2100 টি শূন্যপদে IDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ । IDBI Bank Recruitment 2023

2100 টি শূন্যপদে IDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ । IDBI Bank Recruitment 2023 । Industrial Development Bank Of India (IDBI Bank) । IDBI ব্যাঙ্কে মূলত দুটি

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে IDBI ব্যাংকে ২১০০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে , সেই বিষয়ে আজকে আমাদের এই প্রতিবেদন।



2100 টি শূন্যপদে IDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন একটি সুখবর কারো নতুন করে IDBI ব্যাংকের তরফ থেকে ২১০০ টি শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করেছেন , অনেকে ই আছেন যারা ব্যাংকে চাকরি করার জন্য আগ্রহ প্রকাশ করেন তাদের জন্য দারুন একটি সুখবর IDBI ব্যাংকে তরফ থেকে দিয়েছে নতুন একটি বিজ্ঞপ্তি , কিভাবে আবেদন করবেন , আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, বেতন কত টাকা দেবে, আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু নিয়েই আমরা আজকে আলোচনা করব সেজন্য অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন।



2100 টি শূন্যপদে IDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ






IDBI Bank Recruitment 2023


Advertisement No - 10 /2023-24



নিয়মকারী সংস্থার নাম


নিয়োগকারি সংস্থার নাম - Industrial Development Bank Of India (IDBI Bank)


কোন পদে নিয়োগ করা হবে (Post Name)


IDBI ব্যাঙ্কে মূলত দুটি পদে নিয়োগ করবে প্রথমটি হলো (১) Junior Assistant Manager (Jam)
দ্বিতীয়টি হলো (২) Executive Sales And Operations (ESO) ।


মোট শূন্যপদের সংখ্যা


IDBI ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী
(১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে - ৮০০ টি শূন্য পদে নিয়োগ করা হবে ।
(২) Executive Sales And Operations পদে - ১৩০০ টি শূন্য পদে নিয়োগ করা হবে ।

IDBI ব্যাঙ্কে দুটি পদ মিলিয়ে মোট ২১০০ টি শূন্য পদে নিয়োগ করা হবে ।

শিক্ষাগত যোগ্যতা -


IDBI ব্যাঙ্কে দুটি পদে আবেদন করার জন্য আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এই পদে আবেদন করার জন্য ।


বয়স সীমা আবেদনকারি ব্যাক্তির


IDBI ব্যাঙ্ক এই দুটি পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারী ব্যক্তির বয়স ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত যেসব শ্রেণির চাকরিপ্রার্থীদের বয়সের ছাড় পাওয়া যাবে ।


বেতন কত


এখানে প্রত্যেক মাসে আপনাদের বেতন দেবে প্রথম বছরে প্রতি মাসে ২৯,০০০ টাকা এবং দ্বিতীয় বছর থেকে ৩১,০০০ টাকা করে প্রত্যেক মাসে বেতন পাবেন ।


নিয়োগ প্রক্রিয়া (Selection process)


এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে প্রথমে আপনাদের লিখিত একটি পরীক্ষা নেওয়া হবে , লিখিত পরীক্ষায় পাশ করলে সেই সমস্ত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে ।


আবেদন পদ্ধতি


IDBI Bank Recruitment আবেদন করার জন্য

আবেদনকারী প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অফিসিয়াল সাইটের নামটি আমি দিয়ে দিচ্ছি এখানে www.idbibank.in এবং সম্পূর্ণ পদ্ধতি আমি নিচে দিয়ে দিচ্ছি এবং বিজ্ঞপ্তিতেও আপনারা লিংকটি পেয়ে যাবেন।


  • সর্বপ্রথমে আপনাদের নিচে একটি লিঙ্ক দেওয়া হবে সে লিংকটা আপনারা চলে যাবেন

  • লিংকে ক্লিক করার পর আপনাদের একটু নতুন উইন্ডো খুলে যাবে এবং ওখানে New Registration এ ক্লিক করবেন

  • তারপর সমস্ত তথ্য আপনাদের সেখানে দিয়ে ফর্মটি পূরণ করতে হবে , আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে ।

  • তারপর আপনাদের লগইন করে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে এবং ওখানে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সেই সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে।


আবেদনের শেষ তারিখ


2100 টি শূন্যপদে IDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ আবেদন প্রক্রিয়া ২২-১১-২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ হলো ০৬-১২-২০২৩


বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক - এখানে ক্লিক করুন

আবেদন লিংক - এখানে ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট - www.idbibank.in

এই বিষয়ে আরো জানার জন্য অবশ্যই বিজ্ঞপ্তি টা ডাউনলোড করে নেবেন এবং ভালো করে বিজ্ঞপ্তি টা দেখে তারপরে আবেদন করবেন ।

About the Author

Blogger, Education Content Creator, YouTuber

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.