কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হলো । অনলাইনে আবেদন পদ্ধতি দেখুন । Krishak Bandhu 2024

কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হলো । অনলাইনে আবেদন পদ্ধতি সম্পূর্ণ দেখুন । Krishak Bandhu 2024 . কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হলো, আবেদন পদ্ধতি দেখুন,
কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হলো । অনলাইনে আবেদন পদ্ধতি সম্পূর্ণ দেখুন । Krishak Bandhu 2024



পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় একটি প্রকল্প কৃষকদের সুবিধার্থে তাদের আর্থিক অবস্থার উন্নতিকরনের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু ( Krishak Bandhu ) প্রকল্প চালু করেন । এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা করা হয় ।

কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যাতে কৃষকদের ভালোভাবে কৃষি কাজে উন্নতি করতে পারে তার সুবিধার্থে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছরে দুটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য করা হয় , কৃষক বন্ধু প্রকল্প এর আগে অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে হতো , অফিসে গিয়ে ফর্ম পূরণ করে জমা করতে হতো কিন্তু এখন থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বাড়িতে বসে খুব সহজে কিভাবে আবেদন করবেন আবেদন করার সময় কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতিটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো।

Krishak Bandhu Scheme Benifits 2024


পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় একটি প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষক এক একরের কম এবং এককেরের বেশি জমি রয়েছে তারা সবাই এখানে আবেদন করতে পারবেন এবং কৃষক বন্ধুর সুবিধা পাবেন রাজ্য সরকারের তরফ থেকে যাদের এক এক করে বেশি জমি রয়েছে তারা প্রত্যেক বছর 10000 টাকার আর্থিক সাহায্য এক একরের কম জমে রয়েছে তাদেরকেও আর্থিক সাহায্য করা হয় এবং এটি বছরে দুটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়। তাই এখনও পর্যন্ত যারা এই প্রকল্পে আবেদন করেননি তারা এখন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে খুব সহজে আবেদন করতে পারবেন সম্পূর্ণ পদ্ধতিটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন।


Krishak Bandhu Application 2024


কৃষক বন্ধু প্রকল্পে এর আগে অফলাইনের মাধ্যমে ফরম জমা করতে হতো দুয়ারে সরকার ক্যাম্প অথবা ADO অফিসে কিন্তু বর্তমানে সেই পদ্ধতিটা অনলাইনের মাধ্যমে করা হয়েছে আপনি বাড়িতে বসে নিজের ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে খুব সহজে আবেদন জানাতে পারবেন। এবং আপনি কৃষক বন্ধুর সুবিধা পেতে থাকবেন। অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলোর প্রয়োজন পড়বে এবং কিভাবে আবেদন করবেন নিচে তে বাই স্টেপ দেখুন ।


Krishak Bandhu Application Process 2024


• সর্বপ্রথম আপনার ফোন অথবা ল্যাপটপ থেকে গুগলে কৃষক বন্ধু লিখে সার্চ করতে হবে।
• এরপরে আপনি অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন - https://krishakbandhu.net/
• যখনই আপনি ওয়েবসাইটে ভিজিট করবেন সেখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন সেটায় ক্লিক করতে হবে।
• এরপর আপনি একটি ফরম পাবেন সেই ফর্মে প্রথমে যার নামে আবেদন হবে তার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এবং সার্চ অপশনে ক্লিক করতে হবে ।
• পরবর্তী পেজে মোবাইল নম্বর লিখুন এবং Get OTP অপশনে ক্লিক করুন এবার আপনার ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি বসিয়ে Confirm OTP অপশনে ক্লিক করতে হবে।
• এরপর আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে ।
• আবেদনকারী ব্যক্তির দ্বিতীয় একটি মোবাইল নম্বর বসাতে হবে যদি আপনার ইমেইল আইডি থাকে তবে ইমেল আইডিটাও অবশ্যই দেবেন ।
• এরপরে একটি অপশন পাবেন যদি আপনি পিএম কৃষাণ প্রকল্পে আপনার নাম থেকে থাকে তবে Self Declaration অপশনে Yes করবেন , যদি আপনার পিএম কৃষানে নাম না থাকে তবে no করবেন।
• পরবর্তী অপশনে দুয়ারে সরকার আইডি নম্বর বসানো জায়গা আছে কিন্তু আপনি কি সেই ঘরে লিখবেন না ।
• এবার আপনার আধার কার্ড আপলোড করতে হবে ।
• আধার কার্ডের নম্বর ইনপুট করতে হবে।
• আবেদনকারী ব্যক্তির ভোটার কার্ড আপলোড করতে হবে।
• এরপরে আবেদনকারীর ব্যক্তির নাম ইংরেজি বড় হাতের লিখতে হবে , এবং যে সমস্ত তথ্য চাইছে সেগুলো পূরণ করতে হবে ।
• এরপরে পেজে যদি আপনাদের নিজের জমি হয় তাহলে তার পাশে ক্লিক করুন যদি বর্গাদার হন তাহলে তার পাশে ক্লিক করুন যদি পার্টটা থাকে তাহলে পট্টার বাসায় ক্লিক করুন।
• এবারে ব্যাংকের পাস বই আপলোড করতে হবে আবেদনকারী ব্যক্তির ।
• আবেদনকারী ব্যক্তির ব্যাংকের তথ্য পূরণ করতে হবে যেমন ব্যাংকের নাম অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড একাউন্টধরন ইত্যাদি পূরণ করতে হবে ।
• এবারে আপনার জমির তথ্য পূরণ করতে হবে।
• আপনার জমিটির কোন জেলা কোন ব্লক কোন মৌজার অন্তর্গত সেগুলো পূরণ করতে হবে।
• এবারে আপনার জমির তথ্য দিতে হবে যেমন খতিয়ান নম্বর দাগ নম্বর জমির পরিমাণ জে এল নম্বর ইত্যাদি তথ্য পূরণ করতে হবে এবং জমির রেকর্ড আপলোড করতে হবে ।
• এবারে সেলফ ডিক্লারেশন অপশনে ক্লিক করতে হবে , এবং একটি জমির ডকুমেন্ট আপলোড করতে হবে ।
• যদি আপনাদের একাধিক মৌজায় জমি থেকে থাকে তবে অ্যাড ল্যান্ড ডিটেলস অপশনে ক্লিক করতে হবে এবং আরো জমি এড করতে পারবেন ।
• এবারের সমস্ত তথ্য একবার ভালোভাবে দেখে নেবেন দেখার পর নিচে দেখবেন Create Farmer এই অপশনটিতে ক্লিক করলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণ হয়ে যাবে ।

কৃষক বন্ধু প্রকল্পে খুব সহজে আপনার ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বাড়িতে বসে আবেদন করার পর স্ট্যাটাস চেক করার একটি অপশন রয়েছে সেখান থেকে আপনার স্ট্যাটাসটিও দেখতে পারবেন যদি কোনরকম এই বিষয়ে সমস্যার তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন Contact Us পেজের মাধ্যমে অথবা মেইল করতে পারেন ।

About the Author

Blogger, Education Content Creator, YouTuber

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.