Electoral Roll 2002 Votar list West Bengal - নির্বাচন কমিশন ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে তারা 2002 সালের পুরনো ভোটার লিস্ট প্রকাশিত করেছে তাদের ওয়েবসাইটে । এইট লিস্ট প্রকাশ এর হলে বহু মানুষ উপকৃত হবেন , এবং পুরো বোর্ডের প্রকাশ বাতিল হয়ে যাবে । West Bengal 2002 Voter List এতটাই গুরুত্বপূর্ণ যে এই লিস্টে যদি আপনাদের পরিবারের যে কোন ব্যক্তির নাম থেকে থাকে তাহলে আপনারা 2025 যে SIR হবে তাতে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে 11 টি তার মধ্যে একটি ডকুমেন্ট থাকতে হবে , এরপর 2025 সালে একটি ফাইনাল তালিকা তৈরি হবে এই লিস্টে যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই ভোট দেওয়ার অধিকার পাবে ।
2002 Voter List Download West Bengal: পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে । আপনারা আপনাদের বুথ ভিত্তিক এই লিস্ট ডাউনলোড করতে পারবেন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে । কিভাবে ডাউনলোড করবেন তার লিংক নিচে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে আপনারা আপনাদের বুতের লিস্ট ডাউনলোড করতে পারবেন ।
আপনারা হয়তো জানেন বিহারে ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশন SIR শুরু হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গেও এটি পুজোর পরে শুরু হবার সম্ভাবনা রয়েছে । ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 2002 সালের তালিকা কে মান্যতা দেওয়া হবে । যাদের ২০০২ সালের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কোন রকম কাগজপত্র ঝামেলা থাকবে না তাই এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনার পরিবারে আপনার বাবা-মা বা আত্মীয়-স্বজনের নাম রয়েছে কিনা অবশ্যই চেক করে নিন।

2002 তাহলে ভোটার লিস্ট কেন গুরুত্বপূর্ণ ? Why The 2002 Voter List West Bengal is Important
ইতিমধ্যেই আপনারা জানেন বিহারে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ SIR শুরু হয়ে গেছে এবং আমাদের পশ্চিমবঙ্গেও পুজোর পরে শুরু হবে এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে ১১ টি ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে যদি আপনাদের ২০০২ সালের তালিকায় নাম থেকে থাকে তবে আপনাদের কোন রকম কাগজপত্র লাগবে না শুধু মাত্র ২০০২ সালে তালিকা টি জেরক্স করে ওই ফার্মের সাথে দিলেই আপনার নাম উঠে যাবে এবং যে সমস্ত লোকের ২০০২ সালে নাম নেই তাদের ক্ষেত্রে যে 11 টি ডকুমেন্ট এর কথা বলা হয়েছে তার মধ্যে যেকোনো 1 টি ডকুমেন্ট আপনাদেরকে জমা দিতে হবে । অনেক সময় দেখা গেছে যে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত আইনি প্রয়োজনে বর্তমানে পরিস্থিতিতে এবং ভোটার ভেরিফিকেশন সংক্রান্ত যেকোনো বিতর্কে পুরনো ভোটার তালিকা গুরুত্বপূর্ণ প্রমাণ স্বরূপে কাজ করতে পারে তাই এই তালিকায় নাম থাকা সব থেকে গুরুত্বপূর্ণ ।
Electoral Roll 2002
প্রতিটি জেলা অনুযায়ী তালিকা দেখার লিংক । Voter List 2002 West Bengal District Wise
• Cooch Behar
• Jalpaiguri
• Darjeeling
• Uttar Dinajpur
• Dakshin Dinajpur
• Malda
• Murshidabad
• Nadia
• North 24 parganas
• South 24 parganas
• Kolkata NW
• Kolkata NE
• Kolkata south
• Howrah
• Hooghly
• Purba medinapur
• Paschim Medinipur
• Purulia
• Bankura
• Burdwan
• Birbhum
এই লিস্টে কি কি তথ্য থাকে ? Important details of Voter list 2002 West Bengal
লিংক থেকে যখন আপনারা ২০০২ সালে লিস্ট ডাউনলোড করবেন PDF খোলার পর আপনি যেটা দেখতে পাবেন - https://ceowestbengal.wb.gov.in/
• ভোটারের নাম
• পিতার নাম/স্বামীর নাম
• বয়স
• লিঙ্গ
• EPIC নম্বর
• ভোটা সিরিয়াল নম্বর
• বুথ নম্বর ও এলাকার নাম
কিভাবে ডাউনলোড করবেন ভোটার লিস্ট ২০০২ ? HOW TO DOWNLOAD WEST BENGAL 2002 HOTEL LIST - STEP BY STEP GUIDE
ভোটার তালিকা ডাউনলোড আপনারা উপরে দেওয়া জেলা ভিত্তিক লিঙ্কে ঢুকে আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজে আবার আপনারা এই পদ্ধতি অনুসরণ করেও ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন দুটো পদ্ধতির মধ্যে যে কোন একটি পদ্ধতি আপনারা অনুসরণ করুন।
• সর্বপ্রথম আপনাদের CEO WEST BENGAL এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে
• হোমপেজে Old Electoral Roll অপশন শো করবে সেটাই ক্লিক করবেন
• সেখানে গিয়ে Electoral Roll 2002 নির্বাচন করুন
• এবারে আপনার জেলার নাম তারপরে বিধানসভা কেন্দ্রের নাম নির্বাচন করুন। ।
• এবারে আপনাদের পুরো বিধানসভার বুথ ভিত্তিক লিস্ট দেখতে পারবেন এর মধ্যে থেকে আপনার যে বুথ সেটা সিলেক্ট করবেন এবং পিডিএফ টি ডাউনলোড করবেন।
ভোটার লিস্টে নাম তোলার জন্য 11 টি গ্রহণযোগ্য নথি কি কি । 11 Acceptable Documents for inclusion in the voter list 2025
যে সমস্ত ভোটারের ২০০২ সালের তালিকায় নাম নেই তাদের নিচের 11 টি ডকুমেন্ট এর মধ্যে যে কোন একটি ডকুমেন্ট লাগবে।
যে 11 টি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলি হল -
1. সরকারি কর্মচারীর পরিচয় পত্র
2. ১ এ জুলাই ১৯৮৭র আগে সরকারি নথি
3. জন্ম সার্টিফিকেট
4. পাসপোর্ট
5. মাধ্যমিক সার্টিফিকেট/বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সার্টিফিকেট
6. স্থায়ী বসবাসের সার্টিফিকেট
7. জাতিগত শংসাপত্র (SC/ST/OBC)
8. জাতীয় নাগরিকপঞ্জের অন্তর্ভুক্তি (NRC) যদি নাম থাকে তবে প্রমাণ হিসেবে গ্রহণযোগ
9. বন অধিকার সার্টিফিকেট
10. পারিবারিক রেজিস্টার
11. সরকার প্রদত্ত যদি আপনাদের বাড়ি বা জমির কাগজপত্র থেকে থাকে ।
WHAT IS SIR ? SIR বা ভোটার তালিকা সংশোধন সমীক্ষা কিভাবে হয় এবং পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে SIR
নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরনো এবং নতুন ভোটার নাম যাচাই সংশোধন বা অন্তর্ভুক্তির জন্য একটি নির্দিষ্ট পদ্ধতিতে সমীক্ষা চালানো হয় এই প্রক্রিয়াকে সাধারণভাবে ভোটার তালিকা সংশোধন বলা হয় SIR (Special Intensive Revision) । এর আগে আমাদের পশ্চিমবঙ্গে ২০০২ সালে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছিল ।
পশ্চিমবঙ্গে SIR (Special intensive revision) কবে শুরু হবে ?
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ পূজোর পরে শুরু হবার সম্ভাবনা রয়েছে এ সমীক্ষা পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্রে চালানো হবে ।
• প্রতিটি বুথে BLO ( Booth level officer ) ভোটার সংশোধনের নদী সংগ্রহ করবেন
• জেলা স্তর এবং ব্লক স্তর নথি যাচাই করবে।
ইতিমধ্যেই BLO দের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এবং রাজ্য জুড়ে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়ে গেছে । এই সমীক্ষা স্বচ্ছ এবং নির্ভুলভাবে পরিচালিত হবে ।