এর মূল উদ্দেশ্য হলো রাজ্যের যে সমস্ত গরিব ও প্রান্তিক মানুষের যাদের কাঁচা বাড়ি আছে পাকা বাড়ি নেই সেই সমস্ত মানুষের বসবাস করার জন্য একটি পাকা বাড়ি নির্মাণ করার জন্য এই আর্থিক সহায়তা করা হয় | কিন্তু এই আর্থিক সহায়তা কারা পাবেন এ বিষয়টি খুব গুরুত্ব সহকারে এই সমীক্ষার মাধ্যমে দেখা হচ্ছে |
এবারের এই সমীক্ষার মাধ্যমে উপভোক্তা তালিকা তৈরি করতে গিয়ে যেকোনো ত্রুটি রাখতে নারাজ রাজ্য সরকার | তাই এবার এই সমীক্ষার মাধ্যমে যাতে সঠিক উপভোক্ততারাই এই প্রকল্পের সুবিধা পায় তার এই যাচাই প্রক্রিয়াটি হচ্ছে কিছু এলাকায় উপনির্বাচন থাকার কারণে ওই এলাকায় বাদ দিয়ে রাজ্য সমস্ত জায়গায় এই সমীক্ষার কাজ শুরু হয়েছে |
বাংলা আবাস যোজনা যাচাই প্রক্রিয়ার অগ্রগতি
বাংলা আবাস যোজনা সমীক্ষার কাজ ইতিমধ্যে গত সোমবার থেকে শুরু হয়েছে এবং প্রায় দু'লক্ষ বাড়ি যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে | এরমধ্যে থেকে প্রায় ২০ শতাংশ বাড়ি অযোগ্য হিসাবে চিহ্নত হয়েছেন |
এই কদিনের যাচাই য়ের মাধ্যমে দু লক্ষ পরিবারের মধ্য থেকে ৪০০০০ পরিবারের নাম বাদ পড়েছে , কিন্তু এই নামগুলো কেন বাদ যাচ্ছে লিস্ট থেকে তা নিয়ে রয়েছে কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কারণ |
আবাস যোজনা আগে যাচাই ও বর্তমান যাচাইয়ের পরিবর্তন
এর আগে আবাস যোজনা প্রকল্পের ২০২২ সালে ডিসেম্বর মাসে একটি সমীক্ষা করা হয়েছিল তখনকার সেই পরিসংখ্যা অনুযায়ী প্রায় ১১ লক্ষ মানুষ গতরে টাকা পাওয়ার জন্য যোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল | কিন্তু এই দুই বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক কিছু বদলেছে |
অনেকে এই দুই বছরের মধ্যে নিজের উদ্যোগে বাড়ি তৈরি করে ফেলেছেন অনেকে আছেন যারা ধান পরিবর্তন করে ফেলেছেন এবং অন্যস্থানে এখন বসবাস করছেন |
এর পাশাপাশি কেন্দ্রীর কিছু নিয়মের পরিবর্তনে এসেছে , এখন যদি কোন পরিবারের সদস্যর আয় ১৫০০০ টাকার বেশি হয় তাহলে এই পরিবারটি এই বাড়ি তৈরি করার জন্য এই সহায়তার জন্য অযোগ্য হিসাবে নির্বাচিত হবেন |
এবারে উপভোক্তাদের যাচাই-করণের জন্য মোট ১১ টি শর্ত রয়েছে , এই শর্তগুলি কি কি ?
১) আমার পরিবারের অকৃষি প্রতিষ্ঠান রয়েছে যা সরকারের কাছে নিবন্ধিত - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
২) আমার পরিবারের কোনো সদস্য প্রতি মাসে ১৫০০০ টাকা বেশি উপার্জন করে না - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৩) আমার পরিবার আয়কর প্রদান করে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৪) আমার পরিবার পূর্ব সরকারের কোন আবাস ন প্রকল্প থেকে উপকৃত হয়েছে অথবা অন্য আবাসন প্রকল্প আমার পরিবারের নাম অনুমোদিত হয়েছে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৫) আমার পরিবারে পাশে করে বেশি সেচ যুক্ত জমি রয়েছে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৬) আমার পরিবার সেচ সুবিধা যুক্ত ২.৫ একক বেশি জমির মালিক - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৭) আমার পরিবারের কোন সদস্য ১৫ হাজার টাকার বেশি আয় করে প্রফেশনাল ট্যাক্স প্রদান করেন - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৮) আমার পরিবারের সরকারি কর্মচারীর সদস্য আছে কিনা - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৯) আমার পরিবারের কৃষি কাজে ব্যবহৃত তিন অথবা চার চাকার গাড়ির মালিক কিনা - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
১০) আমার পরিবারের বর্তমানে পাকা বাড়ি রয়েছে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
বাংলা আবাস যোজনা যাচাই প্রক্রিয়ার অগ্রগতি
বাংলা আবাস যোজনা সমীক্ষার কাজ ইতিমধ্যে গত সোমবার থেকে শুরু হয়েছে এবং প্রায় দু'লক্ষ বাড়ি যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে | এরমধ্যে থেকে প্রায় ২০ শতাংশ বাড়ি অযোগ্য হিসাবে চিহ্নত হয়েছেন |
এই কদিনের যাচাই য়ের মাধ্যমে দু লক্ষ পরিবারের মধ্য থেকে ৪০০০০ পরিবারের নাম বাদ পড়েছে , কিন্তু এই নামগুলো কেন বাদ যাচ্ছে লিস্ট থেকে তা নিয়ে রয়েছে কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কারণ |
আবাস যোজনা আগে যাচাই ও বর্তমান যাচাইয়ের পরিবর্তন
এর আগে আবাস যোজনা প্রকল্পের ২০২২ সালে ডিসেম্বর মাসে একটি সমীক্ষা করা হয়েছিল তখনকার সেই পরিসংখ্যা অনুযায়ী প্রায় ১১ লক্ষ মানুষ গতরে টাকা পাওয়ার জন্য যোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল | কিন্তু এই দুই বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক কিছু বদলেছে |
অনেকে এই দুই বছরের মধ্যে নিজের উদ্যোগে বাড়ি তৈরি করে ফেলেছেন অনেকে আছেন যারা ধান পরিবর্তন করে ফেলেছেন এবং অন্যস্থানে এখন বসবাস করছেন |
এর পাশাপাশি কেন্দ্রীর কিছু নিয়মের পরিবর্তনে এসেছে , এখন যদি কোন পরিবারের সদস্যর আয় ১৫০০০ টাকার বেশি হয় তাহলে এই পরিবারটি এই বাড়ি তৈরি করার জন্য এই সহায়তার জন্য অযোগ্য হিসাবে নির্বাচিত হবেন |
এবারে উপভোক্তাদের যাচাই-করণের জন্য মোট ১১ টি শর্ত রয়েছে , এই শর্তগুলি কি কি ?
১) আমার পরিবারের অকৃষি প্রতিষ্ঠান রয়েছে যা সরকারের কাছে নিবন্ধিত - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
২) আমার পরিবারের কোনো সদস্য প্রতি মাসে ১৫০০০ টাকা বেশি উপার্জন করে না - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৩) আমার পরিবার আয়কর প্রদান করে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৪) আমার পরিবার পূর্ব সরকারের কোন আবাস ন প্রকল্প থেকে উপকৃত হয়েছে অথবা অন্য আবাসন প্রকল্প আমার পরিবারের নাম অনুমোদিত হয়েছে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৫) আমার পরিবারে পাশে করে বেশি সেচ যুক্ত জমি রয়েছে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৬) আমার পরিবার সেচ সুবিধা যুক্ত ২.৫ একক বেশি জমির মালিক - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৭) আমার পরিবারের কোন সদস্য ১৫ হাজার টাকার বেশি আয় করে প্রফেশনাল ট্যাক্স প্রদান করেন - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৮) আমার পরিবারের সরকারি কর্মচারীর সদস্য আছে কিনা - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
৯) আমার পরিবারের কৃষি কাজে ব্যবহৃত তিন অথবা চার চাকার গাড়ির মালিক কিনা - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
১০) আমার পরিবারের বর্তমানে পাকা বাড়ি রয়েছে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
১১) আমার পরিবারের মোটর চালিত তিন এবং চার চাকার গাড়ি রয়েছে - হ্যা অথবা না উত্তর দিতে হবে |
চূড়ান্ত তালিকা
এবারের এই সমীক্ষার কাজ শেষ হবে ৩০ শে অক্টোবর এর মধ্যে | তারপর চূড়ান্ত উপভোক্তাদের একটি লিস্ট প্রকাশ করা হবে , সেই লিস্টে জানা যাবে কতজন সহায়তা পাবেন |
এই বাংলা আবাস যোজনা সহায়তার মাধ্যমে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে এটি খুব ভালো একটি উদ্যোগ এর মাধ্যমে বহু প্রান্তিক মানুষ পাকা বাড়িতে বসবাস করতে পারবেন |