Dak Peon DSSSB Recruitment 2024
ডাক পিয়ন পদে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে মোট শূন্য পদ কতগুলি আছে বেতন কত , প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু এবং কবে শেষ তারিখ সমস্ত কিছু তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানানো হবে।
DSSSB RECRUITMENT 2024
পদের নাম
পোস্ট অফিসের ডাক পিয়ন পদে নিয়োগ করা হবে।
মোট শূন্য পদ কত
ডাক পিয়ন পদে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৯৯ টি ।
বেতন কত
পোস্ট অফিসের ডাক পিয়ন পদে যারা চাকরি করবেন তাদের মাসিক বেতন স্কেল হবে ২১৭০০ টাকা থেকে শুরু করে ৬৯১০০ টাকা পর্যন্ত ।
.jpg)
এই পদে আবেদন করার জন্য বয়সসীমা কত
পোস্ট অফিসের ডাক পিয়ন পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে , এবং সংরক্ষিত প্রার্থীদের যেরকম সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে সেই ছাড় টি আপনারা পাবেন ।
আবেদন যোগ্যতা কি লাগবে
পোস্ট অফিসের ডাক পিয়ন পদে আবেদন করার জন্য নূন্যতম মাধ্যমিক পাস হলে আপনারা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন ।
নিয়োগ প্রক্রিয়া
ডাক পিয়ন পদে চাকরিপ্রার্থীদের দুটি পদ্ধতির মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য চাকরিপ্রার্থীদের । এখানে লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের MCQ টাইপের অবজেক্টিভ প্রশ্ন থাকবে । এবং ১৫ নম্বরের ইন্টারভিউ হবে । এখানে ইংরেজি থেকে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে , হিন্দি থেকে ২৫ নম্বরে প্রশ্ন থাকবে, সাধারণ জ্ঞান থেকে ২৫ নম্বর দেওয়া হবে , গণিত থেকে ২৫ নম্বর প্রশ্ন থাকবে , অর্থাৎ সর্বমোট লিখিত পরীক্ষায় 100 নম্বরের হবে , যদি আপনি লিখিত পরীক্ষায় পাশ করেন তবে আপনাদের ইন্টারভিউ হবে 15 নম্বরের ।
নম্বর বিভাজন
পোস্ট অফিস ডাক পিয়ন পরীক্ষায় নেগেটিভ মার্কস থাকবে , সেজন্য আপনাদের যেকোন প্রশ্নের উত্তর সঠিক না জেনে উত্তর না দেওয়াই ভালো হবে যদি আপনি কোন উত্তর ভুল করেন তবে আপনার নেগেটিভ মার্ক করবে, এখানে পরীক্ষার জন্য টাইম ধার্য করা হয়েছে জেনারেল ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের জন্য ১২০ মিনিট সময় পরীক্ষার জন্য ধার্য করা হলেও PW দের জন্য বরাদ্দ থাকবে ১৬০ মিনিট সময় ধার্য থাকবে ।
পাস মার্ক কত
দিল্লি সাবডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের চাকরি জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের জন্য লিখিত পরীক্ষায় ৫০ নম্বর পেলে পাশ করবেন এবং এস সি এবং এসটি ক্যাটাগরি ছাত্র-ছাত্রীদের জন্য ৪৫ নম্বর পেলে আপনি পাস করবেন ।
আবেদন পদ্ধতি (How To Apply For DSSSB Recruitment Post)
(১)যে সমস্ত চাকরি প্রার্থীরা ডাক পিয়ন পদে আবেদন করবেন বলে ভাববেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে
(২) দিল্লি সাবডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্মটি পূরণ করতে হবে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট লিংকটি আমরা প্রতিবেদনের শেষে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদনটি করতে পারবেন।
(৩) প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে ।
(৪) নিজের ব্যক্তিগত তথ্য গুলো আবেদনপত্রে ফিলাপ করুন এবং যে সমস্ত প্রয়োজনের ডকুমেন্টগুলো আপলোড করতে বলছে সেগুলি আপলোড করবেন নিজের পাসপোর্ট সাইজ ফটো নিজস্ব স্বাক্ষর এগুলো আপনাদের আপলোড করতে হবে।
(৫) ফর্মটি সম্পূর্ণ তথ্য দিয়ে ফিলাপ করার পর সর্বশেষে আবেদন ফ্রি জমা করতে হবে আপনাদের।
(৬) এখানে আবেদন ফি রয়েছে জেনারেল ক্যাটাগরি দের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে শুধু মাত্র পুরুষ প্রার্থীদের জন্য।
(৭) জেনারেল ক্যাটাগরির মহিলা এবং এসসি এসটি ক্যাটাগরি চাকরি প্রার্থীদের জন্য কোনরকম আবেদন ফ্রি লাগবে না ।
আবেদন কবে শুরু এবং শেষ তারিখ কবে
ডাক পিয়ন পদে আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ২০ মার্চ থেকে , আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৮ ই এপ্রিল পর্যন্ত ।
আবেদন করার জন্য এই লিংকে ক্লিক গিয়ে আবেদন করতে পারবেন - https://dsssb.delhi.gov.in/
এই অফিশিয়াল লিংক এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এবং বিজ্ঞপ্তি টা ভালো করে দেখে শুনে তবে আপনারা আবেদন করবেন।