এই ভোটার লিস্ট অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন কাজকর্মে গ্রহণযোগ্য হয় তাই এটি খুব একটি মূল্যবান তালিকা এখন এটি খুব সহজেই ডাউনলোড করার জন্য নতুন একটি ওয়েবসাইট প্রকাশ করেছেন আমাদের রাজ্য সরকার এটার মাধ্যমে আপনারা খুব সহজেই পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।

পুরাতন লিস্ট কত সাল থেকে কত সাল পর্যন্ত পাওয়া যাবে
এই ওয়েবসাইটে পুরাতন লিস্ট যেটি দেওয়া রয়েছে 1952 থেকে 1971 পর্যন্ত এই সালের মধ্যে আপনারা আপনাদের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন , আর ইতিমধ্যে আপনারা জানেন যে 2002 সালের ও ভোটার লিস্ট ডাউনলোড করা যাচ্ছে 2002 সালের লিস্ট কিভাবে ডাউনলোড করবেন আমাদের প্রতিবেদনে দেওয়া রয়েছে ।
কিভাবে 1971 সালের আগের ভোটার লিস্ট ডাউনলোড করব
পুরাতন এই লিস্ট ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত বিধানসভা ভিত্তিক ভোটার লিস্ট দেওয়া রয়েছে এবং আপনারা সেটি ডাউনলোডও করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ।
কিভাবে ডাউনলোড করবেন
সর্বপ্রথমে এই https://oldelectoralrolls.wb.gov.in/ ওয়েবসাইটের লিঙ্কে যেতে হবে এটি সরকারি অফিসিয়াল ওয়েবসাইট নিচের দেওয়া ছবির মত একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে ওখানে আপনাদের নির্বাচন করতে হবে আপনি কোন সালের ভোটার লিস্ট নিতে চাইছেন সেই সালটি নির্বাচন করুন , এবারে আপনার জেলার নাম নির্বাচন করুন , এবার আপনার বিধানসভার নাম নির্বাচন করুন তারপর ছাড় অপশনে ক্লিক করুন

সার্চ বাটনে ক্লিক করার পর নিচে দেওয়া ছবির মত একটি ইন্টারফেস শো করবে । ওখানে পিডিএফ ডাউনলোড করার লিংক পাবেন Click to view/ Download Part এইভাবে একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করবেন তাহলে আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড হতে শুরু করবে , একটু অপেক্ষা করবেন কারণ এই ফাইলটি একটু বড় আপনার ইন্টারনেটের স্পিডের ওপর নির্ভর করবে তাই একটু সময় দেবেন যতক্ষণ না ডাউনলোড হচ্ছে। এইভাবে আপনারা খুব সহজে 1952 থেকে 1971 সালের লিস্ট আপনারা আপনার ফোন বা ল্যাপটপের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এটি খুব একটি গুরুত্বপূর্ণ কাগজ এটি আপনারা প্রিন্ট করে কাছে রাখবেন এটি পুরো বিধানসভায় ভিত্তিক একটি লিস্ট তাই আপনার বিধানসভায় পুরো তালিকা আপনি এই পিডিএফ এর মধ্যে পাবেন সেখান থেকে আপনার গ্রাম খুঁজে বের করে তার মধ্যে থেকে আপনার নামটি খুঁজতে হবে এখানে কোন সার্চ করে পাওয়া যাবে না নাম কারণ এই পিডিএফগুলি অনেকদিন পুরাতন অনেক সময় দেখা যায় যে লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে তাই একটু কষ্ট করে খুঁজুন এবং যত্ন করে রেখে দিন এটি একটি গুরুত্বপূর্ণ নথি ।

পুরনো 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন
আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে SIR খুব তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এমতাবস্থায় 2002 সালের ভোটার লিস্ট নির্বাচন কমিশনার পাবলিশ করেছে এই 2002 সালের লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাদেরকে আর কোনরকম ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই তাই আপনার বা আপনার পরিবারের নাম আছে কিনা এখনই খুব সহজে দেখে নিন কিভাবে 2002 সালের PDF ডাউনলোড করবেন দেখুন ।