এবারে পাকা বাড়ি তৈরি করতে প্রত্যেক পরিবার কিছু ১ লক্ষ ২০০০০ টাকা করে দেবে জানিয়েছেন রাজ্য সরকার , এই টাকাটা পাবে তিনটে কিস্তির মাধ্যমে এতে করে আপনাদের বাড়ি তৈরি করতে খুব সহজ হবে । বাংলা আবাস যোজনায় প্রথম কিস্তির পরিমাণ হলো ৬০ হাজার টাকা দ্বিতীয় কিস্তির পরিমান ৪০ হাজার টাকা আর সর্বশেষ তৃতীয় কিস্তির পরিমাণ কুড়ি হাজার টাকা দেবে রাজ্য সরকার
আবাস যোজনা শেষ কিস্তির টাকাটা সরকার এমন সময় দিতে চলেছে যে তার ৭-৮ মাস পরে ২৬ এর বিধানসভা ভোট এমনভাবে তিনি লোকসভা ভোটের আগেও রাজ্যের মহিলাদের লক্ষীর ভান্ডারের টাকা দিয়েছিলেন ।
আমার যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১১ লক্ষ উপভোক্তা অর্থ ৪৪ লক্ষ পরিবার পিছু চারজন ধরে মানুষ সুবিধা পাবে , বিশেষজ্ঞ মহলের মধ্যে গ্রামের মানুষের কাছে নিজের ভীত শক্ত করার জন্যই পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনা এই সিদ্ধান্ত নিয়েছে ।
নবান্ন থেকে একটি খবর পাওয়া গেছে যে এই বাংলা আবাস যোজনার প্রার্থী বাছাই করার সময় কিছু সতর্কতা অবলম্বন করবে রাজ্য সরকার কোনো রকম কোনো দুর্নীতি ঘটনার যাতে না ঘটে সেই দিকে নজর দেবে।
কবে সমীক্ষা শুরু হবে :
বাংলা আবাস যোজনা প্রকল্পে কবে থেকে সমীক্ষা শুরু হবে কবে আপনার বাড়িতে অফিসাররা গিয়ে সমীক্ষা করবে
একটি গাইড লাইনে বলা হয়েছে অক্টোবরের 21 তারিখ থেকে শুরু করে ৩০ শে অক্টোবরের মধ্যে বাড়ি বাড়ি ঘুরে এই আবাস যোজনা সমীক্ষা করা হবে। এবং এই আবাস যোজনায় যারা বাড়ির টাকা পাওয়ার যোগ্য প্রার্থী তাদের এই লিস্টের নাম অন্তর্ভুক্ত করা হবে।
১৪ ই নভেম্বরের মধ্যে একটি ক্রস চেকিং করা হবে , ২১ থেকে ২৭ নভেম্বরের মধ্যে বিডিও,এসডিও,এবং জেলাশাসকের অফিসের সামনে এবং অফিসিয়াল ওয়েবসাইটে যারা বাড়ি পাবে সেই সমস্ত ব্যক্তিদের নামের তালিকা দেওয়া থাকবে ।
যদি কারো কোন অভিযোগ থাকে তবে তা জানাতে পারবেন তারপরে ১৩ ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের একটি কমিটি ফাইনাল নামের লিস্ট অনুমোদন দেবেন । Bangla Awas Yojana new list
যাদের নামের ফাইনাল লিস্টে নাম থাকবে সেই সমস্ত ব্যক্তিদের কে ২০ ই ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা ব্যাংক একাউন্টে পাঠানো হবে।
টাকা পাওয়ার শর্ত
বাংলা আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে সেগুলির নিম্নে দেওয়া হল :
• যদি আপনার বাড়িতে তিন বা চার চাকার কোন গাড়ি থাকে তিন বা চার চাকার যদি কোন কৃষি যন্ত্রপাতি থাকে তাহলে চলবে না ।
• মাসিক ১৫ হাজার টাকার বেশি এরকম পরিবার টাকা পাবে না
• যে সকল পরিবারের যদি আয়কর দেন তবে আপনি এই বাড়ির টাকা পাবেন না ।
• যদি আপনাদের আড়াই করবা তার বেশি সেচযুক্ত জমি থেকে থাকে তবে আপনি এই বাড়ি টাকা পাবেন না ।
• যদি আপনাদের অশেচ যুক্ত ৫ একরের বেশি জমি থেকে থাকে তবে আপনি এই বাড়ি টাকা পাবেন না ।
• যদি আপনাদের বাড়িতে আগে থেকে পাকা ঘর বা অন্য কোন সরকারি ঘর থেকে থাকে তবে আপনি এই বাড়ি টাকা পাবেন না ।
• যদি পরিবারের কেউ সরকারি ঘর পেয়ে থাকে তবে আর সেই পরিবারের নতুন কোন সদস্য ঘর পাবে না ।
• বাড়িতে যদি মাছ ধরার বোট থাকে তাহলে এই টাকা পাবে না ।
• যদি আপনাদের কৃষাণ ক্রেডিট কার্ড থাকে এবং সেই কার্ড দিয়ে লোন নেওয়ার পরিমাণ যদি ৫০০০০ টাকার উপরে থাকে তবে আপনি বাড়ি করার টাকা পাবেন না ।
• যদি আপনাদের পরিবারের কেউ সরকারি চাকরি করে তাহলে আপনি পাবেন না ।
• নিজের নামে ল্যান্ডফোন থাকলে পাবেন না।
• যদি আপনারা প্রফেশনাল ট্যাক্স দেন তবে পাবেন না ।