরে কলা/বিজ্ঞান/বাণিজ্য - বার্ষিক ৬০০০ টাকা
• স্নাতকোত্তর স্তরে কলা/ বিজ্ঞান/ বাণিজ্য - বার্ষিক ১০০০০ টাকা
• পলিটেকনিক - বার্ষিক ১০০০০ টাকা
• মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং- বার্ষিক ৩০০০০ টাকা
যোগ্যতা :
• বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অধীনে যে সমস্ত সুবিধাভোগীরা নিবন্ধিত তাদের সন্তানদের কমপক্ষে এক বছরের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই অনুদান প্রদান করা হবে ।
• কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করলে হবে
• যে সমস্ত শিক্ষার্থীরা অন্য কোন স্কলারশিপ যেমন স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ বা এনএসপি বা অন্য কোন উৎস থেকে স্কলারশিপের অনুদান পান সেই সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের অধীনে এই সুবিধা পাবেন না
প্রভিডেন্ট ফান্ড
পশ্চিমবঙ্গ সরকার ২০০১ সালে অসংগঠিত শ্রমিকদের জন্য এই PF অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড চালু করে এখানে শ্রমিকেরা যখন ৬০ বছর বয়স হয়ে যাবে তাদের এককালীন অর্থ পাবেন , এই প্রভিডেন্ট ফান্ডে প্রথম দিকে নিবন্ধিত সুবিধাভোগীদের ২৫ টাকা জমা করতে হতো এবং সরকারের তরফ থেকে ৩০ টাকা জমা করা হতো ।
২০২০ সালের একলা এপ্রিল থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অধীনে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে ৫৫ টাকা (২৫+৩০) নিবন্ধিত সুবিধাভোগি এবং রাজ্য সরকারের অনুদানসহ প্রদান করে যা অবসরকালে বা মৃত্যুর পরে শোধ সহ মোট তা অর্থ দেয়া হয়ে থাকে ।
বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা যোগ্যতা
বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি প্রয়োজন
• আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
• আবেদনকারীর শ্রমিকের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে ।
• পরিবহন এবং নির্মাণ শ্রমিক ছাড়া আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় প্রতি মাসে ৬৫০০ টাকা এর মধ্যে হতে হবে।
বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা প্রয়োজনীয় নথি
বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা আবেদন করার জন্য নিম্নলিখিত যে সমস্ত নথিগুলো প্রয়োজন সেগুলো নিচে দেওয়া হলো ।
• আবেদনকারী ব্যক্তির আধার কার্ড।
• আবেদনকারী ব্যক্তির ভোটার কার্ড
• ব্যাংকের পাস বই
• পাসপোর্ট সাইজ ছবি