Eklavya Model Residential School এই স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে |যে সমস্ত চাকরি প্রার্থীরা শিক্ষকতা করতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ রয়েছে কিভাবে এই পদে আবেদন করবেন আবেদন করার জন্য যোগ্য কি লাগবে বয়স কেমন লাগবে মাসিক বেতন কত আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন|
পদের বিবরণ :
১). রসায়ন (Chemistry, TGT) শিক্ষক পদে নিয়োগ হবে |
বিষয় :- উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ানোর জন্য রসায়ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হচ্ছে |
বেতন কত :- এই পদে প্রতি মাসে বেতন পাবেন ১২০০০ টাকা |
যোগ্যতা কি লাগবে :- আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.SC (HONS. CHEMISTRY) ডিগ্রী সম্পূর্ণ করতে হবে, এই ডিগ্রির পাশাপাশি আপনাদের B.Ed ডিগ্রী লাগবে |
এই পদের শিক্ষা কর্মীকে অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের বিষয় ভিত্তিক পড়ানোর দায়িত্ব পালন করতে হবে , পড়ানোর সাথে সাথে প্রার্থীকে অবশ্যই বিষয়ভিত্তিক দক্ষতার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে |
২). সাঁওতালি (Santali, TGT) শিক্ষক নিয়োগ
বিষয় :- উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর জন্য সাঁওতালি ভাষায় পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে |
বেতন :- এই পদে প্রতি মাসে আপনি বেতন পাবেন ১২০০০ টাকা |
যোগ্যতা কি লাগবে :- এই পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীর যে যোগ্যতা থাকা পর্যন্ত হলো যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.A. (HONS. SANTALI) ডিগ্রি এবং B.Ed ডিগ্রী লাগবে |
এই পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করবেন তাদের সাঁওতালি ভাষায় দক্ষ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীদের সাঁওতালি ভাষায় পড়ানোর ক্ষমতা থাকতে হবে|
৩). ইতিহাস (History , TGT) শিক্ষক নিয়োগ
বিষয় :- উচ্চ মাধ্যমিক স্তরে ইতিহাস বিষয়ের পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে |
বেতন :- এই পদে প্রতি মাসিক বেতন হবে ১২০০০ টাকা |
যোগ্যতা কি লাগবে :- এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর যে সমস্ত যোগ্যতা প্রয়োজন টা হলো যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.A.(HONS. HISTORY) ডিগ্রি এবং B.Ed ডিগ্রী থাকতে হবে |
এই পদে যে সমস্ত ব্যক্তির আবেদন করবেন তাদের ইতিহাস বিষয়ে পড়ানোর ক্ষমতা থাকতে হবে এবং প্রাচীন ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের দায়িত্ব পালন করতে হবে |
বয়সসীমা কত
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী :-
সর্বনিম্ন বয়স ১৮ বছর
সর্বোচ্চ বয়স ৩৮ বছর
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে |
আবেদন প্রক্রিয়া
এই পদে যারা আবেদন করবেন বলে ভাবছেন তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | পশ্চিম বর্ধমানের অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন পত্রের ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে , এবারে আবেদনপত্রের ফরমটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে | এবং সমস্ত প্রয়োজনের ডকুমেন্ট সাথে দিতে হবে | এবং নিচে দেওয়া ঠিকানায় আপনাদের এই সমস্ত ডকুমেন্ট এবং ফর্মটি পাঠাতে হবে |
আবেদন পত্রের ফর্ম পাঠানোর ঠিকানা
To,
The Office Of The PO -cum-DWO,
BCW & TD, Paschim Bardhaman,
1st Floor/2nd Floor, SDO Office Building,
Asansol - 713304
আবেদন শুরু কবে
বর্তমানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে |
আবেদনের শেষ তারিখ কবে
এই পদে আবেদনের করার শেষ তারিখ হল ০৫/১১/২০২৪, বিকেল ৪ টি পর্যন্ত |
আবেদনের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে
• শিক্ষকতা যোগ্যতার সার্টিফিকেট
• জন্ম তারিখের প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড
• অভিজ্ঞতার প্রমাণ পত্র - যদি থাকে
• কাস্ট সার্টিফিকেট - যদি থাকে
• আধার কার্ড বা ভোটার কার্ড
• বৈধ মোবাইল নম্বর
• বৈধ ইমেইল আইডি
• এবং বিজ্ঞপ্তি টা একবার দেখে নেবেন সেখানে কয়েকটি ডকুমেন্টের কথা বলা হয়েছে , বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক নিচে দেওয়া হল |
যারা শিক্ষকতা পেশায় যুক্ত হতে চান তারা এই পদে আবেদন করতে পারবেন তাই সেই সুযোগ হাতছাড়া করবেন না বিজ্ঞপ্তি লিংক আমরা নিচে দিয়ে দিলাম |
অফিসিয়াল নোটিশ - Click Here
ফর্ম ডাউনলোড - Click Here Click Here
অফিসিয়াল ওয়েবসাইট - Click Here