জমির দাগ নম্বর ও খতিয়ান তথ্য West Bengal Khatian & Plot Information : Know Your Property
দাগ এবং খতিয়ানের তথ্য পশ্চিমবঙ্গ সরকার । জমির খতিয়ান চেক এবং জমির দাগ নাম্বার দিয়ে তথ্য দেখা এর পদ্ধতি নিয়ে আজকে আপনাদের জানাবো ।
বাংলার ভূমি থেকে আপনারা জমির রেকর্ড চেক করতে পারবেন অনেকে আছেন যারা রেকর্ড করেছেন কিন্তু ওটা হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন জমির দাগ নাম্বার দিয়ে বা রেকর্ড হয়তো আগে থেকে আছে আপনারা হয়তো জানেন না এটাও আপনারা চেক করতে পারবেন। সম্পূর্ণ পদ্ধতিটাই আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো।
বাংলার ভুমিতে আপনারা যে যে সুবিধাগুলো পাবেন
অনলাইন আবেদন পরিষেবা
• এখানে মিউটেশনের আবেদন করতে পারবেন
• conversion এর আবেদন
• ওয়ারিশ আবেদন
• ফ্রি পেমেন্ট করতে পারবেন
• খাজনার জন্য আবেদন করতে পারবেন
সার্ভিস ডেলিভারি সুবিধা মধ্যে যে যে পরিষেবা পাবেন -
• ROR (জমির রেকর্ড) আবেদন ।• জমির দাগের তথ্য আবেদন
• জমির দাগের ম্যাপের তথ্য আবেদন
• মৌজা মানচিত্রের আবেদন
• স্বাক্ষরিত খতিয়ান দাগের তথ্য PLM কপি ডাউনলোড করা যায় ।
অনলাইন পরিষেবার স্থিতি চেক করার সুবিধা
• মিউটেশন স্ট্যাটাস চেক করা যায়
• কনভারশন স্ট্যাটাস চেক
• ওয়ারিশ স্ট্যাটাস চেক
• মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস চেক ।
অন্যান্য পরিষেবার মধ্যে যেগুলো রয়েছে
• GRN অনুসন্ধান
• মৌজা মানচিত্র
• আর এস এল আর এর তথ্য
• জমির শ্রেণীবিভাগ
• ই চালান পরিষেবা
• অনুসন্ধান
• জনসাধারণের অভিযোগ
• মৌজা তথ্য
বাংলার ভূমি 2024 - এ নিবন্ধন করুন
বাংলার ভূমি তে জমির তথ্য বা খতিয়ানের তথ্য অন্যান্য যে কোন অনলাইনে পরিষেবা পাওয়ার জন্য একজন ব্যবহারকারীকে বাংলার ভূমি তে একটি অনলাইন একাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ পদ্ধতি সম্পূর্ণ পদ্ধতি স্টেট বাই স্টেপ অনুসরণ করুন
• Banglarbhumi - অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।
• এবারের উপরে সাইন ইন এবং সাইন আপ বাটন পাবেন সেখান থেকে আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে ।
• এখানে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে নাম অভিভাবকের নাম ঠিকানা মোবাইল নম্বর। ইমেল আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে একটি সমস্ত কিছু তথ্য দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
• আপনার বাংলার ভূমিতে একটি আইডি তৈরি হয়ে গেল। মোবাইল নম্বরটি আপনার আইডি পাসওয়ার্ড যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় লিখলেন সেটি পাসওয়ার্ড হিসাবে কাজ করবে এবারে আপনি লগইন করতে পারবেন সাইন ইন অপশনে ক্লিক করে লগইন করা যাবে।
বাংলার ভূমিতে প্লট এবং খতিয়ান দ্বারা জমি রেকর্ড অনুসন্ধান করুন
কিভাবে জমির দাগের তথ্য বা খতিয়ানের তথ্য দেখবেন খুব সহজে কয়েকটি ধাপের মাধ্যমে আমরা আজকে জানাবো তাই নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুন
• আবারো আপনাকে বাংলার ভুমি ওয়েবসাইটের যেতে হবে এবং সাইন ইন অপশনে ক্লিক করে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে।
• এবারে Know Your Property একটি অপশন পাবেন সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন ।
• এবারে আপনার জমির কিছু তথ্য লাগবে যেমন জমিটির অবস্থান কোন জেলার ব্লকের নাম এবং কোন মৌজার এই তিনটে লেখার পর বাম দিকে একটু অপশন পাবেন সার্চ বাই খতিয়ান এবং সার্চ বাই প্লট যদি আপনাদের কাছে খতিয়ান থেকে থাকে তাহলে খতিয়ানের উপর ক্লিক করে খতিয়ান নাম্বারটি লিখে চ্যাপ্টা কোড দিয়ে ভিউ অপশনে ক্লিক করলে আপনার সামনে রেকর্ড শো করবে এখন আপনার জমিটি কার নামে রেকর্ড আছে যদি আপনার কাছে দাগ নাম্বার থেকে থাকে তবে আপনি সার্চ বাই প্লট এই অপশনটিতে ক্লিক করে আপনার দাগ নাম্বারটি লিখুন এবং ক্যাপচা করতে দিয়ে ভিউ অপশনে ক্লিক করলে আপনার ওই দাগে যতজনের নামে রেকর্ড আছে সবার নাম দেখতে পাবেন এভাবে আপনারা জমির দাগের তথ্য এবং খতিয়ান ও তথ্য খুব সহজেই ফোন বা ল্যাপটপের মাধ্যমে দেখতে পারবেন ।
বাংলার ভূমিতে অনলাইনে আরএস এবং এলআর এর তথ্য কিভাবে দেখবেন
বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে আপনার আরএস এবং এলআর রেকর্ড যাচাই করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখানো হবে তাই নিচের ধাপ গুলি অনুসরণ করুন ।
• আবারো আপনাদের বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে ।
• এবারে Citizen Information এটা ক্লিক করার পর RS - LR Information বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করতে হবে তারপরে আপনার জেলার নাম ব্লকের নাম মৌজার নাম আরএস এবং এলআর এর মধ্যে আপনার প্রয়োজনীয় বিকল্পটি নির্বাচন করতে হবে ।
• এবারে জমির দাগ নম্বর লিখুন এবং অনুসন্ধান অপশনে ক্লিক করলে আপনার সামনে বিস্তারিত আর এস এবং এলআর এর বিষয়ে তথ্য পাবেন।