পশ্চিমবঙ্গে SIR 2025 ( special intensive revision 2025) প্রক্রিয়া শুরু হয়েছে । এই কাজের মূল উদ্দেশ্য হলো প্রতিটি যোগ্য ভোটার নিশ্চিত করা এবং মৃত বা অনেকের দু তিন জায়গায় ভোটার নথিভুক্ত রয়েছে তাদের নাম বাদ দেওয়া অনেক অযোগ্য ভোটার রয়েছেন তাদের নাম বাদ দেওয়া । এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে কারা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন কোন বয়সের জন্য কোন ডকুমেন্ট প্রয়োজন , এবং কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে সমস্ত কিছুই বলা হবে ।
SIR Important Date : SIR এর নির্ধারিত তারিখ গুলি
আপনারা জানেন যে ইতিমধ্যেই SIR শুরু হয়েছে আজকে অর্থাৎ 28 অক্টোবর থেকে SIR কাজ শুরু হয়েছে তবে বি এল ও কবে থেকে বাড়ি বাড়ি ফ্রম দেবে SIR সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ নিচে দেওয়া হল• 4 ই নভেম্বর থেকে 5 ই ডিসেম্বর পর্যন্ত বিএল ওরা ফর্ম দেবে এবং জমা নেবে এই তারিখের মধ্যে ।
• 9 ই ডিসেম্বর ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ করা হবে ।
• 9 ই ডিসেম্বর থেকে 8 ই জানুয়ারি 2026 কারো যদি কোন রকম অভিযোগ থেকে থাকে তবে অভিযোগ করা যাবে এই সময়ের মধ্যে ।
• 9 ই জানুয়ারি থেকে 31 শে জানুয়ারি 2026 সমস্ত অভিযোগের শুনানি করা হবে ।
• 7 ই ফেব্রুয়ারি 2026 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ।
এই নির্ধারিত তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের SIR এর কাজ সম্পন্ন করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরে বিধানসভা ভোট এই লিস্টের ভিত্তিতে হবে । SIR নামতলার জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলি নিয়ে বিস্তারিত নিচে বলা হলো ।
WB SIR IMPORTANT DOCUMENTS 2025: বয়স অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট এর তালিকা
WB SIR 2025 Important Documents Need For SIRএখানে যে সমস্ত ব্যক্তিদের 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদেরকে আর কোনরকম ডকুমেন্ট দেখাতে হবে না শুধুমাত্র 2002 সালের লিস্ট জেরক্স করে জমা দিলেই হবে তাহলে এখানে যে ডকুমেন্টগুলোর কথা বলা হচ্ছে এই ডকুমেন্টগুলি কাদের লাগবে এখানে যাদের 2002 সালে নাম নেই তাদেরকে এই 11 টি নথির মধ্যে যে কোন একটি দেখাতে হবে , 2002 সালের লিস্ট কিভাবে দেখবেন নিচে লিঙ্ক দিয়ে দেব ।
1. যাদের নাম 2002 এবং 2025 সালের ভোটার লিস্টে রয়েছে তাদের ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে
এই শ্রেণীর মানুষের ইতিমধ্যে 2002 সালের লিস্টে নাম রয়েছে তাই তাদের জন্য এই SIR প্রক্রিয়াটা একদম সহজ ।প্রয়োজনীয় ডকুমেন্ট
• 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি যেখানে আপনার নিজের নাম রয়েছে ।
• এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ।
আপনাদের এতে SIR নাম উঠে যাবে আপনাদের অতিরিক্ত কোন কাগজপত্রের প্রয়োজন পড়বে না ।
2. যাদের জন্ম 01-07-1987 সালের আগে কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই
এই শ্রেণীর মানুষদের ক্ষেত্রে যদি 2002 সালের ভোটার তালিকায় নাম না থেকে থাকে তবে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলি হল
প্রয়োজনীয় ডকুমেন্ট
• আপনার বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টে জেরক্স কপি
• নিজের একটি পরিচয় পত্র ডকুমেন্ট
• পাসপোর্ট সাইজ ফটো
3. যাদের জন্ম 01-07-1987 থেকে 02-12-2004 এরমধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই
এই সমস্ত ভোটারদের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেগুলি নিচে দেওয়া হবে
প্রয়োজনীয় ডকুমেন্ট
• আপনার বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টে জেরক্স কপি ।
• আপনার নিজের একটি বৈধ ডকুমেন্ট ।
• একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
4. যাদের জন্ম 02-12-2004 সালের পরে
এই সমস্ত ভোটারদের ক্ষেত্রে যে সমস্ত নথির প্রয়োজন পড়বে সেগুলি হল
প্রয়োজনীয় ডকুমেন্ট
• আপনার বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি ।
• নিজের একটি বৈধ ডকুমেন্ট
• একটি রঙিন ছবি
Important Documents For SIR West Bengal: SIR এর যে সমস্ত ডকুমেন্টগুলি গ্রহণযোগ্য হবে তাদের তালিকা
যে সমস্ত ভোটারদের 2002 সালের তালিকায় নাম নেই তাদের নিচে দেওয়া 11 টি ডকুমেন্টের মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট প্রমাণ হিসেবে দিতে হবে এই ১১ টি ডকুমেন্টটি গ্রহণযোগ্য হবে তাই আপনারা এই ডকুমেন্ট গুলির মধ্যে যে কোন একটি ডকুমেন্ট তৈরি রাখুন। এই 11 টি ডকুমেন্ট কি কি নিচে দেওয়া হবে1. সরকারি কর্মচারীর পরিচয় পত্র
2. ১ এ জুলাই ১৯৮৭র আগে সরকারি নথি
3. জন্ম সার্টিফিকেট
4. পাসপোর্ট
5. মাধ্যমিক সার্টিফিকেট/বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সার্টিফিকেট
6. স্থায়ী বসবাসের সার্টিফিকেট
7. জাতিগত শংসাপত্র (SC/ST/OBC)
8. জাতীয় নাগরিকপঞ্জের অন্তর্ভুক্তি (NRC) যদি নাম থাকে তবে প্রমাণ হিসেবে গ্রহণযোগ
9. বন অধিকার সার্টিফিকেট
10. পারিবারিক রেজিস্টার
11. সরকার প্রদত্ত যদি আপনাদের বাড়ি বা জমির কাগজপত্র থেকে থাকে ।
পশ্চিমবঙ্গের SIR কি কি ডকুমেন্ট জমা করবেন ?
• সমস্ত কাগজপত্রের জেরক্সের সঙ্গে অরজিনাল কপি ও যাচায়ের জন্য রাখতে হবে ।• রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি যেন এখনকার হয় ।
• নাম বয়স এবং ঠিকানা সমস্ত ডকুমেন্টে যেন একই থাকে ।
• ভুল তথ্য বা মিথ্যা নথি জমা করলে হয়তো আবেদন বাতিল হতে পারে ।
কোথাও কিভাবে আবেদন করবেন
• BLO আপনার বাড়িতে ফরম দিয়ে যাবে সেই ফর্মটি পূরণ করে আবার তাকে জমা করতে হবে তাই BLO সঙ্গে আপনারা সব সময় যোগাযোগ রাখবেন ।
ভোটার তালিকার সংশোধন এটি শুধুমাত্র প্রশাসনিক কাজ নয়। এটি আমাদের গণতান্ত্রিক অধিকার এবং নাগরিকের দায়বদ্ধতা একটি অংশ । SIR 2025 এর মাধ্যমে প্রতিটি ভোটার যোগ্য কিনা তা নিশ্চিত করার সুযোগ পাচ্ছেন । তাই আপনারা আপনার পরিবার এবং পাড়া-প্রতিবেশী মানুষের সচেতন করুন । এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংগ্রহ করুন এবং যে সময় ডকুমেন্ট জমা করার কথা বলা হয়েছে সেই সময়ের মধ্যে ডকুমেন্ট জমা করবে।
