প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা - Disability Certificate Eligibility Criteria
প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনকারী ব্যক্তিকে যে সমস্ত যোগ্যতা থাকা প্রয়োজন সেই সমস্ত যোগ্যতা নিম্মে উল্লেখ করা হলো :-
• আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে |
• আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শারীরিক প্রতিবন্ধকতা ৩৫ শতাংশ পরিমাণ মানসিক থাকতে হবে |
• এটা যদি অর্থোপেডিক হয় সে ক্ষেত্রে ৪০ শতাংশ
• বধিরতার ক্ষেত্রে ৯০ থেকে ১০০ ডিবি এর মধ্যে
• দৃষ্টিশক্তি প্রতিবন্ধকতা দিক থেকে ৯০ শতাংশ হতে হবে |
প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে
প্রতিবন্ধী সার্টিফিকেট আবেদন করার সময় যে সমস্ত কাগজপত্র প্রয়োজন পড়বে সেগুলি নিম্নে উল্লেখ করা হলো। :-
• আধার কার্ড
• ভোটার কার্ড
• পাসপোর্ট সাইজ ছবি
• রেশন কার্ড
• রেসিডেন্টাল সার্টিফিকেট
• স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র অফিস থেকে প্রার্থীর জন্য রেফারেল কার্ড
কিভাবে অনলাইনের মাধ্যমে প্রতিবন্ধী সার্টিফিকেট আবেদন করবেন দেখুন
প্রতিবন্ধী সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করা খুব সহজ এখন নিজের মোবাইল থেকে বা ল্যাপটপের মাধ্যমে খুব সহজেই প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন। এর আগে অফলাইনের মাধ্যমে আবেদন হত কিন্তু বেশ কিছুদিন থেকে এই পদ্ধতিটা পুরো অনলাইন প্রক্রিয়া চালু করেছে রাজ্য সরকার তাই এখন খুব সহজে আপনারা অনলাইনের মাধ্যমে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন নিম্নে দেওয়া হলো সম্পূর্ণ পদ্ধতি "-
• আবেদন করার জন্য প্রতিবন্ধী সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে - https://icon.wbhealth.gov.in/
• এরপর হোমপেজে অনেকগুলো অপশন দেখতে পারবেন |
• তারমধ্যে থেকে Apply Disability Certificate একটি অপশন থাকবে সেই অপশনে ক্লিক করবেন |
• পরবর্তী পেজে আবেদনকারী প্রার্থীর নিজস্ব মোবাইল নম্বর লিখতে হবে এবং Get OTP অপশনে ক্লিক করতে হবে |
• ওটিপি ভেরিফাই করার পর নতুন একটি পেজ খুলে যাবে এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে নিজস্ব তথ্য দিয়ে |
• সেই ফর্ম নিজের নাম পিতার নাম ঠিকানা তথ্য পূরণ করতে হবে |
• একটি অপশন পাবেন ফটো আপলোড করার সেখানে ফটো আপলোড করতে হবে যাবতীয় তথ্য পূরণ করার পর একটা অপশন পাবেন আপলোড করার Uploade Advised Report সেটা আপলোড করতে হবে |
• শেষে আধার কার্ডটি আপলোড করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। এবং শেষে একটি এনরোলমেন্ট নম্বর পাবেন |
• এবারে আপনি এই ইনরোলমেন্ট দিয়ে পরবর্তীতে আপনার আবেদনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি তো আমরা নিচে দিয়ে দেব
প্রতিবন্ধী সার্টিফিকেট এর স্ট্যাটাস কিভাবে চেক করবেন :-
প্রতিবন্ধী সার্টিফিকেট যদি আপনি আবেদন করে থাকেন অনলাইনের মাধ্যমে সেই সার্টিফিকেটটা তৈরি হয়েছে কিনা কিভাবে স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস চেক করা সম্পূর্ণ পদ্ধতিতে নিম্নে দেওয়া হল :-
• প্রতিবন্ধী সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে - https://icon.wbhealth.gov.in/
• অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করার পর একটি অপশন পাবেন Track Your Application এই অপশনটিতে ক্লিক করতে হবে |
• এই অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে |
•ওই পেজটিতে আপনি আবেদন করার সময় যে এনরোলমেন্ট নাম্বারটি পেয়েছিলেন সেই এনরোলমেন্ট নম্বরটি বা আধার নম্বর বা মোবাইল নম্বরের মাধ্যমে আপনি আবেদন এর স্ট্যাটাসটি চেক করতে পারবেন।
• যেকোন একটা নাম্বার লেখার পর সার্চ অপশন আছে সেখানে ক্লিক করতে হবে|
• তাহলে আপনার সামনে আবেদনের বর্তমানের কি অবস্থায় রয়েছে সম্পূর্ণ তথ্যটি আপনি দেখতে পারবেন|
• যদি আপনাদের আবেদন টি এপ্রুভ হয়ে যায় তবে আপনারা খুব সহজে অনলাইনে মাধ্যমে সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন নিচে পদ্ধতিটা দিয়ে দিচ্ছি |
প্রতিবন্ধী সার্টিফিকেট ডাউনলোড
প্রতিবন্ধী সার্টিফিকেট ইতিমধ্যে যদি আপনি অনলাইন থেকে আবেদন করে থাকেন এবং আপনার আবেদনটি এপ্রুভ হয়ে যায় সেটাতে আপনি খুব সহজে অনলাইনে মাধ্যমে সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন এবং আপনি সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট হিসেবে ব্যবহার করতে পারবেন , কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ পদ্ধতি নিম্নে দিয়ে দিচ্ছে:-
• আবারো প্রতিবন্ধী সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে - https://icon.wbhealth.gov.in/
• ওয়েবসাইটে আসার পর একটি অপশন পাবেন Download Certificate এই অপশনটিতে ক্লিক করতে হবে |
• আবেদন করার সময় যে এনরোলমেন্ট নম্বরটি আপনারা পেয়েছিলেন সেই ইনরোলমেন্ট নম্বরটি এখানে এনরোলমেন্ট নম্বর এর ঘরে লিখতে হবে এবং সার্চ অপশনে ক্লিক করতে হবে|
• তারপরে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখান থেকে খুব সহজে আপনি পিডিএফ টা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন |
প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে যে সমস্ত সুবিধা পাবেন :-
প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে যদি আপনি শিক্ষার্থী হন তবে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কম নম্বরেও সুযোগ পেয়ে যাবেন , প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা করে সেট রিজার্ভেশন থাকে | তার পাশাপাশি বিশেষভাবে প্রতিবন্ধীদের মাসিক ভাতাও দেওয়া হয় |