প্রধানমন্ত্রী আবাস যোজনা জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে সেই কারণে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আবাস যোজনা বাড়ি নির্মাণ করার জন্য রাজ্য সরকারের তহবিল থেকে এবারে আবাস যোজনা বাড়ি তৈরি করার জন্য টাকা দেবে। এই টাকা দেওয়ার আগে উপভোক্তাদের যাচাই করেন করার জন্য এই সমীক্ষা করা হচ্ছে এই সমীক্ষার মাধ্যমে আসল উপভোক্তাদের বেছে নেওয়া হবে।
বর্তমানে এই সার্ভে চলাকালীন অনেক বাসিন্দা সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিছু লোক এমনও আছে যারা যে সমস্ত আধিকারিকেরা এই সমীক্ষার কাজ করতে আসছেন তাদের বাড়িতে যেতে দিচ্ছে না আবার কেউ কে দেখছেন যে নাম লিস্টে নেই |
যদি আপনার নাম ঘরের লিস্টে না থাকে কি করবেন?
যদি আপনাদের আবাস যোজনা তালিকায় নাম না থাকে তাহলে আপনারা প্রথমে বিডিও অফিসে গিয়ে ঘরের জন্য আবেদন করতে হবে এবং সাদা কাগজ একটি আবেদন পত্র লিখে জমা করুন |
• এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি সরাসরি মুখ্যমন্ত্রী কে এই বিষয়ে জানাতে পারবেন |
জোর করে তালিকা থেকে নাম কেটে দিলে কি করতে হবে ?
যদি আপনার আবাস যোজনা তালিকায় এর আগে নাম থেকে তাকে এবং পরবর্তীতে সমীক্ষা করে নাম সরানো হয় তাহলে আপনি আমার যোজনার জন্য ১৫ ই আবেদন করতে পারবেন তার জন্য যে যে পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে সেগুলো নিম্নে দেয়া হলো :
• বিডিও অফিসে গিয়ে আবেদন : সর্বপ্রথম আপনাকে বিডিও অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে আবাস যোজনা ঘরের জন্য এনটাইটেলমেন্ট অনুরোধ করতে করে একটি সাদা কাগজে আবেদন পত্র জমা করতে হবে |
• সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন কর আপনারা এই বিষয়ে সাহায্য জন্য কথা বলতে পারেন |
যদি সমীক্ষা করতে আপনার বাড়িতে না যায় তাহলে কি করবেন ?
বাংলা আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই সার্ভে চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তো , যদি আপনাদের বাংলা আমার যোজনা প্রকল্পে নাম তালিকায় থেকে থাকে, বাড়িতে এখনো পর্যন্ত সার্ভে করতে যদি না আসে তাহলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে ৩১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে যদি এই তারিখের মধ্যে আপনার বাড়িতে সমীক্ষা করতে না আসে তাহলে পরবর্তী পদক্ষেপগুলো অনুসরণ করুন -
• আপনার গ্রাম পঞ্চায়েত অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন |
• তারপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন |
• এবং সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরও ফোন করে সহায়তার জন্য আবেদন করতে পারবেন |
ঘরের লিস্ট ডাউনলোড করুন
এই প্রকল্পে আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন এই তালিকায় আপনার নামটি রয়েছে কিনা তা যাচাই করার জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করুন :
• সবার প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে আপনাদের - Click Here
এবার আপনাদের সামনে একটি পেজ শো করবে সেখানে আপনার রাজ্যের নাম নির্বাচন করতে হবে |
• এবার আপনার ব্লকের নাম নির্বাচন করতে হবে
• এবারে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করতে হবে
• এবারে আবাস যোজনা সাল ২০২২-২০২৩ নির্বাচন করুন |
• এবারে আপনাকে Pradhan Mantri Awaas Yojana Gramin এই অপশনটিতে ক্লিক করতে হবে |
• এরপর ক্যাপচা কোড দিয়ে দেখে দেখে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে |
• এবারে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘরের লিস্ট দেখতে পাবেন। এবং এখান থেকে আপনি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ টা ডাউনলোড হয়ে যাওয়ার পর গ্রাম পঞ্চায়েত আবাস যোজনা লিস্ট এর মধ্যে থেকে আপনার নাম সার্চ করে দেখতে পারেন আপনার নাম এই লিস্টে আছে কিনা |