Sukanya Samriddhi yojana - সুকন্যা সমৃদ্ধি যোজনা
সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি চালু করেছেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের একের পর এক প্রকল্প সূচনা করে চলেছেন , এ কারণে এই প্রকল্পেদের স্লোগান তুলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও । কেন্দ্রীয় সরকার কন্যা সন্তানের অন্যদের জন্য বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প চালু করে করছেন । এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কন্যা সন্তানরা যাতে সমাজে কোনরকম অবহেলিত না হয় যোগ্য সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে ।
সুকন্যা সমৃদ্ধি যোজনা বা Sukanya Samriddhi yojana এই প্রকল্পের মাধ্যমে যদি আপনাদের বাড়িতে কন্যা সন্তান থেকে যাবে তবে আপনারা 10 লক্ষ টাকা পেতে পারেন । তবে এ আবেদন করতে হবে আপনার কন্যা সন্তানের 10 বছর বয়স হওয়ার আগে । 10 বছরের নিচে যেসব কন্যা সন্তানের বয়স শুধুমাত্র তাদের জন্যই কেন্দ্রীয় সরকার 10 লাখ টাকা বরাদ্দ করেছে ।
প্রকল্পের উদ্দেশ্য
কেন্দ্রীয় সরকার একটি স্লোগান রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও । অর্থাৎ এই সমাজে নারীদের সম্মান উচ্চ শিখরে থাকে সমাজে কোন রকম অবহেলিত না হয় নিজে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের একটি পরিচিত তৈরি করতে পারে । কোন মেয়ের অল্প বয়সে বৈবাহিক জীবনে পা দিতে যেতে না হয় , অর্থাৎ মেয়েদের সার্বিক উন্নয়নের জন্য এই লক্ষ্য। সেই কারণে যাতে আর্থিক কোন রকম বাধা সম্মুখীন না হতে হয় তার জন্যই 10 লাখ টাকা বরাদ্দ করা হচ্ছে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা বা Sukanya Samriddhi yojana প্রকল্পের মাধ্যমে ।
এই প্রকল্পের সুবিধা অনেকদিন আগে থেকে সাধারণ মানুষ পেয়ে আসছেন তবে অনেকে এখনো জানেন না এই প্রকল্পের বিষয়ে এই প্রকল্পের কি সুবিধা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে।
এই প্রকল্পে আবেদনের জন্য আগেকার নিয়মের থেকে বর্তমানে নিয়মের অনেক কিছু পরিবর্তন ঘটেছে , তবে এই প্রকল্পে আবেদন করার জন্য নতুন যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলি আলোচনা করা হবে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ সেগুলোকে দেখানো হবে।
আবেদনের নিয়ম
• আগে শুধুমাত্র SBI, POST OFFICE, HDFC সুকন্যা সমৃদ্ধি যোজনা সুবিধাগুলি পাওয়া যেত । কিন্তু এখন বর্তমানে যে কোন রাষ্ট্রয়ত্ত ব্যাংকে এই যোজনার আপনারা একাউন্ট খুলতে পারবেন ।
• এর আগে যারা টাকা জমা রেখেছিলেন সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে জমা রাখা টাকার উপর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 7.60 শতাংশ হারে সুধ দেওয়া হতো । কিন্তু এবার থেকে সুদের হার বাড়িয়ে মোট 8 শতাংশ করা হয়েছে । যেটা সাধারণ মানুষের জন্য খুবই লাভজনক অর্থাৎ রিটার্ন টাকার পরিমাণ আরো বাড়বে ।
আবেদনের যোগ্য
• এই প্রকল্পে যারা আবেদন করবেন বলে ভাবছেন সেই সব কন্যা সন্তানদের বয়স হতে হবে জন্ম থেকে 10 বছরের মধ্যে, 10 বছরের বেশি বয়স হলে এই প্রকল্পে আবেদন করা যাবে না , তাই শুধুমাত্র যাদের বয়স 10 বছরের কম তারা এই প্রকল্পের জন্য উপযুক্ত।
• একটি পরিবারে প্রথম দুই কন্যা সন্তান দের নামে এই প্রকল্পের সুবিধা পাবেন , তবে অনেক পরিবারের তিনটে কন্যা সন্তান যদি থাকে তাহলে আপনাদের এই প্রকল্পের সুবিধা পাবেন তবে এক্ষেত্রে প্রথম কন্যা সন্তানের পরবর্তীতে যদি দ্বিতীয়বার যমজ কন্যা সন্তান হয় সে ক্ষেত্রে তিনটি কন্যা সন্তানের জন্য এই সুবিধা পাবেন ।
• সুকন্যা সমৃদ্ধি যোজনা আওতায় মাসিক প্রিমিয়াম জমা করতে হবে সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 12500 টাকা পর্যন্ত । বিনিয়োগকারী কে তার সন্তানের 15 বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে মাসে সেই প্রিমিয়াম জমা দিতে হবে । তারপর সেই কন্যা সন্তানের যখন 21 বছর হবে তখন তার মোট জমা টাকা তুলে নিতে পারবেন ।
• তবে এক্ষেত্রে সন্তানের লেখাপড়ার জন্য যখন কন্যা সন্তানের 18 বছর বয়স হবে তখন এই যোজনায় জমানো টাকা থেকে কিছুটা পরিমাণ টাকা তুলতে পারবে , অর্থাৎ এই প্রকল্পের যদি আপনারা টাকা জমা করে থাকেন তবে কন্যা সন্তান এর বিয়ের সময় কোন চিন্তা করতে হবে না পরিবারকে ।
• এই যোজনা সুবিধা পেতে হলে আপনাকে প্রথমে যেভাবে 1 হাজার টাকা দিয়ে একটি ব্যাংক একাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলার সময় গার্জেনের KYC এবং সন্তানের জন্ম সার্টিফিকেট জমা দিতে হবে ।
প্রকল্পের সুবিধা
সুকন্যা সমৃদ্ধি যোজনা বা Sukanya Samriddhi yojana প্রকল্পের আওতায় যদি আপনি প্রত্যেক মাসে 1 হাজার টাকা করে জমা করেন তবে মেয়াদ শেষে আপনি 5 লক্ষ 92 হাজার টাকা পেয়ে যাবেন , যদি আপনি প্রত্যেক মাসে 2000 টাকা করে জমা করেন তবে মেয়াদ শেষ হবার পর আপনি 10 লক্ষ টাকা পাবেন , আবার যদি মনে করে যে আপনি প্রত্যেক মাসে 12500 টাকা করে জমা করবেন সে ক্ষেত্রে মেয়াদ শেষে আপনি পাবেন 63 লক্ষ টাকা । অর্থাৎ এই প্রকল্প আপনি যে রকম প্রিমিয়াম দেবেন মেয়াদ শেষ সেরকম রিটার্ন পাবেন
আবেদন পদ্ধতি
সুকন্যা সমৃদ্ধি যোজনা বা Sukanya Samriddhi yojana প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান তবে আপনাদের নিকটবর্তী পোস্ট অফিস অথবা ব্যাংকে গিয়ে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং একটি অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে। প্রয়োজনীয় নথি লাগবে আপনার কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট এবং আপনার যাবতীয় নথিপত্র সহ একটি ফরম পূরণ করে জমা করতে হবে ।
এ প্রকল্পে শুধুমাত্র যে সমস্ত কন্যা সন্তানের জন্ম থেকে 10 বছরের নিচে বয় শুধুমাত্র তারাই এই প্রকল্পে আবেদনযোগ্য যদি আপনি আবেদন করতে আরো বিস্তারিত জানতে চান তবে পোস্ট অফিস বা ব্যাংক এ গিয়ে যোগাযোগ করুন ।