নবান্ন স্কলারশিপ কি
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ ও নবান্ন স্কলারশিপ নবান্ন স্কলারশিপ রাজ্যের ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয় বলে এটিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল বৃত্তীয় বলা হয় ।নবান্ন স্কলারশিপ এর অধীনে বার্ষিক ১০,০০০/- টাকা করে আর্থিক সহায়তা করেন যাতে পড়ুয়াদের টিউশন এবং বই এর খরচ এবং অন্যান্য শিক্ষা বিষয় খরচ গুলি চালাতে পারে সেই কারণে বার্ষিক এই অনুদান সরকারের তরফ থেকে দেওয়া হয় । যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০/- টাকার কম সেই সমস্ত পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবেন ।
নবান্ন স্কলারশিপ যোগ্যতা
নবান্ন স্কলারশিপ এ আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতা গুলির প্রয়োজন সেগুলি নিম্নে দেওয়া হলো :
• আবেদনকারীকে অবশ্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা
হতে হবে
• আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্বীকৃত বোর্ড থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে ।
• আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে ।
• আবেদনকারী কে পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ থাকতে হবে ।
• আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০/- টাকার কম থাকতে হবে ।
নবান্ন স্কলারশিপ কি কি লাগবে
নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য কি কি লাগবে নিম্নলিখিত নথিগুলি নিম্নে দেওয়া হলো :
• আবেদনকারী শিক্ষার্থীর ভর্তির ফ্রি ফটোকপি
• আবেদনকারী শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষার মার্কসিট লাগবে।
• আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় সুপারিশ লাগবে ।
• ব্যাংকের পাস বইয়ের ফটোকপি , সেই ফটোকপি দের জন্য বিশদ বিবরণ থাকে যেমন IFSC কোড, শাখা কোড , শাখার নাম , অ্যাকাউন্ট নম্বর , ব্যাংকের নাম এই সমস্ত বিষয়গুলি যেন ফটোকপিতে উল্লেখ থাকে দেখে নেবেন।
• শিক্ষার্থীর দ্বারা সব গবেষণাপত্র লাগবে এখন যে কোর্স আপনি পড়ছেন সেই প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানের প্রধানের সিল এবং স্বাক্ষর লাগবে
• শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লাগবে।
নবান্ন স্কলারশিপ আবেদন
নবান্ন স্কলারশিপ এর আগে অফলাইনে আবেদন করতে হতো , চিফ মিনিস্টারের অফিসের আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় যে সমস্ত নথিগুলির প্রয়োজন সেগুলি একত্রিত করে পোস্ট করার মাধ্যমে আবেদন করতে হতো কিন্তু ২০২৩ সাল থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যায় এখন নিজে থেকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পদ্ধতিটাও আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো ।
নবান্ন স্কলারশিপ অনলাইন আবেদন কিভাবে করবেন পুরো পদ্ধতিটা দেখুন :
• সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সরকারি পোর্টাল - cmrf.wb.gov.in - এই লিংকে যেতে হবে।
• ওয়েব সাইটে আসার পর হোম পেজের নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন Financial Assistance for Education একটি সেকশন পাবেন সেটার ভিতরে Apply for Financial Assistance for Education একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করবেন ।
• এবার পরবর্তী লগ ইন পেজ খুলে যাবে সেখানে আপনাদের Signup অপশনে ক্লিক করে প্রথমে আবেদনকারীর মোবাইল নাম্বারের সাহায্যে সাইন আপ করে নিন এবং পরবর্তীতে মোবাইল নম্বরের সাহায্যে লগইন করুন ।
• লগইন হয়ে যাওয়ার পর একটি ফর্ম খুলে যাবে সেখানে তিনটি পর্যায়ে পাবেন এবং তিনটি পর্যায়ের মাধ্যমে ফর্মটি পূরণ করতে হবে , Basic Information , Assistance Related Information এবং Document Upload আর Final Submit
• Basic Information এ যে সমস্ত তথ্য গুলো লাগছে আবেদনকারীর নাম অভিভাবকের নাম বাসস্থানের পুরো ঠিকানা বয়স মাধ্যমিকের রোল নম্বর এবং মাধ্যমিক দেওয়ার বছর এবং আবেদনকারীর পরিবারে বার্ষিক আয়ের পরিমাণ এবং আরো কিছু তথ্য দিয়ে ফর্ম টি তে সাবমিট করতে হবে যখনই সাবমিট করবেন সঙ্গে সঙ্গে একটি রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন যেটি পরবর্তী সময় লাগবে ।
• যখনই রেজিস্ট্রেশনটি হয়ে যাবে দ্বিতীয় একটি ধাপ আছে সে ধাপটি হল Assistance Related Information সেখানে আপনাকে শিক্ষাগত তথ্য লাগবে আপনি এখন কোন কোর্সে পড়াশুনা করছেন পূর্ববর্তী পরীক্ষায় কত পারসেন্ট নাম্বার পেয়েছেন এবং ব্যাংকের তথ্য দিয়ে ফরমটিকে সাবমিট করতে হবে।
• দ্বিতীয় ধাপটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন ডকুমেন্ট আপলোড এবং ফাইনাল সাবমিট অপশন পাবেন ওখানে যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করার কথা বলছে সেগুলি PDF ফরম্যাট ৫০০KB এর মধ্যে আপলোড করতে হবে ডকুমেন্টগুলি এবং পরবর্তীতে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনার আবেদন পত্রের কাজটি সম্পূর্ণ হবে।