RRB গ্রুপ ডি 2024 এর বিবরণ
নিয়োগকারী সংস্থার নাম
এখানে কর্মী নিয়োগ করা হবে RRB অর্থাৎ ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে |
যে সমস্ত পদে কর্মী নিয়োগ হবে
যে সমস্ত পদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি নিম্নে দেওয়া হলো :-
• ট্রাক রক্ষণাবেক্ষণকারী
• মেইত্নেনার গ্রেড - V
• হেল্পার/সহকারী
• সহকারী পয়েন্টসম্যান
• লেভেল -1 পদ |
নিয়োগ হবে
পুরো ভারত জুড়ে এই নিয়োগ হবে |
আবেদনের মোড
এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে |
এই পদে আবেদনের জন্য যোগ্যতা
এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন বলে ভাবছেন তাদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন |
RRB গ্রুপ ডি তারিখ
এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে অক্টোবর এবং ডিসেম্বর ২০২৪ এর মধ্যে |
বয়সসীমা
এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন বলে ভাবছেন তাদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে ৩০ বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন |
নির্বাচন পদ্ধতি
যে সমস্ত চাকরি প্রার্থী রা এই পদ গুলিতে আবেদন জানাবেন তাদের নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপের মাধ্যমে হবে |
• কম্পিউটারাইজড পরীক্ষা - এটি একটি লিখিত পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের জ্ঞান কত টাকা দেখা হবে |
• শারীরিক দক্ষতা পরীক্ষা - এই পরীক্ষাটি শুধুমাত্র প্রার্থীদের ফিটনেস দেখার জন্য এই পরীক্ষাটা নেওয়া হবে |
• নথি এবং মেডিকেল যাচাইকরন - সমস্ত কাগজপত্র নথি যেগুলো আছে আপনার সেগুলো বৈধ কিনা তার যাচাই করা এবং চাকরিপ্রার্থীদের মেডিকেল ফিটনেস চেক করা
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পথগুলোতে আবেদন করবেন তাদের মূলত একটি লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই করণ এবং ফিজিক্যাল ফিটনেস পরীক্ষার মাধ্যমে এ নিয়োগ করা হবে |
গ্রুপ ডি এর জন্য যোগ্যতা কি লাগবে
রেলের গ্রুপ ডি এই পদে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করার জন্য ইচ্ছুক তাদের কি কি যোগ্যতা লাগবে নিম্ন দেওয়া হল :-
• আবেদনকারী প্রার্থীক অবশ্যই ভারতের নাগরিক হতে হবে |
• আবেদনকারী ব্যক্তির বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে |
• আবেদনকারী প্রার্থী মাধ্যমিক পাস হতে হবে |
ভারতীয় রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদন কিভাবে করবেন
ভারতীয় রেলওয়ে গ্রুপ ডি এর পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি নিচে দেওয়া হল :-
• আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে যেতে হবে -
• অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন |
• রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার আবেদন পত্র ফরম টি সঠিকভাবে পূরণকরুন |
• আপনি যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তখন আপনি আপনার নিজের পছন্দমত পদটি বেছে নিতে পারবেন |
• অনলাইন আবেদন করার সময় চাকরিপ্রার্থীদের আপনি যে ভাষায় পরীক্ষা দিতে চান সেই ভাষাটি নির্বাচন করতে পারবেন |
• এবারে আপনার কিছু কাগজপত্র আপলোড করতে হবে ওখানে যে সমস্ত কাগজপত্র আপলোড করতে বলছে সেগুলো আপলোড করবেন এবং সাথে আপনার ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে |
• এবার আপনাকে আবেদন মূল্য জমা করাতে হবে |
• সমস্ত তথ্য একবার সঠিকভাবে দেখে নিয়ে তারপর আবেদন পত্রটি সাবমিট অপশনে ক্লিক করুন এবং আপনার আবেদন পত্রটি সম্পূর্ণ হবে জমা হয়ে গেল এবার আপনি আবেদনপত্রে প্রিন্ট আউটটি করে নিতে পারবেন |
খুব তাড়াতাড়ি এই গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ইতিমধ্যে এটি নিয়োগের আবেদ বেরিয়েছে , এই প্রতিবেদনটি পোস্ট করার শুধুমাত্র যখনই গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জন্য আবেদন শুরু হবে আপনারা দেরি না করে যাতে প্রকাশ হতে হতে আবেদন পত্র ফরমটি জমা করতে পারেন সেই কারণেই এই প্রতিবেদনটি লেখা |