
পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের জন্য আবার একটি খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী তার কথা অনুযায়ী এবারে দীপাবলীর পরে রাজ্যের সমস্ত সাধারণ মানুষের একাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে টাকা ঢুকতে শুরু করবে বিশেষ করে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তা রাঁ ১০ হাজার টাকা করে পাবেন এই টাকা সরাসরি উপভক্তাদের একাউন্টে জমা হবে | চলুন জেনে নেয়া যাক এটি কোন প্রকল্পের মাধ্যমে এই টাকাটা দেবে এবং কাদেরকে দেয়া হবে এই টাকা এই টাকা পেতে হলে কি করতে হবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু তথ্য আজকের এই প্রতিবেদনে |
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এক এক করে বের করতে চলেছে যেমন লক্ষীর ভান্ডার স্বাস্থ্যসাতে কন্যাশ্রী খাদ্য সাথী রূপশ্রী যুবশ্রী প্রকৃতি বিভিন্ন রকম প্রকল্প বের করেছেন এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের প্রচুর সুবিধা হয়। এটা যে প্রকল্পের মাধ্যমে টাকা দেবে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। অনেকে এই প্রকল্পে থেকে অর্থ সাহায্য পাচ্ছে এই কৃষক বন্ধুর প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি কৃষক প্রতিবছর আর্থিক সাহায্য পায় রাজ্য সরকারের তরফ থেকে এবারে জানানো হয়েছে যে দীপাবলীর পরে তাদের এই প্রাপ্য টাকা কৃষকদের একাউন্টে দেওয়া হবে। যেহেতু দীপাবলীর পরে আর এই মৌসুম শুরু হয়ে যায় তাই এবার এই সময় টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই টাকা পেয়ে বহু কৃষক উপকৃত হন |
কৃষক বন্ধু প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যায়
কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা কি কি সুবিধা পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সেগুলি নিম্নে উল্লেখ করা হলো
• এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দুটি কিস্তির মাধ্যমে কৃষকরা টাকা পেয়ে থাকেন যদি আপনাদের এক একরের কম জমি থাকে সে ক্ষেত্রে মোট দুটি কিস্তি মিলে চার হাজার টাকা পাবেন। যদি আপনাদের এক একরের উপর জমে থাকে সে ক্ষেত্রে আপনি দুটি কিস্তি মিলে মোট ১০ হাজার টাকা পাবেন |
• কৃষক বন্ধু প্রকল্প যদি কোন কৃষক একটি দুর্ঘটনা বীমা ও পেয়ে যাবেন দুই লক্ষ টাকা পর্যন্ত |
• কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনাদের ১ একরের উপর জমির থেকে থাকে তবে আপনারা প্রত্যেক বছর ১০ হাজার টাকা পাবেন |
• ১ একরের নিচে জমি থাকলে আপনারা দুটি কিস্তি মিলে মোট টাকা পাবেন চার হাজার টাকা |
কৃষক বন্ধু আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে
কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার আবেদন করতে চান সে ক্ষেত্রে আপনাদের যে সমস্ত যোগ্যতা গুলি থাকা প্রয়োজন সেগুলো নিচে দেয়া হলো :-
• আবেদনকারী কৃষককে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে |
• আবেদনকারী কৃষকের বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন |
• আবেদনকারী কৃষকের নিজস্ব নামের জমির নথি থাকতে হবে
• আবেদনকারী কৃষক যদি ভাগ চাষী হয় সে ক্ষেত্রে তার জমির পাট্টা থাকতে হবে |
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান সে ক্ষেত্রে আপনাদের যে সমস্ত কাগজপত্র প্রয়োজন পড়বে সেগুলো নিম্নে দেওয়া হলো :-
• আবেদনকারী ব্যক্তির ভোটার কার্ড
• আবেদনকারী ব্যক্তির আধার কার্ড
• আবেদনকারী ব্যক্তির ব্যাংকের পাস বই
• আবেদনকার ব্যক্তির জমি নথি
• আবেদনকারী ব্যক্তির পাসপোর্ট সাইজ ছবি
কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আবেদন করবেন
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন আগে থেকেই শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে এটি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয় এই আবেদনটি এডিও (ADO) অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে , কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনের কোন পদ্ধতির এখনো পর্যন্ত চালু হয়নি আবেদন করার সেই কারণে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের এডিও অফিসে যেতে হবে সেখানে গিয়ে কৃষক বন্ধুর ফর্ম সংগ্রহ করতে হবে ফরমের লিংকটি আমরা নিচে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন ফর্মটি প্রিন্ট আউট করে নেওয়ার পর বা অফিস থেকে সংগ্রহ করার পর ফর্মটির সঠিকভাবে আপনাদের পূরণ করতে হবে সম্পূর্ণ তথ্য একবার ভালোভাবে দেখে শুনে পূরণ করবেন এবং যে সমস্ত উপরে ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্ট গুলি ফরমের সঙ্গে দিয়ে অফিসে জমা করলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণ হয়ে যাবে এবং কৃষক বন্ধুর আবেদন জমা হয়ে যাওয়ার কিছুদিন পর আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে চেক করবেন নিচে আমরা পদ্ধতি দিয়ে দিচ্ছি এই পদ্ধতির মাধ্যমে আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাসটি চেক করতে পারবেন এখন আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস কি অবস্থায় রয়েছে |
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
কৃষক বন্ধু যদি আপনার আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিভাবে স্ট্যাটাসে করবেন সম্পূর্ণ পদ্ধতি নিচের ধাপ গুলো অনুসরণ করুন -
• সর্বপ্রথম কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে - Click Here
• এবারে হোম পেজে অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে থেকে 'নথিভুক্ত কৃষকের তথ্য'এই অপশনটিতে ক্লিক করবেন |
• এবারে নতুন একটি পেজ খুলে যাবে সেই পেজে সিলেক্ট অপশনের মধ্যে কিছু ডকুমেন্ট দেখতে পাবেন আপনি যেই ডকুমেন্টের মাধ্যমে কৃষক বন্ধুর তথ্য দেখতে চান সেই ডকুমেন্টটি সিলেক্ট করবেন যদি আপনি ভোটার কার্ড দিয়ে সার্চ করতে চান তাহলে ভোটার কার্ডের উপরে ক্লিক করবেন |
• ক্লিক করার পর পাশে দেওয়া আইডি নাম্বার এবার যেহেতু আমি ভোটার কার্ড সিলেক্ট করছি সেহেতু ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে আইডি নাম্বারের ঘরে।
• তারপরে সার্চ অপশনে ক্লিক করলে আপনার আবেদনের স্ট্যাটাসটি দেখতে পাবেন। এখন কি অবস্থায় কৃষক বন্ধু স্ট্যাটাস রয়েছে আপনার সামনে সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন। যদি আপনি নতুন আবেদন করে থাকেন এবং সার্চ করার পর নো রেকর্ড ফাউন্ড শো করে সেক্ষেত্রে আপনার আবেদনটি এখনো পর্যন্ত এন্ট্রি হয়নি |
কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড লিংক - Download