সূত্রের খবর অনুযায়ী , এই নতুন ভাতা যে সমস্ত ব্যক্তিরা পাবেন তারা কারা পূজোর আগে একটি সমীক্ষা করা হয়েছিল সেই সমীক্ষা অনুযায়ী ঠিক করা হয়েছে কোন কোন উপভোক্ত তারা এই বাধা পাবেন এবং সে সমস্ত ব্যক্তিদের একটি তালিকায় যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে |
জয় বাংলা প্রকল্প
জয় বাংলা প্রকল্প ২০২১ সালে রাজ্যের তত্ত্বাবধানে বিভিন্ন সামাজিক প্রকল্পের এক ছাতার নিচে এনে এই জয় বাংলা প্রকল্পটি চালু করা হয়েছে এই জয় বাংলা প্রকল্পের মধ্যে অনেকগুলি ভাতা অন্তর্ভুক্ত রয়েছে। জয় বাংলা প্রকল্পের মধ্যে যে সমস্ত ভাতা গুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি নিম্নে দেয়া হলো :-
• জয় জোহর
• তপশিলি বন্ধু
• বিধবা ভাতা
• বার্ধক্য ভাতা/বয়স্ক ভাতা
• মানবিক ভাতা
• বয়স্ক তাঁতিদের ভাতা
• বয়স্ক শিল্পীদের ভাতা
• প্রবীণ মৎস্যজীবীদের ভাতা
• বয়স্ক কৃষকদের ভাতা
এই প্রকল্পের আওতায় প্রত্যেক উপভোক্তাকে প্রত্যেক মাসে মাসিক ১০০০ টাকা ভাতা দেওয়া হয় , এই প্রকল্পে বর্তমানে রাজ্যের প্রায় এক কোটি মানুষ এই ভাতার সুবিধা পাচ্ছেন |
এর মধ্যে প্রায় ২০.১১ লক্ষ মানুষ NSAP মাধ্যমে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আর্থিক সাহায্য পান |
কেন্দ্র ও রাজ্য সরকারের ভাতার ভাগ
এই ভাতা প্রদানের কেন্দ্রীয় সরকারের অংশগ্রহণ খুব সীমিত মাত্র , NSAP অধীনে রাজ্যগুলোকে একটি সামান্য অংশ দেয় কেন্দ্র |
বার্ধক্য মাতার ক্ষেত্রে ১০০০ টাকার মধ্যে থেকে ৭০০ টাকা দেয় রাজ্য সরকার এবং ৩০০ টাকা দেয় কেন্দ্র সরকার , তবে ৮০ বছরের বেশি বয়স্কদের জন্য কেন্দ্রীয় সরকার মাসিক ৮০০ টাকা দেয় |
প্রত্যেক বছর এই প্রকল্পের উপভোক্তাদের যাচাই করণ করা হয় প্রত্যেক উপভোক্তার বাড়িতে গিয়ে এই প্রকল্পের যাচাই করন করা হয় সেই উপভোক্তা এখনো জীবিত আছে কিনা বা অন্য কোথাও চলে গেছে কিনা এই সমস্ত কিছু তথ্য উপভোক্তার বাড়িতে গিয়ে দেখা হয় |
গত বছর এই সমীক্ষায় দেখা গিয়েছে যে অনেক উপভোক্তা মারা গিয়েছে বা অন্য কোথাও চলে গিয়েছে যার ফলে , ১.৫ লক্ষ নতুন উপভোক্তাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করা হয়েছে |
উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া
রাজ্যের এক বড় কর্মকর্তা জানান যে নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্ত করার জন্য প্রত্যেক উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে ছবি জিও ট্যাগিং ইত্যাদি করা হয়েছে , এই যাচাইয়ের ভিত্তিতে নতুন উপভোক্তাদের এই প্রকল্পের অন্তর্ভুক্তির প্রক্রিয়া চালু করা হয়েছে |
এই সমীক্ষা এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শীঘ্র ১.৫ লক্ষ নতুন বয়স্ক মানুষের বয়স্ক ভাতা আসবেন রাজ্য সরকার এই প্রকল্পকে কার্যকর করার জন্য দ্রুত কাজ করে চলেছে |
জয় বাংলা পেনশন স্কিমের জন্য যোগ্যতা
জয় বাংলা পেনশন স্কিমের সুবিধা পেতে কিছু নির্দেশিকা দেওয়া আছে সেগুলো নিচে দেওয়া হল
১. এই স্কিমে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
২. জয় বাংলা পেনশন স্কিমে আবেদন করার জন্য আবেদনকারীর সরকার থেকে অন্য কোন ভাতা নেওয়া যাবে না
৩. আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে
জয় বাংলা স্কিমে কিভাবে আবেদন করবেন
১. আবেদনকারীকে অফলাইনে জয় বাংলা স্কিমের জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে
২. নিজে থেকে অনলাইন আবেদন করা যাচ্ছে না।
৩. জয় বাংলা স্কিমের যে ফর্মটি আছে সেটা আপনারা দুয়ারে সরকার কিংবা আপনাদের BDO অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।
৪. নির্দিষ্ট ফর্মটা ফিলাপ করে আপনাদের BDO অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে
৫. জয় বাংলা প্রকল্পে যে ফর্মটি আছে সেটি আমি নিচে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড ফর্ম বলে একটি বাটন পাবেন সেখানে ক্লিক করলে আপনি সেই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন ।
জয় বাংলা স্কিমে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে নিচে দেওয়া হলো
১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি ।
২. কাস্ট সার্টিফিকেট যদি থাকে তার জেরক্স
৩. ভোটার কার্ড (জেরক্স)
৪. আধার কার্ড (জেরক্স)
৫. খাদ্য সাথী কার্ড (জেরক্স)
৬. ব্যাংক একাউন্টের (জেরক্স)
৭. ইনকাম সার্টিফিকেট
৮. রেসিডেন্টাল সার্টিফিকেট ।