জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন নিজেই করতে পারবেন আপনারা অনলাইন এর মাধ্যমে খুব সহজেই যদি আপনাদের জন্ম সার্টিফিকেটে কোনরকম কোন ভুল থেকে থাকে তবে আপনারা এখন অনলাইনের মাধ্যমে নিজে থেকেই সেই সার্টিফিকেটটি কে সংশোধন করতে পারবেন এবং খুব সহজে অনলাইন এর মাধ্যমে সে সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন ডিজিটাল সাইন আকারে যদি আপনাদের জন্ম সার্টিফিকেট এর আগে তৈরির জন্য দিয়ে থাকেন সেটির স্ট্যাটাস কিভাবে দেখবেন সেই পদ্ধতিটাও আমরা দেখিয়ে দেব সেজন্য অবশ্যই প্রতিবেদনটি পুরো পড়ুন ।
জন্ম সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ একটি নথি , বাচ্চাদের জন্মগ্রহণের কিছুদিনের মধ্যেই জন্ম সার্টিফিকেটটি তৈরি হয়ে যাচ্ছে কিন্তু যখন আপনার জন্ম সার্টিফিকেটটি হাতে পাচ্ছেন হাতে পাওয়ার পর আপনারা দেখছেন যে জন্ম সার্টিফিকেটে কিছু তথ্য ভুল আছে যেমন ধরুন শিশুর নাম , পিতার নাম, মায়ের নাম , ঠিকানা এইসব তথ্যের মধ্যে যদি কোন রকম ভুল থাকে তাহলে আপনারা খুব সহজে সেটি অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবেন এবং কার্ডে আপনারা খুব সহজে ডাউনলোডও করতে পারবেন।
জন্ম সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ একটি নথি , বাচ্চাদের জন্মগ্রহণের কিছুদিনের মধ্যেই জন্ম সার্টিফিকেটটি তৈরি হয়ে যাচ্ছে কিন্তু যখন আপনার জন্ম সার্টিফিকেটটি হাতে পাচ্ছেন হাতে পাওয়ার পর আপনারা দেখছেন যে জন্ম সার্টিফিকেটে কিছু তথ্য ভুল আছে যেমন ধরুন শিশুর নাম , পিতার নাম, মায়ের নাম , ঠিকানা এইসব তথ্যের মধ্যে যদি কোন রকম ভুল থাকে তাহলে আপনারা খুব সহজে সেটি অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবেন এবং কার্ডে আপনারা খুব সহজে ডাউনলোডও করতে পারবেন।
জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন করার জন্য প্রয়োজনীয় যেসব ডকুমেন্টগুলো লাগবে নিম্মে দেওয়া হল
১. যদি শিশুর নাম জন্ম সার্টিফিকেটে ভুল থাকে যদি শিশুর নাম আপনারা সংশোধন করতে চান তবে আপনাদের কোর্টের এফিডেভিট লাগবে ।
২. যদি জন্ম সার্টিফিকেটে শিশুর পিতার নাম ভুল থাকে তার সংশোধনের জন্য পিতার - আধার কার্ড/ভোটার কার্ড, পাসপোর্ট , রেশন কার্ড এইসব নথি গুলোর মধ্যে থেকে আপনাকে যে কোন একটি দিতে হবে ।
৩. জন্ম সার্টিফিকেটের শিশুর মায়ের নাম যদি ভুল থাকে সেটা সংশোধনের জন্য শিশুর মায়ের - আধার কার্ড , ভোটার কার্ড , পাসপোর্ট, রেশন কার্ড এইসব নথি গুলোর মধ্যে থেকে যে কোন একটি নথি আপনাকে দিতে হবে ।
৪. জন্ম সার্টিফিকেটে যদি ঠিকানা ভুল থাকে সে ক্ষেত্রে সেটিকে সংশোধনের জন্য পিতা এবং মায়ের প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে ।

জন্ম সার্টিফিকেট সংশোধন কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে
যদি আপনাদের জন্ম সার্টিফিকেটে কোনরকম কোন তথ্য ভুল থাকে এবং সেটিকে সংশোধন করার প্রয়োজন হয় তবে আমরা যে পদ্ধতিটা আপনাদের বলবো সেই পদ্ধতির মাধ্যমে আপনারা যদি আবেদন করেন তবে খুব সহজে আপনাদের জন্ম সার্টিফিকেটটি সংশোধন হয়ে যাবে এবং আপনারা নতুন জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। জন্ম সার্টিফিকেট সংশোধনের পদ্ধতির নিম্নে দেওয়া হলো
১. জন্ম সার্টিফিকেট সংশোধন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের জন্ম এবং মৃত্যু তথ্য যে অফিশিয়াল পোর্টাল আছে সেই পোর্টালে আপনাদের ভিজিট করতে হবে -
https://janma-mrityutathya.wb.gov.in/
২. অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর মেনুতে অনেকগুলো অপশন পাবেন সেখানে থেকে আপনাকে সিটিজেন সার্ভিস অপশনের ভিতরে birth অপশনে ক্লিক করুন ।
৩. Birth অপশনে ক্লিক করার পর অনেকগুলো অপশন আপনার সামনে শো করবে সেখানে থেকে Birth Certificate Correction বলে যে অপশনটি আছে সেটিতে আপনাদের ক্লিক করতে হবে
৪. এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে এবং সেই পেজে সার্টিফিকেট নাম্বার টি আপনাদের বসাতে হবে জন্ম সার্টিফিকেটে দেখবেন একটি সার্টিফিকেট নাম্বার বলে লেখা আছে সেই সার্টিফিকেট নাম্বারটি আপনারা দেখে দেখে এখানে লিখে দেবেন এবং তারপরে Get OTP তে ক্লিক করবেন।
৫. যখনই Get OTP তে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফোন একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে আপনারা ভেরিফাই করলেই নতুন একটি পেজ খুলে যাবে ।
৬. নতুন পেজ খোলার পর আপনি সেখানে সমস্ত তথ্য দেখতে পারবেন যেহেতু তথ্য গুলো আপনার ভুল আছে কেবল সেগুলোকেই এডিট করে সংশোধন করুন এবং সর্বশেষে সংশোধন হয়ে যাওয়ার পর ডকুমেন্ট আপলোড করতে বলবে সেখানে PDF আকারে 250 KB নিচে ডকুমেন্ট আপলোড করলে হয়ে যাবে ।
৭. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর ডকুমেন্ট আপলোড করানোর পর সর্বশেষে সাবমিট অপশন পাবেন সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদন পত্রটি সংশোধনের জন্য পাঠানো হবে এবং আপনি একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারের মাধ্যমে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করে সেই নতুন সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনারা মোবাইলের এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন এবং যখনই আপনার সার্টিফিকেটটি এপ্রুভ করে দেবে তারপরে আপনি নতুন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো স্ট্যাটাসটি আপনারা কিভাবে চেক করবেন সেই পদ্ধতিটাও আপনার নিচে দিয়ে দিচ্ছি এবং কিভাবে আপনারা জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন সেই পদ্ধতিটা ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা আছে সেটার লিংকও আমরা দিয়ে দেব আপনারা সেই প্রতিবেদনটি একবার পড়তে পারেন ।
জন্ম সার্টিফিকেট স্টেটাস চেক 2024 | Birth Certificate Status Check 2024
জন্ম সার্টিফিকেটের স্ট্যাটা চেক করার জন্য আপনাদের আবারও জন্ম এবং মৃত্যু তথ্য পোর্টালে ভিজিট করতে হবে
১. সর্ব প্রথমে অফিসিয়াল পোর্টালে আপনাদের ভিজিট করতে হবে - https://janma-mrityutathya.wb.gov.in/
২. এরপর আবার আপনাদের Citizen Services যে অপশনটি পাবেন মেনুতে সেখান থেকে Birth অপশনে ক্লিক করুন।
৩. যখনই আপনি Birth অপশনে ক্লিক করবেন তখনই অনেকগুলো অপশন আপনার সামনে শো করবে সেখান থেকে Track Application অপশনে ক্লিক করতে হবে।
৪. যখনই আপনি Track Application অপশনে ক্লিক করবেন তখন একনলেজমেন্ট নাম্বার এবং জন্মতারিখ দিয়ে সাবমিট করলেই আপনার সার্টিফিকেটের স্ট্যাটাসটি দেখতে পারবেন। এখন আপনার জন্ম সার্টিফিকেটে কি অবস্থায় আছে যদি আপনি দেখেন সেখানে এপ্রুভ হয়ে গেছে তবে সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিটাও আমি দিয়ে দিচ্ছি লিংক এর মাধ্যমে।
জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি - ডাউনলোড করার জন্য ক্লিক করুন