নিয়োগকারী সংস্থার নাম
Office of the district legal services Authority, Purba Bardhaman
পদের নাম
মূলত এখানে যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিতে যেটা বলা আছে সে পদের নাম হলো - Para Legal Volunteer (PLV) ।
শিক্ষাগত যোগ্যতা
এখানে বিজ্ঞপ্তি অনুসারে এই পদে আবেদন করার জন্য সেরকম কোন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই তবুও যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করবেন আপনারা অবশ্যই বিজ্ঞপ্তি টা ডাউনলোড করে নেবেন ভালোভাবে পড়ে নিজ দায়িত্বে ফরম পূরণ করবেন।

বয়স সীমা
WB Volunteer Recruitment 2024
যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন বলে ভাবছেন সেই সমস্ত চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর এবং তার ঊর্ধ্বেও আবেদন করা যাবে আবেদন করার আগে অবশ্যই সমস্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি টা ডাউনলোড করে একবার দেখে নিতে পারেন ।
বেতন কত
এখানে যদি আপনি আবেদন করার পর চাকরি পেয়ে যান তবে সরকারের নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন প্রদান করা হবে । কিন্তু সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সেরকম কোনো বেতন সম্বন্ধে উল্লেখ নেই ।
নিয়োগ পদ্ধতি
এই পদে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন বলে ভাবছেন সেই সমস্ত চাকরিপ্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগবে ?
১. বয়সের প্রমাণপত্র
২. শিক্ষা গত যোগ্যতার প্রমাণপত্র
৩. পাসপোর্ট সাইজের ফটো
৪. জাতি সংশয় পত্র যদি থেকে
৫. অভিজ্ঞতার সার্টিফিকেট
৬. ২৬ টাকার একটি পোস্টাল স্ট্যাম্প
৭. আধার কার্ড বা ভোটার card
৮. অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ।
কিভাবে আবেদন করতে হবে ?
এখানে যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করবেন বলে ভাবছেন সমস্ত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্য বলা হচ্ছে আবেদন করার জন্য অফলাইন আবেদন পত্র ফরমটি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওখান থেকে ডাউনলোড করে A4 সাইজ পেপারে প্রিন্ট আউট করার পর ফরমে যে সমস্ত তথ্য যাচ্ছে সমস্ত তথ্য কলম দিয়ে ফিলাপ করে ফর্মের উপর পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সে সমস্ত ডকুমেন্টগুলো ফর্ম এর সাথে সংযুক্ত করে যে নির্দিষ্ট তারিখ এবং সময়ের মধ্যে পাঠানোর কথা বলা হয়েছে সেই ঠিকানাই পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়া এ বিষয়ে আরো তথ্য জানার জন্য অবশ্যই বিজ্ঞপ্তি টা ডাউনলোড করে দেখে নেবেন একবার।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
District Legal Services Authority Purba Bardhaman, Burdwan District Judges Court Compound (Top Floor) , P.O.- Burdwan, P.S. & DIST. - Purba Bardhaman, Pin - 713101
আবেদনের সময়সীমা
এই পদে আবেদন করার শেষ তারিখ 29/02/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক - ডাউনলোড করুন
বিঃদ্রঃ - ভলেন্টিয়ার পদে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন বলে ভাবছেন আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটার পড়ার পরামর্শ দেয়া হচ্ছে কারণ আমরা কিছু জিনিস এই প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করে থাকি তাছাড়া কিছু কিছু জিনিস থাকে যেগুলো উল্লেখ করা সম্ভব হয় না সেই কারণে অবশ্যই বিজ্ঞপ্তি টা ডাউনলোড করে একবার ভালোভাবে পড়ে নেবেন তা না হলে অনেক কিছুই না জানা হয়ে যেতে পারে । WB Volunteer Recruitment 2024