Digital Birth Certificate - যাদের কাছে ম্যানুয়ালি পুরাতন জন্ম সার্টিফিকেট রয়েছে হাতে লেখা সেই সমস্ত জন্ম সার্টিফিকেট আপনারা ডিজিটাল কিভাবে তৈরি করবেন , আর ম্যানুয়াল সার্টিফিকেট কেন বা আপনার ডিজিটাল করবেন ডিজিটাল করার কারণ কি কিভাবে ডিজিটাল তৈরি করবেন সমস্ত কিছু তথ্য আজকে আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে পেয়ে যাবেন।
জন্ম সার্টিফিকেট ডিজিটাল কেন করবেন -
যে সমস্ত ব্যক্তিদের হাতে লেখা ম্যানুয়াল পুরাতন জন্ম সার্টিফিকেট রয়েছে তাদের সবাইকেই ডিজিটাল সার্টিফিকেটের রূপান্তরিত করতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন কাজে যদি আপনারা ব্যবহার করেন তবে সে ক্ষেত্রে ভেরিফাই করতে অসুবিধা হচ্ছে কারণ ম্যানুয়াল সার্টিফিকেট ভেরিফিকেশন করা যায় না কিন্তু ডিজিটাল সার্টিফিকেট এ যেহেতু কিউআর কোড রয়েছে সেই কিওয়ারকোটের মাধ্যমে খুব সহজেই ভেরিফাই করা যাচ্ছে তাই এটি সর্বাধিক গ্রহণযোগ্য হয়েছে এবং বিভিন্ন জায়গায় এখন ম্যানুয়াল সার্টিফিকেট নিতে চাইছে না, সবাই বলছে যে ডিজিটাল সার্টিফিকেট লাগবে তাই ডিজিটাল সার্টিফিকেট কিভাবে করবেন সম্পূর্ণ তথ্য আজকে এই প্রতিবেদনের মাধ্যমে পেয়ে যাবেন।
কারা ডিজিটাল সার্টিফিকেট করতে পারবেন ?
* যে সার্টিফিকেটগুলি ম্যানুয়ালি পেন দিয়ে লেখা পঞ্চায়েত বা পৌর সভা থেকে কিছু করা হয়েছে সেগুলি ডিজিটাল করা সম্ভব ।
• যে সমস্ত ব্যক্তিদের ম্যানুয়ালি সার্টিফিকেট রয়েছে এবং অফিসের রেজিস্টার এর নাম রয়েছে তাদের প্রত্যেককে ডিজিটাল সার্টিফিকেটের রূপান্তরিত করে দেবে অফিস কর্তৃপক্ষ ।
কিভাবে জন্ম সার্টিফিকেট ডিজিটাল করবেন | Digital Birth Certificate
• এই কাজটা আপনি নিজে থেকে অনলাইনে মাধ্যমে করতে পারবেন না এই কাজটি শুধুমাত্র অফিস আধিকারিকরাই করতে পারবেন ।
• এই কাজটি করার জন্য আপনাকে আপনার সার্টিফিকেট যদি পঞ্চায়েত থেকে দিয়ে থাকে তবে আপনাকে পঞ্চায়েতে যেতে হবে যদি আপনাকে সার্টিফিকেট পৌরসভা থেকে দিয়ে থাকে তবে পৌরসভায় যেতে হবে অরজিনাল জন্ম সার্টিফিকেট নিয়ে এবং সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলোর নিচে দেওয়া হল সমস্ত ডকুমেন্ট অরজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে
• এর সাথে একটি আধিকারিকরা ফর্ম দেবেন ফর্ম A পূরণ করতে হবে ।
জন্ম সার্টিফিকেট ডিজিটাল করতে হলে যে সমস্ত ডকুমেন্ট লাগবে
• অরিজিনাল জন্ম সার্টিফিকেট
• বাচ্চার আধার কার্ড যদি থাকে
• বাচ্চার এডমিট কার্ড যদি থাকে
• বাবা এবং মায়ের আধার কার্ড
• বাবা এবং মায়ের ভোটার কার্ড
যদি জন্ম সার্টিফিকেটে কোন তথ্য ভুল থেকে থাকে নামের বানান বা পিতা-মাতার নামের বানান ভুল থাকলে তবে আপনারা ডিজিটাল করার সময় সংশোধন করে নিতে পারেন সংশোধন করার জন্য আপনাদের এফিডেভিট নেবে পঞ্চায়েত কর্তৃপক্ষ বা পৌরসভা কর্তৃপক্ষ দিয়ে আপনাদের নাম বা পিতামাতার নাম যদি ভুল থাকে সেটি সংশোধন করে ডিজিটাল সার্টিফিকেট করে দেবে। আর কোনো রকম ভুল না থাকলে কোনরকম এফিডেভিট লাগবেনা ।
অফিসে ডিজিটাল করার জন্য জমা দেওয়ার পর কতদিন পর কার্ড পাব
ডিজিটাল সার্টিফিকেট তৈরি করার জন্য অফিসে জমা দেওয়ার পর এটি পুরোপুরি অফিস কর্তৃপক্ষের ওপর থাকে অনেক সময় দিনের দিনও করে দেয় আবার হয়তো কিছুদিন সময়ও লাগতে পারে আপনার ফোনে একটি মেসেজ যাবে আপনি চাইলে সেটি থেকে ডাউনলোডও করে নিতে পারবেন ডিজিটাল জন্ম সার্টিফিকেট ।
যদি আপনার জন্ম সার্টিফিকেট হারিয়ে যায় তবে কি করবেন
যদি আপনার অরজিনাল জন্ম সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে তবে আপনাকে যে কাজটি করতে হবে অরজিনাল জন্ম সার্টিফিকেটের যদি জেরক্স কপি আপনার বাড়িতে থেকে থাকে সেটিতে যে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ রয়েছে অথবা পোলিও কার্ড যেখানে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ আছে সেটার মাধ্যমে আপনি ডিজিটাল সংখ্যা পত্র বা ডিজিটাল সার্টিফিকেট পেতে পারেন এক্ষেত্রে একটি আপনাকে জেনারেল ডায়েরি কপি জমা দিতে পারে এটা আপনাকে পুরোপুরি অফিস কর্তৃপক্ষ জানিয়ে দেবে ।
ডিজিটাল সার্টিফিকেট করলে কি কি সুবিধা
• ডিজিটাল জন্ম সার্টিফিকেট করলে আপনার মোবাইল নম্বর লিংক করতে পারবেন ।
• একবার যদি ডিজিটাল সার্টিফিকেট রেজিস্টার হয়ে যায় তবে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার মাধ্যমে থেকে খুব সহজেই যত খুশি ডিজিটাল সার্টিফিকেট আপনার ডাউনলোড করতে পারবেন ।
• এবং পুরাতন যদি সার্টিফিকেটে আপনার কোন ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি ভুল সংশোধন করে একেবারে ডিজিটাল সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন ।
