যুবশ্রী প্রকল্পের টাকা কবে ঢুকবে , কাদের জন্য , অনলাইনে আবেদন , নতুন লিস্ট 2024

যুবশ্রী প্রকল্পের টাকা কবে ঢুকবে , কাদের জন্য , অনলাইনে আবেদন , নতুন লিস্ট 2024 । yuvasree-prakalpa-bengali । যুবশ্রী প্রকল্প 2024 । যুবশ্রী প্রকল্প ক
যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গের যুবসমাজের উদ্দেশ্যে একটি কল্যাণমূলক উদ্যোগ যা রাজ্যের বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের করা হয়। বর্তমানে প্রত্যেক বছর যুবশ্রী প্রকল্পে রাজ্যের এক লক্ষরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে । যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্য সুবিধা নতুন লিস্ট অনলাইন আবেদন সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ।



যুবশ্রী প্রকল্পের টাকা কবে ঢুকবে , কাদের জন্য , অনলাইনে আবেদন , নতুন লিস্ট 2024



যুবশ্রী প্রকল্প 2024


যুবশ্রী প্রকল্পটি শুরু হয় ২০১৩ সালে পশ্চিমবঙ্গের শ্রম বিভাগ এর অধীনে এই যুবশ্রী প্রকল্পটি চালু করা হয় এই প্রকল্পের আগের নাম ছিল যুব উৎসাহ প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর নথিভুক্ত চাকরি প্রার্থীদের মধ্যে যারা এখনো বেকার রয়েছেন তাদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা কর্মসংস্থার উদ্যোগ নিতে পারে এই প্রকল্পের অধীনে প্রত্যেক মাসে সুবিধা ভোগীরা ১৫০০ টাকা পায় ।

রাজ্যের বাজেট ২০২৪ এই যুবশ্রী প্রকল্পের অধীনে এই ভাতার পরিমাণ বাড়িয়ে দু হাজার টাকা করা প্রস্তাব হয়েছে। এবং নতুন অর্থবর্ষে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার।


যুবশ্রী প্রকল্প কাদের জন্য


যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকা প্রয়োজন

• যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং বেকার যুবক এবং যুবতী হতে হবে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন।

• আবেদনকারকে অবশ্যই ইমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চাকরি সন্ধানকারী হিসাবে নিজের নাম নথিভুক্ত থাকতে হবে ।

• যুবশ্রী প্রকল্প আবেদন করার জন্য অবশ্য আবেদনকারী ব্যক্তিকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বা তার উপর হতে হবে ।

• আবেদনকারী ব্যক্তির বয়স হতে হবে ১লা এপ্রিল তারিখে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হলে তবে আপনি আবেদন করতে পারবেন

• আবেদনকারী ব্যক্তিকে যেকোনো রাজ্য বা কেন্দ্রীয় স্পন্সর্কিত কোন স্বকর্ম সংস্থান প্রকল্পের অধীনে কোনরকম লোন না থাকে তবে আপনি আবেদন করতে পারবেন।

• যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য একটি পরিবার থেকে শুধুমাত্র একজনই আবেদন করতে পারবেন ।


যুবশ্রী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে


যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত যে সমস্ত নথিগুলো প্রয়োজন :

• Annexure I (আবেদনপত্র)
• Annexure II ( বেকারত্ব শংসাপত্র একজন গ্রুপ A অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে)
• Annexure III (স্ব ঘোষণা পত্র)
• আবেদনকারী ব্যক্তির আধার কার্ড
• আবেদনকারী ব্যক্তির ভোটার কার্ড
• আবেদনকারী ব্যক্তির মাধ্যমিকের মার্কশিট
• আবেদনকারী ব্যক্তির ব্যাংকের পাস বই
• আবেদনকারী ব্যক্তির পাসপোর্ট সাইজের ফটো
• আবেদনকারী ব্যক্তির যদি কাস্ট সার্টিফিকেট থাকে


যুবশ্রী প্রকল্প অনলাইনে আবেদন


যুবশ্রী প্রকল্পে আবেদন অনলাইনে করা সম্ভব কিভাবে আবেদন করবেন সমস্ত পদ্ধতি নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করুন

• সর্ব প্রথমে যুবশ্রীর Employment Bank অফিসিয়াল সাইটে যেতে হবে - https://employmentbankwb.gov.in/

• এবারে হোমপেজে একটি অপশন দেখতে পাবেন New Enrollment Job Seekers এই অপশনটিতে ক্লিক করবেন ।

• এরপর Terms and Condition দেখতে পাবেন সেটি পড়ার পর নিচে চেক বক্সে ক্লিক করে Accept and Continue অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করবেন ।

• এবারে নতুন একটি Job Seekers - New Enrollment ফর্ম দেখতে পাবেন সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন কন্টাক ইনফরমেশন এডুকেশন ডিটেলস ল্যাঙ্গুয়েজ ফিজিক্যাল মেজারমেন্ট অ্যাডিশনাল ইনফর্মেশন এই সমস্ত তথ্যগুলো পূরণ করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর নিচে সাবমিট অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে ।

• এবার আপনাকে জন্ম তারিখের প্রমাণ হিসেবে যে কোন একটি ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন মাধ্যমিকের এডমিট কার্ড অথবা সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট এবং ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ড আপলোড করতে পারবেন।

• এবারে যখন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন আপনি একটি Enrollment Id পেয়ে যাবেন সেটা সাহায্য পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়াও আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে স্ট্যাটাস কেউ জানিয়ে দেয়া হবে ওই মেসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই ম্যানেজার জানানো হয় আপনাকে কখন Annexure II এবং Annexure III ওয়েবসাইটে আপলোড এবং এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করতে হবে ।


যুবশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক


যুবশ্রী প্রকল্প স্ট্যাটাচ চেক করার জন্য নিম্নলিখিত পদ্ধতি গুলো অনুসরণ করুন :

• সর্বপ্রথমে আপনাকে https://employmentbankwb.gov.in/ অফিসিয়াল সাইটে যেতে হবে ।

• এবারে হোমপেজে আসার পর বাম দিকে Yuvasree একটি অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন ।

• এবার আপনাকে স্ট্যাটাস চেক করার জন্য View Status For Enrollment And Yuvasree একটি অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন ।

• এরপর আপনি Enrollment Id ও Security কোড টি পূরণ করে আপনার আবেদনের স্ট্যাটাসটি খুব সহজে চেক করতে পারবেন ।


যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2024


যুবশ্রী প্রকল্প পঞ্চম ওয়েটিং লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেই লিস্টে প্রায় ২৫ হাজার নাম রয়েছে।

• এই লিংক থেকে আপনারা যুবশ্রী প্রকল্পের পঞ্চম ওয়েটিং লিস্ট ডাউনলোড করতে পারবেন - https://employmentbankwb.gov.in/admin/pdf/YUP_5th_list.pdf

এছাড়াও আপনারা নিম্নলিখিত অফিসিয়াল ওয়েবসাইট থেকেও যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট এবং আবেদন করেন নাম আছে কিনা বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে সমস্ত কিছু তথ্য চেক করতে পারবেন।

• আপনাকে আবারো এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।

• হোমপেজে একটি অপশন পাবেন view status in final waiting list of Yuvasree এই অপশনটিতে ক্লিক করতে হবে।

• তারপরে নতুন একটি পেজ দেখতে পাবেন Job Seekers id এবং সিকিউরিটি কোড টা লিখে সাবমিট করলে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন এখন আপনার যুবশ্রী প্রকল্পের আবেদনটি কি অবস্থায় আছে । যদি আপনার নতুন লিস্টে নাম থেকে থাকে তবে মনে রাখবেন Annexure III ফরমটি জমা করা বাধ্যতামূলক।

About the Author

Blogger, Education Content Creator, YouTuber

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.