NMMSE WB 2024 : এই স্কলারশিপে বছরে ১২,০০০ টাকা পাবেন ছাত্র-ছাত্রীরা । এক্ষুনি আবেদন করুন

NMMSE WB 2024 : এই স্কলারশিপে বছরে ১২,০০০ টাকা পাবেন ছাত্র-ছাত্রীরা । এক্ষুনি আবেদন করুন । nmms scholarship apply online । nmms scholarship for class
NMMSE WB 2024 : এই স্কলারশিপে বছরে ১২,০০০ টাকা পাবেন ছাত্র-ছাত্রীরা ।  এক্ষুনি আবেদন করুন



যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন অষ্টম শ্রেণীতে পাঠরত সেই সব ছাত্র-ছাত্রীদের জন্য দুর্দান্ত বড় একটি আপডেট NMMSE Scholarship 2024 , এই স্কলারশিপে প্রত্যেক বছর ছাত্র-ছাত্রীদের ১২ হাজার টাকা স্কলারশিপ দেবে সরকার । ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন এই স্কলারশিপ এর আবেদন করার জন্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগবে কি কি যোগ্যতা প্রয়োজন কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে সম্পন্ন পদ্ধতি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে NMMS SCHOLASHIP 2024

ন্যাশনাল মেরিট কাম মেন্স স্কলার্শিপ এক্সাম (NMMSE) কোন শুধু রাজ্যের অষ্টম শ্রেণীর পাঠরত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন , এটি একটি বৃত্তি পরীক্ষার এই পরীক্ষাটে যদি আপনি পাস করতে পারেন তবে আপনি স্কলারশিপ এর টাকা পাবেন , ফরম পূরণ করার পর কিছুদিন পর পরীক্ষার আগে একটি অ্যাডমিট কার্ড বের হবে সেই এডমিট কার্ডটি প্রিন্ট করে ওখানে আপনার পরীক্ষা দেওয়ার স্থান লেখা থাকবে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে পরবর্তীতে যেমন রেজাল্ট দেবে তখন যদি আপনি পাস করতে পারেন তবে আপনি এই স্কলারশিপের টাকা পাবেন । যে সমস্ত ছাত্র ছাত্রীরা সপ্তম শ্রেণী পাস করে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকে এই স্কলারশিপ এ টাকা দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপ এর সুবিধা ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পেতে থাকে সর্বমোট চার বছর স্কলারশিপ দেওয়া হয় এই স্কলারশিপ আবেদন করতে গেলে সাধারণত ছাত্র-ছাত্রীদের ফ্যামিলি ইনকাম ৩,৫০,০০০ টাকার নিচে থাকতে হবে।



NMMSE স্কলারশিপ এ আবেদনের যোগ্যতা


• ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

• সপ্তম শ্রেণীতে ৫৫% নম্বর নিয়ে এবারে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন , SC, ST , প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫% শিথিল রাখা হয়েছে ।

• পিতা মাতার আয় হতে হবে ৩,৫০,০০০ টাকার নিচে থাকতে হবে।

• আবেদনকারী ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে

• আবেদনকারী ছাত্র-ছাত্রীদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক থাকতে হবে।


বৃত্তির পরিমাণ কত


NMMSE স্কলারশিপের মাধ্যমে রাজ্যের সকল পড়ুয়ারা প্রত্যেক বছর ১২,০০০ টাকার বৃত্তি পাবে । এই বৃত্তিটি প্রত্যেক বছর রিনিউয়াল করতে হয় , এই স্কলারশিপের টাকা অষ্টম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পেয়ে থাকে , এই স্কলারশিপের টাকা ছাত্র-ছাত্রীদের DBT এর মাধ্যমে নিজস্ব ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হয় ।


অনলাইন আবেদন


NMMSE স্কলারশিপের আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে ১৫-০৭-২০২৪ থেকে ১৪-০৮-২০২৪ পর্যন্ত চলবে।


NMMSE পরীক্ষার কবে


NMMSE পরীক্ষা হবে আগামী ১৫-১২-২০২৪ তারিখে



NMMS Scholarship Apply - ন্যাশনাল মেরিটকাম মেন্স স্কলারশিপে আবেদন পদ্ধতি


• সর্বপ্রথম - https://scholarships.wbsed.gov.in/ এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।

• এই ওয়েবসাইটে আপনারা যাবতীয় এই পরীক্ষার বিষয়ে সমস্ত তথ্য পাবেন রেজাল্ট থেকে শুরু করে এডমিট কার্ড সমস্ত কিছু ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ।

• আবেদন করার জন্য সর্বপ্রথমে New User Resigter here এই অপশনে ক্লিক করবেন ।

• এবারে এই nmmse পরীক্ষার বিষয়ে কিছু তথ্য লেখা থাকবে নিচে একটি অপশন পাবেন Proceed To Registration এটাই ক্লিক করবেন ।

• এবারে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে এখানে ছাত্র ছাত্রীর নাম , পিতার নাম , মোবাইল নম্বর, জন্ম তারিখ ইমেইল আইডি , ঐগুলো লিখে Register অপশনে ক্লিক করলে একটি আইডি নম্বর পাবেন ।

• এবারে লগইন অপশনে যাবেন দিয়ে আইডি নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে Sign In করুন ।

• পরবর্তীতে নিজের পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে এবং যে সমস্ত তথ্য গুলো চাইছে সেগুলি পূরণ করতে হবে ।


• ওইখানে একটি অপশন পাবেন HOI ফর্ম এটাকে ডাউনলোড করতে হবে এবং আপনার স্কুলের হেড মাষ্টারের সই করে আপলোড করতে হবে সাথে বিডিও ইনকাম সার্টিফিকেটও ও আপলোড করতে হবে আর যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে বলছে সেগুলো আপলোড করে তবেই আপনি এপ্লিকেশন লক করবেন কারণ একবার অ্যাপ্লিকেশন লক হয়ে গেলে আর কিছু পরিবর্তন বা এড করা যাবে না ।

আবেদন পত্র লক করে দেওয়ার পর একটি ফর্ম ডাউনলোডের অপশন পাবেন সেটিকে ডাউনলোড করে আপনার স্কুলে জমা করাতে হবে এবং সমস্ত তথ্য ঠিক থাকলে সেগুলোকে ভেরিফাই করে দেবে এবং পরীক্ষার আগে আপনারা এই পোর্টাল থেকে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আরো তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন উপরে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন।

About the Author

Blogger, Education Content Creator, YouTuber

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.