বাংলা আবাস যোজনা প্রকল্প পশ্চিমবঙ্গের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প | এই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর তৈরির জন্য উপভোক্তাদের ১২০০০০ টাকা দেওয়া হয় | আপনারা অনেকেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নামেও একটি প্রকল্প আছে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ আরো অন্যান্য রাজ্যের উপভোক্তাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিয়ে এই ঘর তৈরির জন্য টাকা দিত |
কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষেত্রে কিছু দুর্নীতির অভিযোগ থাকার কারণে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন বারবার আবেদন করার পরেও কেন্দ্রীয় সরকার কোন সাড়া দেয়নি কিন্তু আমাদের রাজ্য সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এবারের রাজ্য সরকারের কোষাগার থেকে আবাস যোজনা টাকা দেওয়ার একটি উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার | এবার এই টাকা দেওয়ার জন্য রাজ্যের উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এই সার্ভের মাধ্যমে উপভোক্তাদের বাছাই করা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বাড়িতেই সার্ভেতে আসছে না এবং সার্ভে লিস্টে তাদের নাম নেই |
এবারে যদি আপনি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে কিভাবে ঘরের জন্য আবেদন করবেন কিভাবে বাড়ির টাকা পাবেন সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে |
বাংলা আবাস যোজনা আবেদন করার পদ্ধতি দেখুন
বাংলা আবাস যোজনা যদি আপনার আবেদন করতে চান তাহলে এখানে দুটি পদ্ধতির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন :
(১) অফলাইন ফর্ম পূরণ করে আপনাকে আপনার নিজের ব্লক অফিসে জমা করতে হবে অর্থাৎ আপনাকে বিডিও অফিসে গিয়ে অফলাইন ফর্ম পূরণ করে জমা করতে হবে |
(২) আরেকটি পদ্ধতি হলো সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প ডেক্সে ফোন করুন এই পদ্ধতির মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে আপনারা আপনাদের আবেদন পত্রটি জানাতে পারবেন |
বাংলা আবাস যোজনা কিভাবে ঘরের জন্য আবেদন করবেন
(১) অফলাইন ফর্ম জমা - যদি আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের আবেদন করতে চান অফলাইনের মাধ্যমে তাহলে আপনাকে কোনরকম ফর্ম পূরণ করতে হবে না এর নির্দিষ্ট কোন ফর্ম নেই আপনাকে একটি কাজ করতে হবে সাদা কাগজে বিডিও বরাবর একটি দরখাস্ত লিখতে হবে এবং সেই দরখাস্ততে আপনাদের ঘরের বিষয় যাবতীয় তথ্য লিখতে হবে আপনার কতটা ঘর প্রয়োজন এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলি দিয়ে আবেদন করতে হবে |
দরখাস্ত এর সাথে যে সমস্ত কাগজপত্র লাগবে
• বর্তমানে আপনার যেমন বাড়ি আছে সেটার রঙিন ছবি
• আবেদনকারী ব্যক্তির আধার কার্ড
• আবেদনকারী ব্যক্তির ভোটার কার্ড
• আবেদনকারী ব্যক্তির রেশন কার্ড
• আবেদনকারী ব্যক্তির ব্যাংকের পাস বই
• আবেদনকারী ব্যক্তির জমির কাগজপত্র
(২) সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প লাইনে ফোন করে আবেদন
আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করেও আপনাদের বাড়ির বিষয়ে কি আবেদন জানাতে পারবেন আপনাদের যে যে সমস্যা সেই সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে জানাতে পারেন |
সরাসরি মুখ্যমন্ত্রী আবেদন অনলাইন স্ট্যাটাস কিভাবে চেক করবেন
যদি আপনি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে ঘরের বিষয়ে আবেদন করেন তাহলে কিভাবে আপনি আপনার আবেদনের স্ট্যাটাসটি চেক করবেন দেখুন |
• সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে Know Your Grievance Status একটি অপশন পাবেন সেখানে আপনার ফোন নম্বর দিয়ে চেক করলে আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন এখন আপনার আবেদনের স্ট্যাটাসটি কি অবস্থায় রয়েছে |
আবেদন করার পর কবে ঘর পাবেন ?
আবেদন আপনি অফলাইন বা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে যদি করে থাকেন তাহলে আপনার আবেদন যাচাই করার জন্য গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আধিকারিকরা আসবে|
এবং তারা দেখবে যে আপনি ঘর পাওয়ার যোগ্য কিনা আপনি কি বাড়ি পাওয়ার যে শর্তগুলি আছে সেই শর্তগুলি আপনার ক্ষেত্রে পূরণ হচ্ছে কিনা এখানে যদি আপনি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে পরবর্তী আবাস যোজনা সমীক্ষার লিস্টে নাম তুলে দেওয়া হবে|
এবং এর পরবর্তী সময় যখন আবারো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আবাস যোজনা বাড়ি তৈরি করার জন্য যখন টাকা দেওয়া হবে তখন আবারো আপনার বাড়িতে আধিকারিকেরা যাচাই করতে আসবে এক্ষেত্রে যদি আপনি ঘর পাওয়ার যোগ্য হন তাহলে ঘরের টাকা আপনার ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন |
কিন্তু এখন বর্তমান যে সার্ভে হচ্ছে এই সার্ভেতে আপনারা এখন নাম তুলতে পারবেন না |এর কারণ হলো এর আগে যে নামগুলি তালিকা উঠেছিল সেই নাম ধরে ধরে এখন বর্তমানে সার্ভে হচ্ছে | এখন যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে পরবর্তী সময় যখন সার্ভে হবে তখন আপনার বাড়িতে সার্ভে করতে আসতে পারে |
এভাবে আপনাকে খুব সহজে বাংলা আবাস যোজনা ঘর তৈরির জন্য আবেদন জানাতে পারেন অফলাইন আবেদন এবং সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবেদন করতে পারেন |
বাংলা আবাস যোজনা শর্তাবলী
এই বাংলা আবাস যোজনা ঘর পেতে হলে আপনাদের কিছু নির্দিষ্ট শর্তাবলী মানতে হবে কি কি সেই শর্ত নিচে দেওয়া হল:-
।
• উপভোক্তার নিজস্ব কোনো পাকা বাড়ির রয়েছে কিনা
• উপভোক্তা নিজস্ব তিন বা চার চাকার মোটর চালিত গাড়ির রয়েছে কিনা
• উপভোক্তার নিজস্ব তিন বা চার চাকার কোন কৃষি সরঞ্জাম রয়েছে কিনা
• পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে কিনা
• পারিবারিক আয় ১৫০০০ টাকার বেশি কিনা
• আয়কর দেওয়া হয় কিনা
• উপভোক্তার নিজস্ব ২.৫ একর বা তার বেশি সেচ যোগ্য জমি রয়েছে কিনা
• উপভোক্তার ৫ একর তার বেশি সেচবিহীন জমে রয়েছে কিনা
• পারিবারের কোন সদস্য আগে আবাস প্রকল্পের কোন সুবিধা পেয়েছে কিনা
• উপভোক্তা নিজের নামে ৫ একর সেঁচবিহীন জমির মালিক আছে কিনা
• কোন সদস্য আগে আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছে কিনা|