ভারত হলো কৃষি প্রধান দেশ তাই কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তরফ থেকে বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে যার মধ্যে খুব ভালো একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কুসুম সোলার পাম্প যোজনা | এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা করা হয় , এই আর্থিক সহায়তার মাধ্যমে যাতে কৃষকরা সোলার পাম কিনতে পারে সেই কারণে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এবং কত টাকা ভর্তুকি পাবেন সম্পূর্ণ তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে সেই কারণে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন |
প্রধানমন্ত্রী কুসুম যোজনা (PM Kusum Yojana)
কৃষকদের উন্নতির জন্য এবং পরিবেশ রক্ষার জন্য প্রধানমন্ত্রী ২০১৯ সালে প্রথম এই প্রধানমন্ত্রী কুসুম যোজনা প্রকল্প চালু করেছেন , এই প্রধানমন্ত্রী কুসুম যোজনা প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষাণ উরজা সুরক্ষা ইভম উত্থান মহাবিয়ান নামেও জানা যায় |
এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচ করার জন্য বিদ্যুতের খরচ যাতে বাঁচে তার জন্যই এই সোলার পাম্প বসানোর ব্যবস্থা করা হয় , তাছাড় াও এই সোলার পাম্প বসিয়ে জলসেচ করে অনূর্বর জমিকে উর্বর জমিতে পরিণত করা যেতে পারে | তাই এই প্রকল্পের মাধ্যমে সরকার কৃষকদের ভর্তুকি দিয়ে সোলার পাম্প বসানোর আর্থিক সাহায্য করবেন , এই প্রকল্পের আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও কিছুটা করবে |
প্রধানমন্ত্রী কুসুম যোজনা সম্পর্কে কিছু তথ্য
প্রকল্পের নাম কি
প্রধানমন্ত্রী কুসুম সোলার পাম্প যোজনা |
প্রদানকারী সংস্থার নাম
কেন্দ্রীয় সরকার
কারা সুবিধা পাবেন
ভারতের সমস্ত কৃষক
কি সুবিধা পাওয়া যাবে
সোলার সেচ পাম্প পাওয়া যাবে
প্রধানমন্ত্রী কুসুম সোলার পাম্প যোজনার সুবিধা কি
প্রধানমন্ত্রী কুসুম সোলার পাম্প যোজনা যদি আপনি আবেদন করেন তাহলে আপনি যে যে সুবিধা গুলি পাবেন সেগুলি নিচে দেয়া হলো :-
• সোলার পাম্প পাওয়ার জন্য এই প্রকল্পে ভারতের যেকোনো কৃষক এই প্রকল্পে আবেদন করতে পারবেন |
• সোলার প্যানেল লাগানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৬০% আর্তোগ্রিক সাহায্য করবে বাকি ৩০% ব্যাংকের তরফ থেকে লোন দেওয়া হবে এবং বাকি ১০% টাকা কৃষককে দিতে হবে শুরুতে |
• যেখানে বিদ্যুৎ থাকে না সেই সমস্ত জায়গায়ও দিব্যি জল সেচকরা যাবে , কারণে এই সোলারের মাধ্যমে ২৪ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যেতে পারে |
• এই সোলার পাম্প বাজারের থেকে অনেকটা কম খরচে এখান থেকে প্রদান করা হয় |
• সৌর প্যানেল থেকে উৎপন্ন হওয়া অতিরিক্ত বিদ্যুৎ হয়ে গেলে সেটি আপনি বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে আপনি একটি উপার্জন করতে পারেন |
• সৌর বিদ্যুৎ পাম্প চলার কারণে ডিজেলের খরচ কমে যাবে এবং ডিজেল পড়ার কারণে যে পরিবেশটা দূষণ হচ্ছে পরিবেশ দূষণ হবে না |
• এই প্রকল্পে আপনার আবেদনপত্র গ্রহণ হলে সরাসরি কৃষকের ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে |
প্রধানমন্ত্রী কুসুম যোজনায় আবেদনের জন্য যোগ্যতা
প্রধানমন্ত্রী কুসুম যোজনায় আবেদন করার জন্য আবেদনকারী কৃষকদের যে সমস্ত যোগ্যতা থাকা প্রয়োজন সেগুলো নিম্নে দেয়া হলো :-
• আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে |
• আবেদনকারী ব্যক্তিকে একজন কৃষক হতে হবে |
• ক্ষুদ্র জমির মালিক এবং প্রান্তিক কৃষকেরা প্রধানমন্ত্রী কুসুম যোজনায় আবেদন করতে পারবে |
• আবেদনকারী কৃষকের আধার কার্ড এবং ব্যাংক একাউন্ট থাকতে হবে |
• প্রধানমন্ত্রী কুসুম যোজনা প্রকল্পে ০.৫ মেগাওয়াট থেকে শুরু করে সর্বোচ্চ ২ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পাম্প আবেদন করতে পারবেন |
সোলার পাম্প বসানোর জন্য কতটা জমির প্রয়োজন ?
সোলার পাম বসানোর জন্য কৃষকদের প্রতি মেগাওয়াটের জন্য ২ হেক্টর জমির প্রয়োজন হবে | এক্ষেত্রে যদি আপনি সর্বোচ্চ ক্ষমতাশীল সোলার পাম্প আপনার জমিতে বসাতে চান তবে আপনার ৪ থেকে ৫ হেক্টর জমির প্রয়োজন হবে, যার ফলে প্রত্যেক বছর ১৫ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে | এই বিদ্যুৎ আপনি সোলার পাম্প ব্যবহার করবেন তাছাড়াও আপনি বিক্রি করেও অতিরিক্ত উপার্জন করতে পারবেন |
আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সেগুলি নিম্নে দেওয়া হল :-
• আবেদনকারী ব্যক্তির আধার কার্ড |
• আবেদনকারী ব্যক্তির ভোটার কার্ড |
• আবেদনকারী ব্যক্তির ব্যাংকের পাস বই |
• আবেদনকারী ব্যক্তি রেশন কার্ড |
• আবেদনকারী ব্যক্তির জমির নথিপত্র |
• আবেদনকারী ব্যক্তি আয়ের শংসাপত্র |
• পাসপোর্ট সাইজ ফটো |
প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি নিম্নে দেওয়া হলো :-
• আবেদন করার জন্য সর্বপ্রথম PM KUSUM প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে |
• অফিসিয়াল ওয়েব সাইটে আসার পর PM KUSUM লেখা একটি অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে |
• এরপর Online Registration একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করতে হবে |
• এবার আপনার রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে সেখানে আপনার সম্পূর্ণ তথ্য দিতে হবে যেমন নাম ঠিকানা আধার নম্বর বৈধ মোবাইল নম্বর এবং ব্যাংকে তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে |
• রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর সোলার পাম্প বসানোর জন্য ১০% টাকা জমা করাতে হবে |
• টাকা জমা হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যে জমিতে সোলার পাম্প বসানোর কাজ শুরু হয়ে যাবে
প্রধানমন্ত্রী কুসুম যোজনার আবেদন ফি :-
প্রধানমন্ত্রী কুসুম যোজনায় আবেদন করতে চাইলে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন সোলার পাম্প এর জন্য আবেদন করতে পারবেন উৎপন্ন ক্ষমতার ওপর আবেদন ফি নির্ভর করা হয় নিচে আবেদন ফি এর বিবরণ দেওয়া হল :-
• ০.৫ মেগাওয়াট এর জন্য - ২৫০০+ জিএসটি
• ১ মেগাওয়াট এর জন্য - ৫০০০+ জিএসটি
• ১.৫ মেগাওয়াটের জন্য - ৭৫০০+ জিএসটি
• ২ মেগাওয়াটের জন্য - ১০০০০+ জিএসটি