আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো CISF হেড কনস্টেবল পদের জন্য নতুন নিয়োগ করতে যাচ্ছে , কতগুলো শূন্য পদ আছে এবং কারা কারা আবেদন করতে পারবেন , কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আজকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো।
CISF Recruitment 2023 - সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য একটি সুখবর একটি দুর্দান্ত চাকরির সুযোগ , যেখানে সমস্ত রাজ্য থেকেই আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা CISF হেড কনস্টেবলে , পদের জন্য ইতিমধ্যেই এই পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমস্ত চাকরিপ্রার্থীরা যারা আছেন আবেদন করতে পারেন ।
এই পদের নিয়োগ সংস্থা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স - CISF, এই পদের নামটি হল হেড কনস্টেবল জেনারেল ডিউটি , এখানে কতগুলো শূন্যবাদ আছে নিচে দেওয়া হলো , এই চাকরির বেতন কত- ২৫০০০-৮১১০০
CISF এর কোন পদে আবেদন চলছে দেখুন
এই পদের পুরো নামটি হচ্ছে Head Constable (General Duty) Against Sports Quota-2023মোট কতগুলি শূন্য পদ আছে
এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী ২১৫ শূন্যপদ আছে ।এই পদে আবেদন করার জন্য বয়স কত হতে হবে
এখানে যে সকল চাকরি প্রার্থীরা আপনারা আবেদন করার জন্য ইচ্ছুক সেই সব চাকরিপ্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারের নিয়ম অনুযায়ী SC,ST,OBC প্রার্থীরা যারা আবেদন করবেন তাদের বয়সের ছাড় পাবেন।এই পদের বেতন কত
এখানে বিজ্ঞপ্তিতে লেখা আছে ২৫৫০০ থেকে ৮১১০০শিক্ষকতা যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোন স্বীকৃতি বোর্ড থেকে এবং পাশাপাশি আপনাকে খেলোয়াড় হতে হবে তবেই আপনি আবেদন করতে পারবেন এই পদের জন্য ।আবেদন পদ্ধতি
CISF Constable Recruitment 2023 এ আবেদন করার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করে সেখান থেকে আপনাকে আবেদনটি করতে হবে আমরা নিচে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক এবং যে বিজ্ঞপ্তিটি আছে সেটির লিংক আমরা নিচে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাইরেক ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে আপনারা ভালোভাবে বিজ্ঞপ্তিরা দেখে তারপরে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হল ওই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করার পর ওয়েবসাইটে প্রবেশ করার পর ওখানে একটি নিউ রেজিস্ট্রেশন বাটন পাবেন সেখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের ওখানে যে সমস্ত তথ্য যাচ্ছে সেগুলো ফিলাপ করে দেবেন লাভ করে সাবমিট সাবমিট করার পর ফরমটি লগইন করবেন লগইন করে যে সমস্ত তথ্য যাচ্ছে সেই সমস্ত তথ্য আপনারা যথারীতি সঠিকভাবে ভালোভাবে দেখে ফরমটি ফিলাপ করবেন এরপর শেষে সাবমিট অপশনে ক্লিক করে আপনার ফরমটিকে সাবমিট করে দিন এইভাবে আপনার পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর যে এপ্লিকেশন ফর্মটি আসবে সেটি আপনারা প্রিন্ট করে রেখে দেবেন ।
নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে
এখানে চাকরিপ্রার্থীদের কয়েকটি ধাপের মধ্যে নিয়োগ করা হবে সেগুলো নিচে দেওয়া হল
1st stageTrial test
Proficiency test
Physical standard test (PST)
Documentation
2nd stage
Medical examination
CISF Constable Recruitment 2023 এ কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না উপরের কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ হবে ।
CISF Constable Recruitment এখানে আবেদন ফ্রি কত লাগছে
এই পদে আবেদন করার জন্য যে সমস্ত আবেদনকারী জেনারেল ও OBC প্রার্থী থাকবেন তাদের জন্য ১০০ টাকা আবেদন ফ্রি হিসাবে লাগবে । এবং SC,ST ও PWD এবং মহিলা প্রার্থীদের কাছে থেকে কোনরকম ফ্রি লাগবে না আবেদন করার জন্য । আরো তথ্য জানার জন্য অবশ্যই বিজ্ঞপ্তি টা ডাউনলোড করে দেখে নেবেন ।
বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে
এই বিজ্ঞপ্তি টা ৩০-১০-২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে।আবেদন শুরু কবে থেকে হয়েছে
আবেদন শুরু হয়েছে ৩০-১০-২০২৩ তারিখ থেকে।আবেদন করার শেষ তারিখ কবে
CISF Constable Recruitment - পদের জন্য আবেদন করার শেষ তারিখ হচ্ছে ২৮-১১-২০২৩ তারিখ ।CISF Constable Recruitment পদে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই বিজ্ঞপ্তি টা ডাউনলোড করে দেখে নেবেন নিচে আমরা বিজ্ঞপ্তির লিংকটি দেবো এবং অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেব সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন ।