
পিএম কিষান এর টাকা কবে ঢুকবে
পিএম কিষান যোজনাটি ২০১৮ সালের ১লা ডিসেম্বর চালু করেছিলেন । পিএম কিষান পূর্ববর্তী ১৬ তম কিস্তির টাকা দেওয়া হয়েছে সেখানে মোট ২১,০০০ কোটি টাকার অর্থ সহায়তা করেছে এবং সর্বমোট ৯ কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছে।
তবে এখানে ১৭ তম টাকা কবে দেওয়া হবে? 18 জুন 2024 তারিখে
Pm Kisan Status Check 2024 : 16 তম কিস্তির টাকা না পেলে কি করবেন ?
পিএম কিষান যোজনার ১৬ তম কিস্তির টাকা যদি আপনার একাউন্টে এসে না পৌঁছায় তবে আপনার আবেদনের স্ট্যাটাস টি চেক করতে হবে সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখতে হবে ই-কেওয়াইসি এবং জমির তথ্য সমস্ত তথ্য ঠিক আছে কিনা স্ট্যাটাস চেক করে দেখতে হবে , স্ট্যাটাস চেক করে যদি দেখেন আপনাদের সমস্ত কিছু তথ্য ঠিক আছে তবু আপনারা পিএম কিষান এর 16 তম কিস্তির 2000 টাকা ঢোকেনি আপনার ব্যাংক একাউন্টে তবে আপনাদের ADA অফিসে যোগাযোগ করতে হবে তিনারায় আপনাদের সমস্ত কিছু দেখে ঠিক করে দেবে।
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি উদ্দেশ্য
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা হল ভারত সরকারের জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হয় তিনটি কিস্তির মাধ্যমে এর ফলে কৃষকদের কৃষি কাজে উন্নতির জন্য এই প্রকল্প টি চালু করা হয় এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টের জমা হয়।
পিএম কিষান 17 তম কিস্তির গুরুত্বপূর্ণ বিষয়
পিএম কিষান সম্মাননিধি প্রকল্পের টাকা এখন DBT এর মাধ্যমে কৃষকদের ব্যাংক একাউন্টের জমা হচ্ছে , ২০১৯ সালে ২৪ শে ফেব্রুয়ারি এর প্রথম ঘোষণা এবং প্রথম 2000 টাকা প্রথম কিস্তি দেওয়া হয়েছিল প্রায় এক কোটির ওপর কৃষকদের ।
এই প্রকল্পের শুরুর দিকে আধার লিংক ব্যাংক একাউন্টে DBT না থাকলেও এই কিস্তির টাকা পাওয়া যেতে কিন্তু যত দিন যাচ্ছে নিয়ম পরিবর্তন হতে থাকছে আপনাদের 17 তম কিস্তির টাকা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই করেছে সেগুলি নিম্নে দেওয়া হলো
আধার লিংক
পিএম কিষান এর টাকা যেহেতু কৃষকদের ব্যাংক একাউন্টে যাওয়া হয় সেই জন্য ব্যাংক একাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা আবশ্যিক।
ই- কেওয়াইসি (E-KYC)
পিএম কিষান ই- কেওয়াইসি অবশ্যই আপনাকে করতে হবে যদি না করেন তাহলে আপনি 17 তম কিস্তির টাকা পাবেন না এই ইকেওয়াইসি করা বাধ্যতামূলক । ইকেওয়াইসি করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলে আপনি নিজেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ই -কেওয়াইসি করে নিতে পারবেন , যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক না থাকে তবে CSC সেন্টারে (কমন সার্ভিস সেন্টার) এ গিয়ে বায়োমেট্রিকের মাধ্যমে পিএম কিষান কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে ।
ল্যান্ড সিডিং
পিএম কিষান সম্মান নিধি যোজনাটি যদি আপনাদের ল্যান্ড সেডিং না করা থাকে তবে আপনারা ল্যান্ড সীডিং করে নেবেন, তা না হলে আপনারা পরবর্তী কিস্তিতে টাকা পাবেন না , কিভাবে দেখবেন আপনার ল্যান্ড সিডিং আছে কি নেই , তার জন্য আপনাদের পিএম কিষান এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে হবে সেখান থেকে আপনি পুরো তথ্য দেখতে পারবেন।
পিএম কিষান বেনিফিশিয়ারি স্টেটাস চেক
পিএম কিষান কিভাবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন যে সমস্ত কৃষক নতুন আবেদন করেছেন তাদের সুবিধাভোগীদের লিস্টে নাম উঠেছে কিনা বা যাদের পূর্ববর্তী টাকা ঢোকেনি তাদের কি সমস্যা আছে সমস্ত কিছু তথ্য এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক এর মাধ্যমে দেখতে পাবেন ।
• সর্বপ্রথমে pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।
• নিচে স্ক্রল করার পর Farmers Corner এর মধ্যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করবেন।
• এরপর নতুন একটি পেজ খুলে যাবে সেখান থেকে মোবাইল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এর মাধ্যমে আপনারা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন আপনার কাছে এখন যে নম্বরটি আছে সেটি লিখুন লিখে পাশে ক্যাপচা কোড দিয়ে গেট ডেটা তে ক্লিক করুন।
• যখনই Get Data টেকনিক করবেন সঙ্গে সঙ্গে উপভোক্তার সমস্ত তথ্য দেখতে পারবেন , যদি আপনাদের ই-কেওয়াইসি সম্পন্ন করা না থাকে সেটাও আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং সেখানে একটি লিংক দেওয়া থাকবে সেই লিংকের মাধ্যমে আপনারা ই-কেওয়াইসি টা সম্পূর্ণ করতে পারবেন ।