কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা । এই প্রকল্পের অধীনে কৃষকদের প্রত্যেক বছরের দুই কিস্তিতে মোট ৪০০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এবং দুর্ঘটনা জনিত মৃত্যু ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা প্রদান করা হয় ।
২০২৪ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে অনেকেই অপেক্ষা করছেন । প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে জমা হয়। টাকা জমা হওয়ার জন্য কৃষকদের সমস্ত তথ্য যাচাই করা হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা সমস্ত তথ্য যাচাই করে তারপরে টাকা ব্যাংক একাউন্টে জমা করা হয়। আপনি অনলাইন পোর্টালের মাধ্যমেও আপনার কৃষক বন্ধু তথ্য চেক করতে পারবেন কিভাবে চেক করবেন সেই সমস্ত তথ্য আমরা নিচে দিয়ে দেব এবং কোনরকম কোন সমস্যা হলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে।
কৃষক বন্ধু প্রকল্পের প্রধান দিক গুলি কি কি
১. বার্ষিক অর্থ সহায়তা করা :- কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সমস্ত নথিভুক্ত কৃষকদের প্রত্যেক বছরের 2 কিস্তিতে সহায়তা প্রদান করা হয় প্রতিটি কিস্তিতে ২০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পেতে পারেন মোট ৪০০০ টাকা থেকে ১০০০০ টাকা পেতে পারেন , যদি আপনাদের এক একরের কম জমি থাকে তবে আপনারা প্রত্যেক বছরের দুটি কিস্তি মিলে মোট 4000 টাকা পাবেন আর যদি আপনাদের এক একরের উপরে জমি থাকে তবে আপনারা প্রত্যেক বছরে দুটি কিস্তি তে মোট 10000 টাকা পাবেন ।
২. মৃত্যু বীমা সুবিধা কি :- যদি কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকে এবং আপনার কোন রকম দুর্ঘটনা জনিত মৃত্যু ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত একটি বীমার সুবিধা পাবেন ।
৩. নতুন আবেদন কিভাবে করবেন:- যদি আপনাদের জমির পর্চা বা রেকর্ড থেকে থাকে তবে আপনারা কৃষি অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের একটি ফর্ম সংগ্রহ করে ফরমটি সম্পূর্ণ পূরণ করার পর সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাস বই জমির রেকর্ড এগুলোর সব জেরক্স করে ফর্মের সঙ্গে যুক্ত করে কৃষি অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণ হবে এবং কিছুদিন পর আপনি কৃষক বন্ধুর সাইট থেকে আপনার কৃষক বন্ধু আইডি নম্বর পেয়ে যাবেন এবং আপনার সমস্ত তথ্য কৃষক বন্ধুর পোটালে দেখতে পাবেন।
২০২৪ সালে কৃষক বন্ধু টাকা ঢোকার তারিখ
২০২৪ সালে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে এই নিয়ে অনেকে অপেক্ষায় আছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেক বছরের দুটি কিস্তিতে দেওয়া হয় কোন কোন সময় দেওয়া হয় নিম্নে দেওয়া হয় :
১. প্রথম কিস্তি কবে ঢুকবে : কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রত্যেক বছরের সাধারণত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে জমা হয়। এবার ২০২৪ সালে কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকা জমা হবে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মধ্যে।
২. দ্বিতীয় কিস্তি কবে ঢুকবে : কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রত্যেক বছরের সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে জমা হয় । এবারের ২০২৪ সালের দ্বিতীয় কিস্তির টাকা জমা হবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের মধ্যে ।
কৃষক বন্ধু প্রকল্পে কোন কৃষক টাকা পাবে কিনা তা নিশ্চিত করতে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক্ষেত্রে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে Account Valid দেখাচ্ছে তাদের শুধুমাত্র টাকা দেওয়া হবে তাই প্রত্যেক কৃষক বন্ধু দের উচিত তারা যেন স্ট্যাটাসটা একবার চেক করে দেখে নেন এবং ব্যাংকে গিয়ে তাদের ব্যাংকের একাউন্টের সঙ্গে eKYC করা আছে কি নেই তা একবার চেক করে নেবেন কারণ প্রত্যেক কিস্তির টাকা দেওয়ার সময় যদি আপনাদের কোন রকম সমস্যা কৃষি দপ্তর পায় সে ক্ষেত্রে আপনি এই সহায়তা থেকে বঞ্চিত হতে দেখা যায় ।
এই প্রকল্পের সহায়তা টাকা পাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক নতুন কৃষক আছেন তাদের একটু দেরিতে টাকা এসেছে যার মূল কারণ হলো যে তাদের স্ট্যাটাস প্রথমে Ada Uploaded এবং Dda Approved দেখানোর অনেক পর Account Valid দেখানো হয়েছে তাই সেই সমস্ত কৃষকদের টাকা একটু দেরিতে এসেছে । আবার অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে ব্লক অফিস থেকে টাকা পাঠানোর পরেও সার্ভারের সমস্যা থাকার কারণে পেমেন্ট আটকে ছিল সেই সমস্ত ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখানো হচ্ছে অথচ টাকা পাননি তাদের ক্ষেত্রে ব্যাংক একাউন্টে ekyc করা না থাকার কারণে এই টাকা জমা সম্ভব হয়নি , তবে এই সমস্ত কৃষকদের আবারও দ্বিতীয়বার টাকা পাঠানো হবে না।
• স্ট্যাটাস চেক করার জন্য https://krishakbandhu.net/ অফিসিয়াল পোর্টালে ভিজিট করুন।
• এবারে এখানে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে থেকে 'নথিভূক্ত কৃষকের তথ্য' অপশনে ক্লিক করুন ।
• পরবর্তীতে নতুন একটি পেজ খুলবে সেখানে সিলেক্ট অপশন পাবেন তারমধ্যে Voter Card , Aadhar card, bank account number , KBID, MOBILE, ACKNOWLEDGEMENT NUMBER এগুলো দেখতে পাবেন এর মধ্যে থেকে আপনি যেকোনো অপশনে ক্লিক করতে পারেন যদি আপনি আধার নাম্বার দিয়ে সার্চ করতে চান তবে আপনি আধার কার্ডের উপরে ক্লিক করবেন যদি আপনি ভোটার কার্ডের মাধ্যমে সার্চ করতে চান তবে আপনি ভোটার কার্ডের উপরে ক্লিক করবেন ।
• ক্লিক করার পর পাশে ID CARD NUMBER একটি অপশন পাবেন সেই অপশনে আপনি ধরুন আধার কার্ড সিলেক্ট করেছেন তবে আপনাকে সেখানে আধার কার্ড নাম্বারটি লিখতে হবে , এবং পাশে ক্যাপচা কোডটি দিয়ে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু তথ্য চলে আসবে সেখানে সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন আপনি, এইভাবে আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন ।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক ২০২৪
কৃষক বন্ধু প্রকল্পে কোন কৃষক টাকা পাবে কিনা তা নিশ্চিত করতে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক্ষেত্রে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে Account Valid দেখাচ্ছে তাদের শুধুমাত্র টাকা দেওয়া হবে তাই প্রত্যেক কৃষক বন্ধু দের উচিত তারা যেন স্ট্যাটাসটা একবার চেক করে দেখে নেন এবং ব্যাংকে গিয়ে তাদের ব্যাংকের একাউন্টের সঙ্গে eKYC করা আছে কি নেই তা একবার চেক করে নেবেন কারণ প্রত্যেক কিস্তির টাকা দেওয়ার সময় যদি আপনাদের কোন রকম সমস্যা কৃষি দপ্তর পায় সে ক্ষেত্রে আপনি এই সহায়তা থেকে বঞ্চিত হতে দেখা যায় ।
এই প্রকল্পের সহায়তা টাকা পাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক নতুন কৃষক আছেন তাদের একটু দেরিতে টাকা এসেছে যার মূল কারণ হলো যে তাদের স্ট্যাটাস প্রথমে Ada Uploaded এবং Dda Approved দেখানোর অনেক পর Account Valid দেখানো হয়েছে তাই সেই সমস্ত কৃষকদের টাকা একটু দেরিতে এসেছে । আবার অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে ব্লক অফিস থেকে টাকা পাঠানোর পরেও সার্ভারের সমস্যা থাকার কারণে পেমেন্ট আটকে ছিল সেই সমস্ত ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখানো হচ্ছে অথচ টাকা পাননি তাদের ক্ষেত্রে ব্যাংক একাউন্টে ekyc করা না থাকার কারণে এই টাকা জমা সম্ভব হয়নি , তবে এই সমস্ত কৃষকদের আবারও দ্বিতীয়বার টাকা পাঠানো হবে না।
কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথমে আপনাদের যেতে হবে :
• স্ট্যাটাস চেক করার জন্য https://krishakbandhu.net/ অফিসিয়াল পোর্টালে ভিজিট করুন।
• এবারে এখানে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে থেকে 'নথিভূক্ত কৃষকের তথ্য' অপশনে ক্লিক করুন ।
• পরবর্তীতে নতুন একটি পেজ খুলবে সেখানে সিলেক্ট অপশন পাবেন তারমধ্যে Voter Card , Aadhar card, bank account number , KBID, MOBILE, ACKNOWLEDGEMENT NUMBER এগুলো দেখতে পাবেন এর মধ্যে থেকে আপনি যেকোনো অপশনে ক্লিক করতে পারেন যদি আপনি আধার নাম্বার দিয়ে সার্চ করতে চান তবে আপনি আধার কার্ডের উপরে ক্লিক করবেন যদি আপনি ভোটার কার্ডের মাধ্যমে সার্চ করতে চান তবে আপনি ভোটার কার্ডের উপরে ক্লিক করবেন ।
• ক্লিক করার পর পাশে ID CARD NUMBER একটি অপশন পাবেন সেই অপশনে আপনি ধরুন আধার কার্ড সিলেক্ট করেছেন তবে আপনাকে সেখানে আধার কার্ড নাম্বারটি লিখতে হবে , এবং পাশে ক্যাপচা কোডটি দিয়ে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু তথ্য চলে আসবে সেখানে সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন আপনি, এইভাবে আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন ।