দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক জায়গায় জল ঢুকেছে , উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা গেছে ধ্বস নামার ঘটনা , এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার ৪৬৮ কোটি টাকা বরাদ্দ করেছেন |
ফসলের ক্ষতিপূরণ পেতে কি করতে হবে?
ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য প্রথমত বলব আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার জন্য বাংলা শস্য বিমার ফর্ম সংগ্রহ করতে হবে এবং তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা করতে হবে স্থানীয় পঞ্চায়েত অফিস বা ADO অফিসে | এই বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করলে এই প্রকল্পের আওতায় প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবেন ফলে কৃষকদের জন্য এই প্রকল্প একদম বিনামূল্যে কোনরকম কোন প্রিমিয়াম আপনাদের জমা করতে হবে না |
কোন কোন কৃষক ক্ষতিপূরণ পাবেন?
ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে সমস্ত কৃষকরা ২০২৪ সালে খারিফ মৌসুমে বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন এবং সেই সমস্ত কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকদের তাদের নিজস্ব ব্যাংক একাউন্টে ইতিমধ্যে ক্ষতিপূরণের টাকা জমা দেওয়া শুরু হয়েছে , দেখা গেছে যে দক্ষিণবঙ্গের অনেক কৃষক আছে যারা এই ক্ষতি পূরণের টাকা পেয়েছেন |
ফসলের ক্ষতিপূরণের অর্থ পাওয়ার স্ট্যাটাস কিভাবে চেক করবেন - Bangla Shasya Bima Status
কিভাবে আপনার ফসলের ক্ষতিপূরণের অর্থ পাবেন কিনা তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সম্পূর্ণ পদ্ধতি নিম্নে দেওয়া হলো :-
• সর্বপ্রথম Bajaj Allianz এই ওয়েবসাইটে যেতে হবে - Bajaj Allianz
• এরপর আপনি যখনই Bajaj Allianz সাইটে ভিজিট করবেন সেখানে With bank Details Search একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করবেন |
• এরপর একটি ফর্ম খুলে যাবে সেখানে সাল সেশন রাজ্যের নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম আপনার যে ব্যাংকের বই সেই ব্যাংকের নাম কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং কৃষকের নাম লিখে সার্চ করতে হবে |
• যদি এই কৃষক এই বিমাতে নাম নথিভুক্ত করে থাকে তাহলে তার সমস্ত বীমা সংক্রান্ত তথ্য এখানে দেখতে পাবে |
• এবার Claim Details এর ঘরে যে টাকাটি দেখতে পাবেন সেটা কৃষক তার নিজস্ব ব্যাংক একাউন্টে পাবেন |
• এবারে যদি ওখানে Claims Under Process লেখা দেখতে পান তবে খুব তাড়াতাড়ি এই কৃষক টাকা পেয়ে যাবেন |
• আর Claims Not Reported Yet দেখালে সেই সমস্ত কৃষক এই টাকা পাবে না |
বাংলা শস্য বীমা প্রকল্পে এইভাবে খুব সহজে জেনে নিতে পারবেন ক্ষতিপূরণের পরিমাণ কত এবং আর্থিক সহায়তা পেতে সক্ষম হবেন |
আবেদন প্রক্রিয়া ও সময় সীমা - Bangla Shasya Bima Form fillup
বাংলা শস্য বীমা প্রকল্পে সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছেন যে বন্যার কারণে কৃষকরা যাহাতে ফসলের ক্ষতিপূরণ পায়, সেই জন্যই বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন করার সময়সীমা ৩০শে অক্টোবর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে যাহাতে সবাই আবেদন করতে পারে |
যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন তারা অনেকই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাচ্ছেন , যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেননি তারা খুব দ্রুত ফর্ম পূরণ করে জমা করুন , তাহলেই আপনারা এই প্রকল্পের অধীনে এই সুবিধা পাবেন |