ভিভোর এই নতুন স্মার্টফোনটির ক্যামেরা থেকে শুরু করে প্রসেসর এবং দাম কত ফোনের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকছে সমস্ত কিছু আজকের আমরা বিস্তারিত বলবো এবং ফোনটি ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে .
Vivo V30e বৈশিষ্ট্য
এই ফোনের সাইজ 6.8 ইঞ্চি, অ্যামোলেড স্ক্রিন পাবেন , 120HZ রিফ্রেশ রেট।
এই ফোনে ক্যামেরাতে থাকছে OIS সহ 50 MP ডুয়েল রিয়ার ক্যামেরা এবং 50 MP ফ্রন্ট ক্যামেরা আছে।
এই ফোনের প্রসেসার হলো Qualcomm Snapdragon 7 Gen4 চিপসেট পাবেন খুব ভালো একটি প্রসেসর ।
এই ফোনের র্যাম থাকবে 8 GB+ 8 GB র্যাম পাবেন ।
এই ফোনের 256 GB রম পাবেন ।
এই ফোনের ব্যাটারি পাবেন 5500 MAH ।
Vivo V30e ফোনের দাম কত
Vivo V30e ফোনটি নতুন লঞ্চ করা হয়েছে এর আনুমানিক একটি দাম হল 8 gb র্যাম এবং 128 gb ফোন মেমোরি ফোনের দাম 28000 টাকা এবং 8 gb র্যাম 256 GB ফোন মেমোরি বাজার মূল্য 30000 টাকা ।
Vivo V30e ডিসপ্লে
Vivo V30e ফোনে আপনারা পেয়ে যাবেন এমোলেড ডিসপ্লে যা ভিডিও দেখার সময় খুবই উপযোগী হয়ে যায় এবং ফোনটির সাইজ 6.8 ইঞ্চি 120 HZ এর রিফ্রেশ রেট রয়েছে , ফুল এইচডি সঙ্গে এমোলেড ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন ।
VIVO V30E ক্যামেরাতে কি কি থাকছে
Vivo V30e ফোনে সেলফি তোলা এবং ব্যাক ক্যামেরায় ছবি তোলার জন্য 50MP ক্যামেরা পেয়ে যাবেন এর সাহায্যে খুব সুন্দর এবং পরিষ্কার ছবি তোলা যাবে , ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে এবং পিছনে বৃত্তাকার একটি ফ্লাশ লাইটও রয়েছেন পিছনের ব্যাক ক্যামেরায় OIS থাকার কারণে ভিডিওটা খুবই স্থিতিশীল ভাবে করা যায়। এই ফোনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4k , 1080p, 720p
Vivo V30e প্রসেসর কি রয়েছে
Vivo V30e ফোনে ভালো পারফরমেন্স এর জন্য যে প্রসেসর টা রয়েছেন Snapdragon 7Gen 4 চিপসেট, যা মোটামুটি একটি প্রসেসর , এই ফোনে যে প্রসেসরটি লাগানো রয়েছে এটি 5G নেটওয়ার্কের জন্য দুর্দান্ত কাজ করে থাকেন । আশা করা যায় ভালোই কাজ হবে এই প্রসেসরে হবে।
Vivo V30e ব্যাটারি
Vivo V30e ফোনে 5500 MAH এর ব্যাটারি এই ফোনে পেয়ে যাবেন । এই ফোনটি খুবই স্লিম ডিজাইনের সেই কারণে কেউ ফোনটিকে দেখে বুঝতে পারবে না যে এটিতে 5500 MAH ব্যাটারি লাগানো রয়েছেন , এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে যা 44W এর চার্জার পেয়ে যাবেন ।
Vivo V30e র্যাম এবং ফোন মেমোরি কি থাকছে
Vivo V30e ফোনে র্যাম থাকবে 8GB এটিকে পরে আপনারা বাড়াতেও পারবেন আরো 8GB আপনারা 128 GB ও 256 GB স্টোরেজ ফোন পাবেন ।
Vivo V30e ফোনের কালার
Vivo V30e ফোনে যে কালার গুলি থাকছে খুবই সুন্দর লাগছে কালার গুলি ফোনে এই ফোনে শুধুমাত্র দুটি কালার পাবেন আপনারা কালার দুটি নিম্নে দেয়া হলো।
সিল্ক ব্লু
হালকা লাল ।
Vivo V30e ফোন যে সমস্ত ফিচারগুলো থাকছে সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের মাধ্যমে উপস্থাপন করা হলো আরো বিস্তারিত যাওয়ার জন্য অবশ্যই Vivo কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করে এই ফোনের বিষয়ে দেখতে পারেন এই ফোনটি গত 2 মে 2024 তারিখে ভারতে লঞ্চ করেছে ।